বিশ্বের ৯ টি অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা, যা দেখলে আপনার লোম খাঁড়া হয়ে যাবে!!!

বিশ্বের ৯ টি অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা, যা দেখলে আপনার লোম খাঁড়া হয়ে যাবে!!!

অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা- আজকাল, অনেক ধরনের গর্ভাবস্থা পরীক্ষার সরঞ্জামের বিজ্ঞাপন টিভিতে আসে । এই সরঞ্জামের মাধ্যমে, কয়েক মিনিটের মধ্যে একটি মহিলা গর্ভবতী কি না তা জানতে পারে ।

কিন্তু আপনি কি কখনও ভেবেছেন যে এই গর্ভাবস্থা পরীক্ষার সরঞ্জাম ছাড়া কীভাবে একজন মহিলা গর্ভবতী কি না তা নির্ণয় করতে পারবে ?

আমরা ইতিহাসের পিছনে যত ফিরে যাই, নারীর অবস্থা আরও খারাপ দেখতে পাই । গর্ভাবস্থা পরীক্ষারও কিছু এমনই ঘটনা আছে । অতএব দেখা যাক, অতীতে গর্ভাবস্থা পরীক্ষা কি করে করা হত। এই পরীক্ষা বেশ অদ্ভুত এবং বোকামী বলে মনে হয়। এবং কিছু পরীক্ষা এমনও আছে যা আপনি সেগুলি পড়লে ঘৃনা করবেন ।

দেরীর কিসের ? অবিলম্বে এই গল্পটি পড়ুন। তথ্য জানা মহান কাজ ।

পেঁয়াজের সাথে পরীক্ষা

বিশ্বের ৯ টি অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা, যা দেখলে আপনার লোম খাঁড়া হয়ে যাবে…

এই পরীক্ষায় মহিলাকে তার যোনিতে পেঁয়াজ বা কোনও ঝাঁজালো গন্ধযুক্ত সব্জি রাখতে বলা হতো । যদি মহিলার নিঃশ্বাস থেকে সেই সব্জির গন্ধ আসে, তবে মনে করা হত যে সে গর্ভবতী নয়। এবং যদি গন্ধ না আসে, তবে সে গর্ভবতী বলে বিবেচিত হত ।

গম এবং বার্লির সঙ্গে পরীক্ষা

এই অদ্ভুত পরীক্ষায় মহিলার গর্ভাবস্থার সাথে সাথে, সন্তানের লিঙ্গ বলে দেওয়া হত । এতে একটি ব্যাগে গম এবং বার্লি মিশ্রিত করে কয়েক দিনের জন্য সেই ব্যাগটিতে প্রস্রাব করতে বলা হতো ।

কয়েকদিন প্রস্রাব করার পর যদি গম অঙ্কুরিত হয় তবে মনে করা হতো যে তার পেটে একটি মেয়ে আছে এবং যদি বার্লি অঙ্কুরিত হয় তবে ধারণা করা হত যে তার পেটে একটি ছেলে আছে । যদি কিছুই না অঙ্কুরিত হতো তবে মনে করা হতো যে সে

গর্ভবতী নয়।

দেখুন কিভাবে জোঁক দিয়ে গর্ভাবস্থার পরীক্ষা করা হতো ।

জোঁক দিয়ে পরীক্ষা

বিশ্বের ৯ টি অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা, যা দেখলে আপনার লোম খাঁড়া হয়ে যাবে…বিশ্বের ৯ টি অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা, যা দেখলে আপনার লোম খাঁড়া হয়ে যাবে…

এই পরীক্ষায় মহিলার মূত্র একটি বাটিতে রাখা হত এবং জোঁক কে তার মধ্যে ছেরে দেওয়া হত । যদি জোঁক পাত্রের উপরে দাগ ফেলে, তাহলে মহিলাটিকে গর্ভবতী বলে মনে করা হত।

রিবন পরীক্ষা

এই পরীক্ষায় মহিলাটির মূত্র একটি পাত্রের মধ্যে ভরে তাতে একটি ফিতা রাখা হত । তারপর মহিলাকে সেই ফিতে সোঁকার জন্য বলা হতো । যদি গন্ধ শুঁকে নারীর বমি করার ইচ্ছা হতো তো, তবে মহিলাকে গর্ভবতী বিবেচিত করা হত ।

দেখুন কোলগেট দিয়ে কিভাবে গর্ভাবস্থা পরীক্ষা করা হতো ।

বিয়ার এবং খেঁজুর দিয়ে পরীক্ষা

এই পরীক্ষায় খেঁজুর পিষে বিয়ারের সঙ্গে মিশ্রিত করা হতো । তারপর সেই মিশ্রনের উপর মহিলাকে বসানো হত । মহিলার বমি হলে সে গর্ভবতী বিবেচিত হতো ।

