সংগ্রহে রাখুন মাংসের ১২টি রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে আরো একটি রেসিপিগুচ্ছ। এটি হলো মাংসের ১২টি রেসিপি একসঙ্গে। দেখে নিন রেসিপিগুলো। আশা করছি উপকারে আসবে।

ভুনা মাংস

উপকরণ :
১. গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি,
২. সরিষার তেল ২ টেবিল চামচ,
৩. পেঁয়াজ (বড়) ৬টি,
৪. শাহি জিরা ১ টেবিল চামচ,
৫. আদা বাটা ২ টেবিল চামচ,

৬. রসুন বাটা ২ টেবিল চামচ,
৭. সরিষার দানা ১ টেবিল চামচ,
৮. লবণ স্বাদমতো,
৯. হলুদ গুঁড়া ১ চা চামচ,
১০. মরিচ গুঁড়া ২ চা চামচ,
১১. গরম মসলা গুঁড়া ২ টেবিল চামচ,
১২. কাঁচা মরিচ ৮টি (মাঝখান থেকে চেরা),
১৩. ধনিয়াপাতা কুচি সাজানোর জন্য।

প্রণালি :
> পাত্রে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ বাদামি করে ভাজুন। 
> এরপর এতে মাংস দিয়ে ১০ মিনিটের মতো হালকা আঁচে রাখুন। শাহি জিরা, সরিষার দানা দিয়ে আরো মিনিট পাঁচেক হালকা আঁচে চুলায় রাখুন। 
> কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া পাত্রে মাংসের সঙ্গে ভালোমতো মিশিয়ে ঢেকে আরো ১৫ মিনিটের মতো বা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় রাখুন। 
> এরপর পরিবেশন পাত্রে ঢেলে ধনিয়াপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

জেনে রাখুন :
> গরুর মাংস কেনার সময় নরম মাংস বেছে নিতে হবে। এ জন্য গরুর পিঠের দিকের বা পেছনের অংশের মাংস বেশ ভালো। আর কারিপাতা দিলে স্বাদ আরো ভালো হয়। চুলা থেকে নামানোর ৫ মিনিট আগে থাই লেবুর পাতা দিলে একটু টক স্বাদ আসবে।

কালা ভুনা

উপকরণ :
১. গরুর মাংস সোয়া ১ কেজি,
২. পেঁয়াজ ২ কাপ,
৩. আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ,
৪. কালো গোলমরিচ ২ চা-চামচ,
৫. কাবাব চিনি ৪-৫টা,
৬. রাঁধুনি ও শাহি জিরা ২ চা-চামচ (টেলে গুঁড়া করে নেয়া),
৭. গরমমসলা গুঁড়া ২ চা-চামচ,
৮. ধনিয়া গুঁড়া ২ চা-চামচ,
৯. লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ,
১০. হলুদ গুঁড়া ১ চা-চামচ,


১১. জিরা গুঁড়া ১ চা-চামচ,
১২. শুকনা মরিচ ৭-৮টা,
১৩. কাঁচা মরিচ ১০-১২টা,
১৪. আস্ত রসুনের কোয়া ৫-৬টা,
১৫. সয়াবিন তেল আধা কাপ,
১৬. সরিষার তেল ১ কাপ,
১৭. লবণ স্বাদমতো।

প্রণালি :
> গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে যে হাঁড়িতে রান্না করবেন তাতে রেখে দিন। এর সঙ্গে সয়াবিন তেল, আস্ত রসুন, শুকনা মরিচ ও পেঁয়াজ ছাড়া বাকি সব উপাদান দিয়ে ভালো করে মাখিয়ে ২ কাপ পানি দিন। এবার চুলায় দিয়ে ঢেকে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিন। মাঝে মাঝে নেড়েচেড়ে কষাতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে কালো হলে চুলা থেকে নামিয়ে নিন। এবার অন্য একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ বেরেস্তা করে নিন। শুকনা মরিচ আর রসুনের কোয়া লাল করে ভেজে বেরেস্তাসহ রান্না করা মাংসের মধ্যে ঢেলে দিন। তারপর চুলায় বসিয়ে নাড়তে নাড়তে কমপক্ষে আধঘণ্টা ভাজতে হবে। মাংস কালো হয়ে আর খানিকটা ভাজা হয়ে এলে নামানোর আগে অল্প একটু রাঁধুনি গুঁড়া আর গরমমসলা গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিন। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

