নারীর সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে স্তনের ওপর। তাই স্তনের গড়ন নিয়ে কমবেশি সব মেয়েরাই চিন্তিত থাকে। কারও পছন্দ বড় স্তন তো কেউ স্তনের আকার নিয়ে জেরবার। তবে পোশাকের সঙ্গে মানিয়ে স্তন সুন্দর দেখানোর উপায় কী? এই কাজে আপনাকে সাহায্য করবে আপনার অন্তর্বাস। কারণ সঠিক আন্তর্বাসই পারে আপনার স্তন সুন্দর দেখাতে।
ভারতীয় মহিলাদের বেশিরভাগই অন্তর্বাস নিয়ে খুব একটা সচেতন নন। আর স্তনের আকারের সমস্যা দেখা দেয় সেই কারণেই। তাই জেনে নিন, স্তন সুন্দর দেখাতে কোন ব্রা আপনার জন্য পারফেক্ট।
সাধারণত রোজকার লাইফে মহিলাদের পাঁচরকমের ব্রা ব্যবহার করতে দেখা যায়। টি শার্ট ব্রা, ফুল কাপ ব্রা, ওয়্যার্ড সাপোর্ট ব্রা, প্লাঞ্জ ব্রা এবং বালকোনেট ব্রা। কী করে বুঝবেন আপনার স্তনের জন্য কোন ধরনের ব্রা পরা দরকার?
টি শার্ট ব্রা :- যাদের স্তন আকারে বড় তাদের জন্য পারফেক্ট টি শার্ট ব্রা। সিমলেস হওয়ায় অনেকেই মনে করেন এই ব্রা স্তন ঠিকভাবে ধরে রাখতে পারবে না। এটা ভুল ধারণা। সিমলেস হওয়ার জন্য এই ব্রা যাদের ভারী স্তন রয়েছে তাদের পক্ষে খুব আরামদায়ক।
ফুল-কাপ ব্রা :- যাদের স্তন একটু ছড়ানো তাদের ফুল-কাপ ব্রা ব্যবহার করা উচিত। এই ব্রা গোটা স্তনকে কাপের মতো ধরে রাখে। ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে না।
ওয়্যার্ড ব্রা :- অনেক স্তন এমন আকারের হয় যে সাধারণ ব্রা পড়লে তা সঠিক শেপে থাকে না। এদিক-ওদিক কিছুটা ছড়িয়ে পড়ে। তাদের জন্য সুবিধাজনক ওয়্যার্ড ব্রা। ব্রায়ে থাকে রেজ়িন, প্লাস্টিক বা মেটালের ওয়্যার। যা স্তন সঠিকভাবে ধরে রাখে। দামি পোশাক পরার জন্য স্তনের আকার নিয়ে চিন্তা থাকে না।
প্লাঞ্জ ব্রা :- লেট লাইট পার্টি। পরতে চাইছেন ডিপ নেক ড্রেস। কিন্তু স্তন ঝুলে যাওয়ায় ক্লিভেজ দেখতে খারাপ লাগে। এমন স্তনেও সুন্দর ক্লিভেজ দেখানো সম্ভব। তারজন্য পরতে হবে প্লাঞ্জ ব্রা। এই ব্রা স্তন পুশ আপ করে এবং V শেপ দেয়। ফলে ডিপ নেক ড্রেসের সঙ্গে দেখতে ভালো লাগে আপনার ক্লিভেজ।
ব্যালকোনেট ব্রা :- এই ব্রা অনেকটা ব্যালকোনির মতো। যাদের স্তন ছোটো তাদের জন্য এটা পারফেক্ট। লো কাট হওয়ায় এবং স্ট্র্যাপ মোটা হওয়ায় স্তন আকারে বড় দেখায়।