কোলগেট পরীক্ষা

বিশ্বের ৯ টি অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা, যা দেখলে আপনার লোম খাঁড়া হয়ে যাবে…

কোলগেট পরীক্ষা পুরোনো শুধুমাত্র সময়ে নয় বরং এখনও অনেক জায়গায় করা হয় । এই পরীক্ষায়, একটি পাত্রে কোলগেট নেওয়া হয় এবং তাতে মহিলার প্রস্রাব মিশ্রিত করা হয়। যদি সেটিতে ফেনা হয় তাহলে তাকে গর্ভবতী বলে মনে করা হয়।

এরপর দেখবেন নারীদের দুধ দিয়ে কীভাবে গর্ভাবস্থার পরীক্ষা করা হতো ।

পীরিয়ডের পরীক্ষা

বিশ্বের ৯ টি অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা, যা দেখলে আপনার লোম খাঁড়া হয়ে যাবে…

এই পরীক্ষায় মধুর সঙ্গে তৈরি একটি পানীয় মহিলাদের খাওয়ানো হতো । যদি এটি পান করার পর তার পীরিয়ড হয়ে যেতো তো তাকে গর্ভবতী মানা হতো । যদিও বিশ্ব বিশ্বাস করে যে পীরিয়ড হওয়া গর্ভবতী না হওয়ার লক্ষণ।

দুধের পরীক্ষা

বিশ্বের ৯ টি অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা, যা দেখলে আপনার লোম খাঁড়া হয়ে যাবে…

এই পরীক্ষায় মহিলাকে এমন একজনের দুধ খাওয়ার কথা বলা হতো যার ছেলে আছে । যদি দুধ পান করার পর মহিলার বমি হয়ে যায় তবে সে গর্ভবতী বলে বিবেচিত হতো ।

এরপর দেখুন একটি অদ্ভুত গর্ভাবস্থা পরীক্ষা ।

প্রস্রাব পরীক্ষা

বিশ্বের ৯ টি অদ্ভুত গর্ভাবস্থার পরীক্ষা, যা দেখলে আপনার লোম খাঁড়া হয়ে যাবে…

এই পরীক্ষা কিছু দক্ষ মানুষ করত । তারা একটি মেয়ের প্রস্রাব পাত্রে নিয়ে তার বিশ্লেষণ করত । তারা তার রঙ বা বাকি সব দেখে বলে দিত যে সে গর্ভবতী কি না । এই ছাড়াও, কখনও কখনও তারা প্রস্রাবের মধ্যে ওয়াইন যোগ করে তার প্রতিক্রিয়া লক্ষ্য করতো ।

আপনি যদি এই নিবন্ধটি পছন্দ করেন তাহলে এটি আপনার প্রিয়জনের সাথেও শেয়ার করুন।

Related Posts

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলু খেতে খুবই সুস্বাদু ও মজাদার। মিষ্টি আলু শুধু সুলভ ও সহজলভ্য এবং সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। মিষ্টি আলু রান্না করে, সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খাওয়া…

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

আলু আমেরিকায় প্রথম পাওয়া যায়। এই উপমহাদেশেও আলু এসেছে উপনিবেশিকদের হাত ধরে। এই বাঙ্গাল মূলকেই প্রথম আলু চাষ শুরু হয়। কোলকাতা থেকে আস্তে আস্তে আলু ছড়িয়ে পরে…

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

দিন দিন আমাদের দেশে ব্রোকলি বেশ জনপ্রিয় সবজি হয়ে উঠছে। কেউ কেউ এটিকে সবুজ ফুলকপিও বলেন। পুষ্টিবিদদের মতে এটি একটি উৎকৃষ্ট মানের সবজি। এই সবজিটি বেশ দুর্বল…

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

অতিরিক্ত কাজের চাপে আর হারাবেন না ধৈর্য্য। মনোনিবেশ করতে পারবেন সহজেই। আর এইভাবে আপনার সমস্ত বেসিক সমস্যা দূর করতে ফের নিয়ে আসা হয়েছে নতুন Optical Illusion। যেখানে…

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

আজকের এই ধাঁধার খেলায় ঝালিয়ে নিন আপনার মগজাস্ত্র। নিজের ব্রেনকে নিজেই করুন চ্যালেঞ্জ। আর এই সবটা করুন একটি মাত্র Optical Illusion-এর মাধ্যমে। একটু ধৈর্য্য সহকারে এই ধাঁধা…

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

একটুতেই অনেক বেশি রেগে যাওয়া মানুষগুলোর জন্য দারুণ সুখবর। আপনাদের ব্রেন ও মন বরফের মতো ঠাণ্ডা রাখায় উপায় নিয়ে আজ হাজির হয়েছে । এই উপায়টি হল দারুণ…