মেজবান মাংস

উপকরণ (১) :
১. গরুর মাংস চার কেজি,
২. পেঁয়াজ (অর্ধেক বাটা, অর্ধেক কুচি) ২ কেজি,
৩. আদা বাটা ২০০ গ্রাম,
৪. রসুন বাটা ২০০ গ্রাম,
৫. সাদা সরিষা বাটা ৫০ গ্রাম,
৬. চিনাবাদাম বাটা ৫০ গ্রাম,
৭. নারকেল বাটা ২০০ গ্রাম,
৮. ধনিয়া গুঁড়া ২ টেবিল-চামচ,
৯. জিরা গুঁড়া ২ টেবিল-চামচ,
১০. মরিচ গুঁড়া ৩ টেবিল-চামচ,
১১. হলুদ গুঁড়া ২ টেবিল-চামচ,
১২. গরমমসলা পরিমাণমতো,
১৩. টমেটো ১ কেজি,
১৪. সরিষার তেল আধা কেজি,
১৫. ঘি ৩৫০ গ্রাম,
১৬. কাঁচা মরিচ ১০টি,
১৭. লবণ স্বাদমতো।

উপকরণ (২):
১. জিরা ২০ গ্রাম,
২. ধনিয়া ১০ গ্রাম,
৩. রাঁধুনি ১৫ গ্রাম,


৪. শুকনা মরিচ ১০টি,
৫. তেজপাতা ৮টি।

উপকরণ (৩):
১. মুখ চেরা এলাচি ৬টি,
২. দারুচিনি (২ ইঞ্চি) ৩টি,
৩. লবঙ্গ ৮টি,
৪. গোলমরিচ আধা টেবিল-চামচ,
৫. মেথি ২ টেবিল-চামচ,
৬. জায়ফল ১টি,
৭. জয়ত্রী ১ টেবিল-চামচ,
৮. রাঁধুনি আধা টেবিল-চামচ,
৯. জোয়াইন ১ চা-চামচ।

প্রণালি :
> মাংস টুকরা ধুয়ে পানি ঝরাতে হবে। গরম পানি ও কাঁচা মরিচ ছাড়া ১ নম্বর উপকরণের সব মসলা ও ২৫০ গ্রাম ঘি দিয়ে মাংস মেখে একটি ভারী সসপ্যানে নিয়ে চুলায় বসাতে হবে। ২ কাপ পানি দিয়ে নাড়–ন। এবার অন্য একটি কড়াইয়ে ২ নম্বর উপকরণের মসলাগুলো ভেজে গুঁড়া করে মাংসে দিন। ঢাকনা দিয়ে চুলায় মাঝারি আঁচে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়েচেড়ে দিন। পানি শুকিয়ে এলে সামান্য গরম পানি দিতে হবে, তবে বেশি নয়। মাখা মাখা ঝোল রাখতে হবে। এর মধ্যে ৩ নম্বর উপকরণের মসলা ভেজে গুঁড়া করে রাখতে হবে। মাংস সেদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠলে কাঁচা মরিচ এবং ৩ নম্বর উপকরণের গুঁড়া মসলা ও ১০০ গ্রাম ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।

কালোজিরা গোশ

উপকরণ :
১. এক কেজি গরুর গোশত (হাড়সহ),
২. এক টেবিল-চামচ রসুন বাটা,
৩. এক টেবিল-চামচ আদা বাটা,
৪. গরমমসলা (এলাচি, দারুচিনি),
৫. দুই চা-চামচ কাঁচা মরিচ পেস্ট,
৬. এক চা-চামচ হলুদ,


৭. এক কাপ পেঁয়াজ কুচি বা বাটা,
৮. এক চিমটি জিরা গুঁড়া,
৯. এক মুঠো কাঁচা মরিচ,
১০. লবণ স্বাদমতো,
১১. পরিমাণমতো,
১২. পরিমানমতোপানি,
১৩. কালোজিরা আধা চা-চামচ।

প্রণালি :
> আধা কাপ পেঁয়াজ, কালোজিরা ছাড়া সব মসলা দিয়ে মাংস মাখিয়ে চুলায় দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে মাংস কষানো হয়ে গেলে গরম পানি দিতে হবে। ঝোল ফুটে উঠে মাংস সেদ্ধ হয়ে এলে আরেক চুলায় পেঁয়াজ বেরেস্তা করে তাতে কালোজিরা ছেড়ে দিন। এবার এই ফোড়ন মাংসের উপর ঢেলে দিয়ে নামিয়ে নিন। গরম ভাত, রুটি যা খুশি দিয়ে পরিবেশন করুন।

