সমস্ত জেলেই সমুদ্রে মাছ ধরতে নামেন কয়েক টন মাছ নিয়ে ফিরে আসার স্বপ্ন দেখে!! দেখবেনই না বা কেন? একবার মাছ ধরতে নামলে ফিরবেন যে মাস খানিক বাদে। আর যখন সত্যি সত্যি কয়েক টন মাছ নিয়ে যখন ফিরে আসেন তখন তাদের মুখ আনন্দে ভরে যায়।
সাধারন মানুষের কাছে এমনটা প্রায়ই ঘটে যে মাছ ধরতে এসে খালিহাতে ফিরে আসতে হয়, আর তখন একে অপরের পিঠ চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু মাছ ধরা যখন ব্যাবসার ক্ষাতিরে করতে হয়, আর মাসের পর মাস সমুদ্রেই কাটিয়ে দিতে হয় তখন ব্যাপারটা একেবারেই অন্যরকম। কারন মাসের শেষে বাড়ি ফিরে ধরা মাছ বিক্রি করে সেই টাকা দিয়ে সংসারের ভরন পোষণ করতে হয়। আর তা ছাড়া জীবনের ঝুঁকিতো থেকেই যায়। এই রকমই একদল জেলে মাঝ ধরতে গেছিলেন সমুদ্রের গভীরে। দিন ৩৫ বাদে যখন ফিরলেন, সংগ্রহীত মাছের ওজন টা দেখে ওনাদেরও মুখ হাসিতে ভরেগেছিল। কিন্তু তাদের সকলের চোখই কপালে ওঠার জোগাড় হয়েছিল সংগ্রহীত মাছ খালি করার সময়। জানেন কি ঠিক কি দেখলেন তাঁরা? আসুন দেখে নেওয়া যাক
সংগ্রহীত মাছের ওজন সবে শুরু হয়েছে
এবার পালা জাল খালি করার
ঠিক তখনই তাঁরা দেখতে পান দৈত্যাকার এক প্রানীর
এই দৈত্যাকার প্রানীটি ঠিক কি?
ওহ মাই গড !! এতো এক প্রকান্ড মাছ !!
দেখুন মাছটা ঠিক কতোবড়ো !!
এই ব্যাবসায়ি আজতো পুরো সোনায় সোহাগা !!
ভালোলাগলে শেয়ার করুন আর চমকে দিন বন্ধুদের।