সকালের নাস্তা নিয়ে ভাবছেন? দেখে নিন বিডি রমণীর আজকের রেসিপি সকালের নাস্তায় মজাদার বিফ বান। সহজে ও কম সময়ে তৈরি করে খেতে দিন আপনার পরিজনদের। তাছাড়া এটি নাস্তার সাথে সাথে পুষ্টিরও যোগান দিবে। রইলো রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ
বান এর জন্য
ময়দা আড়াই কাপ
দুধ ২ টেবিল চামচ
ঘি ২ টেবিল চামচ
ইস্ট ২ চা-চামচ
চিনি ১ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
ডিম একটা
তিল সামান্য
পানি আধা কাপ (পরিমাণমতো)
কিমার জন্য
গরুর মাংস ২ কাপ
পেঁয়াজ কুচি ২ কাপ
আদা বাটা ১ চা-চামচ
রসুন বাটা ১ চা-চামচ
জিরা গুঁড়া আধা চা-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
গোলমরিচ আধা চা-চামচ
কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
অলিভ অয়েল ২ টেবিল চামচ
অয়েস্টার সস আধা চা-চামচ
সয়াসস আধা চা-চামচ
জয়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ
প্রস্তুত প্রণালী
বানের সব উপকরণ একসঙ্গে মেখে গরম জায়গায় রেখে দিন। গরুর মাংস লবণ দিয়ে সেদ্ধ করে তেলে সব মসলা কষিয়ে মাংস ও অন্যান্য উপকরণ দিয়ে দিন, ময়দার মিশ্রণ ফুলে উঠলে রুটি বেলে ভেতরে পুর ঢুকিয়ে বান তৈরি করুন।ডিম ওপরে ব্রাশ করে তিল ছড়িয়ে প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করুন।
ফ্রেঞ্চ ফ্রাই ও সসের সঙ্গে পরিবেশন করুন।