চুইঝালে গরুর মাংস

উপকরণ :
১. গরুর মাংস ২ কেজি,
২. রসুন কুচি ১ কাপ,
৩. পেঁয়াজ আধা কাপ,
৪. জিরা ২ টেবিল-চামচ,
৫. শুকনা মরিচ গুঁড়া ২ টেবিল-চামচ,
৬. আদা বাটা ১ টেবিল-চামচ,
৭. এলাচি ৪টি, দারুচিনি ২টি,


৮. তেজপাতা ৩-৪টি,
৯. তেল ১ কাপ,
১০. লবণ পরিমাণমতো,
১১. লবঙ্গ ৪-৫টি,
১২. ভাজা মসলা (ধনিয়া, জিরা, এলাচি ও দারুচিনি) ১ টেবিল-চামচ,
১৩. চুইঝাল ২৫০ গ্রাম (বা ইচ্ছামতো),
১৪. হলুদ ২ চা-চামচ।

প্রণালি :
> গরুর মাংসের চর্বি ফেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর চুইঝাল ও ভাজা মসলা ছাড়া বাকি সব মসলা দিয়ে মাখিয়ে চুলায় চড়িয়ে দিন। কিছুক্ষণ মাংস ভালোভাবে কষানোর পর তেল উপরে উঠে এলে তাতে আধা লিটার গরম পানি দিয়ে আবার ২০ মিনিট কষাতে হবে। মাংস আধা সেদ্ধ হলে চুইঝাল দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হলে ভাজা মসলা দিয়ে নামিয়ে রুটি, পরোটা ও গরম ভাত দিয়ে পরিবেশন করুন। চুইঝালের মাংস বড় বড় করে কাটতে হয়। মাংসের সঙ্গে যেন হাড় থাকে। তবে চর্বি ফেলে দিতে হবে পুরোপুরি।

মাংসের পিঠালি

উপকরণ :
১. এক কেজি গরুর গোশত (হাড়সহ),
২. ছোট আলু ১০-১২টা ছিলে নেয়া,
৩. এক টেবিল-চামচ রসুন বাটা (বেশি দিলেও সমস্যা নেই),
৪. এক টেবিল-চামচ আদা বাটা,
৫. কিছু গরমমসলা (এলাচি, দারুচিনি),
৬. চার চা-চামচ মরিচ গুঁড়া (ঝাল অনেক বেশি দিতে হয়),
৭. এক চা-চামচ হলুদ,


৮. এক কাপ পেঁয়াজ কুচি বা বাটা,
৯. এক চিমটি জিরা গুঁড়া,
১০. এক মুঠো কাঁচা মরিচ,
১১. লবণ (স্বাদমতো),
১২. পরিমাণমতো তেল ও পানি,
১৩. কালোজিরা আধা চা-চামচ,
১৪. চালের গুঁড়া বা শিল-পাটায় বেটে নেয়া চাল ২ টেবিল-চামচ।

প্রণালি :
> আধা কাপ পেঁয়াজ, কালোজিরা, আলু ও চালের গুঁড়া ছাড়া সব মসলা দিয়ে মাংস মাখিয়ে চুলায় দিন। মাংস কষানো হয়ে গেলে গরম পানি ও আলু দিতে হবে। ঝোল ফুটে উঠলে তাতে চালের গুঁড়া পানিতে গুলিয়ে ছেড়ে দিন। এরপর মাংস ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। অন্য একটি কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করে তাতে কালোজিরার ফোড়ন দিন। তারপর এই ফোড়ন মাংসের উপর ঢেলে দিয়ে নামিয়ে নিন। ভীষণ ঝাল এই মাংস গরম ভাত দিয়ে পরিবেশন করুন।

রসুনে গরুর ঝুরি ভাজা

উপকরণ :
১. এক কেজি গরুর গোশত (হাড়সহ),
২. এক টেবিল-চামচ রসুন বাটা,
৩. এক টেবিল-চামচ আদা বাটা,
৪. কিছু গরমমসলা (এলাচি, দারুচিনি),
৫. এক চা-চামচ মরিচ গুঁড়া,
৬. এক চা-চামচ হলুদ,


৭. এক কাপ পেঁয়াজ কুচি বা বাটা,
৮. এক চিমটি জিরা গুঁড়া,
৯. লবণ স্বাদমতো,
১০. পরিমাণমতো তেল ও 
১১. পরিমানমতো পানি,
১২. আস্ত রসুনের কোয়া ১ কাপ,
১৩. বড় করে কাটা পেঁয়াজের ফালি ১ কাপ।

