উপকরণ:
বুটের ডাল ১ কেজি,
মাংস (হাড়সহ) ২ কেজি,
আদাবাটা ১ টেবিল চামচ,
রসুনবাটা দেড় টেবিল চামচ,
সাদা সরিষাবাটা ১ টেবিল চামচ,
নারিকেল-সরিষা পেস্ট ২ টেবিল চামচ,
পেঁয়াজবাটা ১ কাপ,
পেঁয়াজ কুচি আধা কাপ,
জিরা গুঁড়া ১ টেবিল চামচ,
ধনে গুঁড়া ১ টেবিল চামচ,
হলুদ গুঁড়া ১ টেবিল চামচ,
মরিচ গুঁড়া ২ টেবিল চামচ,
গরমমসলা পরিমাণমতো,
সয়াবিন তেল ১ কাপ,
লবণ, কাঁচা মরিচ ও টমেটো পরিমাণমতো।
প্রণালি:
ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে। মাংস হাড়সহ ধুয়ে নিতে হবে।
সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। একে একে সব মসলা দিয়ে তারপর মাংস ঢেলে ভাজতে হবে।
মাংস ভালো করে কষানো হলে এবং সেদ্ধ হলে জ্বাল একটু বাড়িয়ে দিতে হবে। আরেকটু কষিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করতে হবে।
এরপর কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রাখতে হবে। নামিয়ে পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন।