ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব এটি একটি গুরুতর সমস্যা । আমাদের দেশে এমন অনেক দম্পতি আছে যাদের ইচ্ছা থাকলেও সন্তান হয় না । তাই আজ আপনাদের কাছে হাজির হয়েছি মহিলাদের বাচ্চা না হয়ার গুরুত্বপূর্ণ ৭টি কারণ নিয়ে ।
মহিলাদের সন্তান না হয়ার ৭টি কারণ , জেনে নিন –
(১) যে মহিলার জরাযু যাকে বাচ্চাদানি বলা হয় এটি যদি উল্টে যায় তো সেই মহিলার বাচ্চা গর্ভে আসে না । এটার আলামতের উদাহরণ – যখন সহবাস করা শেষ হয়ে যাবে আর যদি মহিলার মাথায় কোন রকম ব্যথা হয় তখন এটা বুঝা যাবে যে , মহিলার জরায়ু উল্টে গেছে ।
(২) কোন মহিলার জরায়ুর মুখ যদি বন্ধ হয়ে যায় তবুও গর্ভে সন্তা আসে না । এই আলামাতের উদাহরণ – সহবাসের পরে মহিলাদের গুপ্ত অঙ্গ এবং জরায়ু ও সারা শরীর কম ও বেশী ব্যথা করে আর চেহারা কিছু হলুদ হলুদ ভাব চলে আসে তখন বুঝতে হবে যে , জরায়ুর মুখ বন্ধ হয়ে গেছে ।
(৩) জরায়ু যাকে বাচ্চা দানী বলা হয় তার মুখের উপরে যদি কোন রকম জখম বা ঘা বা মাংস ও চর্বি চলে আসে তখনও সে মহিলা গর্ভবতী হয় না । এই আলামতের উদাহরণ – সহবাসের পরে মহিলার কোমরে ব্যথা হবে। যদি কোমরে ব্যথা হয় তাহলে বুঝে নিতে হবে যে , এ রকম কোন সমস্যা হয়েছে ।
(৪) জরায়ুর মুখে ইনফ্যাকশন বা ব্যাকটেরিয়া হয়ে যাওয়ায় যা গর্ভে সন্তান আসতে দেয় না । সেই ব্যকটেরিয়াটি বির্য্যতে ব্যকটেরিয়াকে খেয়ে ফেলে এই কারণে সন্তান গর্ভে আসে না । এই আলামাতের উদাহরণ – সহবাসের পরে হাড়ে হাড়ে ব্যথা হবে আর গুপ্ত অঙ্গেও ব্যথা হবে ।
(৫) জরায়ু যাকে বাচ্চাদানী বলা হয় , ঐখানে পরিমাণ থেকে বেশী গরমী পয়দা হয়ে যাওয়ায় মহিলারা গর্ভবতী হয় না । এই আলামাতের উদাহরণ – বুক সবসময় ধরপর করবে ও বুকে ব্যথা থাকবে ।
(৬) জরায়ু যাকে বাচ্চাদানী বলা হয় পরিমাণ থেকে বেশী ঠান্ডা জমে যাওয়ায় এই কারণে মহিলারা গর্ভবতী হয় না । এই আলামাতের উদাহরণ – ঐ মহিলার চেষ্ট টে ব্যথা করবে ।
(৭) কোন কোন মহিলার উপরে দেউ , পরী , বদ-জ্বীন ও দ্বৈত্য ও উম্মুল শুবিয়ান এর আসর থাকে । সে কারণেও মহিলারা গর্ভবতী হয় না । এই আলামাতের উদাহরণ – সহবাসের পরে কোন রকমের কোন ব্যথা হবে না ।