প্রণালি :
> মাংসে রসুন ও পেঁয়াজ ফালি ছাড়া সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে পানি শুকিয়ে ফেলতে হবে। এরপর হাত দিয়ে বা হামাম দিস্তায় কষানো মাংস ঝুরি করে নিতে হবে। অন্য একটি চুলায় আধা কাপ তেল দিয়ে তাতে রসুন ও পেঁয়াজ ফালি দিয়ে ভাজতে হবে। হালকা ভাজা ভাজা অবস্থায় ঝুরি করা মাংস ছেড়ে দিয়ে সেটি অল্প আঁচে দীর্ঘক্ষণ ভাজতে হবে। রসুনের ঘ্রাণ ছড়িয়ে মাংস মুচমুচে ভাজা হয়ে এলে নামিয়ে নিতে হবে। পরিবেশন করতে হবে গরম গরম।

গরুর চাপ কাবাব

উপকরণ :
১. গরুর মাংস (৪০০ গ্রাম ওজনের একটি টিবোন স্টেক নেয়া যেতে পারে),
২. টক দই ২ টেবিল-চামচ,
৩. সয়াবিন তেল আধা কাপ,
৪. জিরা বাটা ১ চা-চামচ,


৫. মরিচ গুঁড়া ১ চা-চামচ,
৬. আদা বাটা ১ টেবিল-চামচ,
৭. রসুন বাটা ১ টেবিল-চামচ,
৮. কাবাব মসলা ১ টেবিল-চামচ,
৯. লবণ স্বাদমতো।

প্রণালি :
> একটি মিটহ্যামার (মাংস ছেঁচার হাতুড়ি) দিয়ে ভালো করে মাংস ছেঁচে নিন। মাংসের আকৃতি একটু বড় হলে ভালো হয়। এবার সব উপকরণ দিয়ে মাংস খুব ভালো করে মেখে ৩ থেকে ৪ ঘণ্টা মেরিনেট করে রাখুন। তারপর একটি পুরু লোহার তাওয়ায় মাখানো মাংস দিয়ে মাঝারি আঁচে চুলায় গরম হতে দিন। তেলে মাখানো মাংস হালকা আঁচে দীর্ঘক্ষণ ভাজতে থাকুন। মাংস ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। লুচি দিয়ে পরিবেশন করুন।

খাসির চাপ

উপকরণ :
১. খাসির রানের টুকরা ২টি,
২. আদা বাটা ১ চা চামচ,
৩. রসুন বাটা ১ চা-চামচ,
৪. পেঁয়াজ ১ টেবিল-চামচ (রিং করে কাটা),
৫. মরিচ বাটা ১ টেবিল-চামচ,


৬. পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল-চামচ,
৭. লবণ স্বাদমতো,
৮. কাঁচা পেঁপে বাটা ১ চা-চামচ,
৯. কাবাব মসলা ১ চা-চামচ,
১০. দই আধা কাপ,
১১. তেল ১ কাপ।

প্রণালি :
> রিঙ পেঁয়াজ বাদে সব উপকরণ একসঙ্গে দিয়ে মাংস মাখিয়ে তিন-চার ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। এবার তাওয়ায় তেল গরম হলে মাখানো মাংস দিয়ে অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। লাল আর সেদ্ধ হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

নারকেলের দুধে খাসির রেজালা

উপকরণ :
১. খাসির মাংস ১ কেজি,
২. পেঁয়াজ কুচি ১ কাপ,
৩. আদা বাটা ২ টেবিল-চামচ,
৪. রসুন ১ চা-চামচ,
৫. এলাচি ৪টি,
৬. দারুচিনি ২ টুকরা,
৭. দই ১ কাপ,


৮. তেল বা ঘি আধা কাপ,
৯. চিনি ১ টেবিল-চামচ,
১০. লবণ পরিমাণমতো,
১১. নারকেলের দুধ দেড় কাপ,
১২. দুধ (রুচি অনুসারে),
১৩. কাঁচা মরিচ ৫টি,
১৪. নারকেল কুচি ২ টেবিল-চামচ।

প্রণালি :
> পেঁয়াজ বাদামি করে ভেজে এর অর্ধেকটা অন্য পাত্রে তুলে রাখতে হবে। এরপর তেলে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে দুধ, কাঁচা মরিচ, নারকেল কুচি ছাড়া বাকি সব মসলা দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কিছুটা নরম হয়ে এলে দুধ মিশিয়ে অপেক্ষা করতে হবে ফুটে ওঠা পর্যন্ত। মাংস মাখা-মাখা হয়ে এলে তাতে নারকেল কুচি, কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে চল্লিশ মিনিট রাখতে হবে। তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করুন। ইচ্ছে হলে উপরে বেরেস্তাও দিতে পারেন, তবে এতে বেরেস্তার কড়া ঘ্রাণে নারকেলের ঘ্রাণ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

