যখন আপনি কোন সম্পর্কে থাকেন, তখন প্রত্যেকটি মুহূর্তই খুব স্পেশাল হয়ে ওঠে। তবে যে মুহূর্তগুলি সব থেকে বড় হয়ে ওঠে সেগুলি হল জন্মদিন পালন, বিভিন্ন বার্ষিকী পালন এবং বিয়ে, আপনি প্রতেক বার আগেরটির থেকে সুন্দর ও উজ্জ্বল দেখতে চান। শুধুমাত্র আপনার পার্টনারের মুখে একটু হাসি দেখবার জন্য যা আপনাকে আরো পরিপূর্ণ করে তোলে।
আর যখন আপনার স্ত্রী গর্ভবতী হয় তখন আপনি তার সৌন্দর্যকে ক্যামেরা বন্দী করে রাখতে চান। এটা একটা বিয়ের মতই একটি বড় জিনিস যেটা আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই স্পেশাল মুহূর্ত দম্পতিদের আরো কাছাকাছি নিয়ে আসে।
এই ছবিতে একজন স্বামী তার সুন্দরী স্ত্রী কে ক্যামেরা বন্দী করেছেন। এক সুন্দর সৈকতের ধারে তার গর্ভবতী স্ত্রীর ছবি তোলার চেষ্টা করছিলেন। কিন্তু এইরকম করার সময় আরো একটা সুন্দর জিনিস ঘটে গেল। নিচে গল্পটা পড়ুন-
স্মৃতি বন্দী
এই ছবিটি তোলার সময় এঞ্জেলিনা মোসের ৯ মাসের গর্ভবতী ছিল।
খুবই সাধারণ ছবি, সন্দেহজনক কিছুই নেই
এই সাধারণ সুন্দর ছবিটিতে এঞ্জিলেনাকে বেবি বাম্প সমেত দেখা যাচ্ছে।
এটা কি শুধুমাত্রই একটা ছবি?
যাই হোক তার স্বামী ডান, এঞ্জিলিনার পিছনে কিছু একটা দেখতে পেয়েছেন।
ডলফিন ফটোবম্ব
তাদের চমকে দিয়ে সমুদ্রে একটা ডলফিন সঠিক সময়ে হাজির হল। একটা ডলফিন তাদের বহুমূল্য মুহূর্তটিকে ফটোবম্ব করেছে।
একবারে ত্রুটিহীন
এঞ্জেলিনা ও ডান এই বন্ধুত্বপূর্ণ ডলফিনের আবির্ভাবে আরো আনন্দিত হয়ে উঠেছেন। তাদের মতে ডলফিনটি তাদের এই ছবিটি কে আরো নিখুঁত করে তুলেছে।
ডলফিনরা খুবই বন্ধুত্বপূর্ণ প্রাণী
ডলফিনরা খুবই শালীন স্তন্যপায়ী প্রাণী এবং এদের প্রকৃতি খুবই বন্ধুত্বপূর্ণ। এরা মানুষের সঙ্গে খুব ভালভাবে ভাবের আদানপ্রদান করতে পারে তাই এরা খুবই জনপ্রিয়।
এদের সুন্দর সুন্দর খেলা দেখাবার জন্য প্রশিক্ষণও দেওয়া হয়
ডলফিনদের বিভিন্ন সামুদ্রিক চিড়িয়াখানায় মানুষের বিনোদন করবার জন্য বিভিন্ন খেলার প্রশিক্ষণ দেওয়া হয়। এরা খুবই বুদ্ধিমান প্রাণী, তাই এরা জটিল খেলাগুলি খুব তাড়াতাড়ি শিক্ষতে পারে।
এমনকি বন্য পরিবেশেও ডলফিনরা মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের মেরিন পার্ক ও চিড়িয়াখানাগুলিতে বন্য ও পোষ না মানা ডলফিনগুলি মানুষ কে আনন্দ দিতে চেষ্টা করে।
ডলফিনরা যে খুব ভাল শিক্ষতে পারে তাই নয় তাদের মানুষের মত আবেগও আছে।
ডলফিনরা তাদের বুদ্ধিমত্তা ও সামাজিক আচারণের জন্য পরিচিত। তারা শুধু বুদ্ধিমানই নয়, তাদের সুখ দুঃখের অনুভূতিও আছে।
মানুষ যেন ভগবানের এই সুন্দর সৃষ্টির অপব্যবহার না করে।
এইজন্য আমাদের সকলের প্রকৃতির প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং তাদের সকলের প্রতি যারা প্রকৃতির কোলে বাস করে। শুধু ডলফিন নয়, সব প্রাণীকেই যাদের অনুভূতি ক্ষমতা আছে। তারা মানুষ নয় বলে তাদের যেন অস্মমান না করা হয়। প্রকৃতিকে ভালবাসুন তার এই অসাধারণ বৈচিত্র্যর জন্য।