মাংসের তক্তি পিঠা

উপকরণ :
১. হাড় ছাড়া কষানো মাংস ১ কাপ (ঝুরি করে নেয়া),
২. পেঁয়াজ কুচি ১ কাপ,
৩. রসুন কুচি ১ টেবিল চামচ,
৪. কাঁচা মরিচ কুচি পছন্দমতো,


৫. ধনিয়াপাতা কুচি ২ টেবিল-চামচ,
৬. জিরা গুঁড়া ১ চা-চামচ,
৭. তেল আধা কাপ,
৮. ডিম ১টি,
৯. চালের গুঁড়া ২ কাপ।

প্রণালি :
> উপরের সব উপকরণ ভালোমতো মেখে কলাপাতায় মুড়ে পাতলা বিস্কুটের শেপ দিয়ে তাওয়ায় উচ্চ তাপে ভাজতে হবে। গ্রামে সরাসরি চুলার আগুনে দেয়া হয়। ইচ্ছে হলে আভেনে ২২০ ডিগ্রি তাপমাত্রায় বেক করতে পারেন। সে ক্ষেত্রে কলাপাতা লাগবে না। বিস্কুটের মতো ভাজা ভাজা হয়ে এলে কেটে সরিষার চাটনি বা কাসুন্দি দিয়ে পরিবেশন করুন।

কাটা মসলায় খাসির মাংস

উপকরণ :
১. খাসির মাংস এক কেজি,
২. আদা কুচি দুই চা চামচ,
৩. রসুন কুচি দুই চা চামচ,
৪. পেঁয়াজ কুচি এক কাপ,
৫. আস্ত জিরা এক চা চামচ,


৬. মরিচ গুঁড়া এক টেবিল চামচ,
৭. হলুদ গুঁড়ো এক টেবিল চামচ,
৮. দারুচিনি তিন টুকরা,
৯. এলাচ তিনটি,
১০. লবঙ্গ তিনটি,
১১. আস্ত গোলমরিচ ছয়-সাতটি,
১২. তেল পরিমাণমতো,
১৩. লবণ স্বাদমতো।

প্রণালি :
> প্রথমে খাসির মাংসের সঙ্গে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আস্ত জিরা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আস্ত গোলমরিচ, তেল ও লবণ মিশিয়ে মেরিনেটের জন্য এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এর পর প্যানে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। সেদ্ধ হয়ে এলে এবং পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করুন কাটা মসলায় খাসির মাংস।

Related Posts

ঝাল ঝাল চিকেন কারি

উত্তর-পূর্ব ভারতের একটি ছোট রাজ্য নাগাল্যান্ড। এদের খাবারের বেশিরভাগ পদই খুব ঝাল ঝাল হয়। এই রাজ্যের বিখ্যাত একটি খাবার হলো ঝাল ঝাল চিকেন কারি। আজ এই রেসিপিটাই…

মুরগির রোস্টের ৭ ধরণের রেসিপি একসাথে

মুরগির রোস্ট উপকরণ : দেশি মুরগি ২টি (প্রতিটি ৪ টুকরা করে কাটা), পেঁয়াজ কুচি ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ২ চা-চামচ, শুকনো মরিচ গুঁড়া ১ চা-চামচ,…

মোরগ মোসাল্লাম রান্নার রেসেপি

১ নং উপকরণঃ – আস্ত চিকেন ১ টি (১ কেজি অথবা দেড় কেজি) – পেয়াজ বাটা হাফ কাপ – মরিচ গুঁড়ো ১ চা চামচ – ধনে গুঁড়ো…

সুস্বাদু থাই চিকেন কারি

ছুটির দিনে একটু অন্যরকম খাবার খেতে কার না ভালো লাগে। ভিনদেশী থাই খাবার এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয়। ভিনদেশি খাবারের প্রতি সবারই আগ্রহ একটু বেশিই থাকে। তাই চলুন…

সুস্বাদু চিকেন রেজালা রান্নার সহজ পদ্ধতি…

রান্না-বান্না সবাই টুকটাক পারে। কিন্তু মাঝে মাঝে কিছু রান্না অনেকদিন না করার কারণে পদ্ধতি কিছুটা গুলিয়ে যায়। তখনই শুরু হয় স্বাদের গড়মিল। বিশেষ করে নতুন রাধুনীদের সমস্যা…

সুস্বাদু এবং ব্যাতিক্রমি খাবার কড়াই মুরগি এর রেসিপি

কড়াই মুরগি আমাদের অতি পরিচিত মুরগির একটি সুস্বাদু পদ। লোহার কড়াইয়ে রান্না করা এই স্পেশাল মুরগি একবার খেলে আপনি এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। তাই আজই…