অনেকেই চা খাওয়ার পর ব্যবহৃত টি-ব্যাগটি ফেলে দেন । ফেলে দেওয়া এই টি-ব্যাগ নানা কাজে লাগানো যেতে পারে । বিশেষজ্ঞরা বলেন , ব্যবহৃত টি-ব্যাগেও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে । তাই একে নানা দরকারি কাজে ব্যবহার করা যেতে পারে । দেখে নিন এ রকম কয়েকটি ব্যবহার :
সুগন্ধি পাস্তায়
যখন লেমন গ্রাস পাস্তা বা জেসমিন রাইস রান্না করবেন , তখন ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগাতে পারেন । পানি ফোটার সময় টি-ব্যাগটি ঝুলিয়ে দিতে হবে । তবে পাস্তা বা রাইস পানিতে দেওয়ার আগে ব্যাগটি সরিয়ে নিতে হবে ।
ফাঙ্গাস দূর করতে
শখ করে ঘরে বাগান করেছেন ? অনেক সময় আপনার টবে লাগানো গাছে ফাঙ্গাস আক্রমণ করতে পারে । ব্যবহৃত টি-ব্যাগ পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি ব্যবহার করতে পারেন । এ ছাড়া টি-ব্যাগ খুলে এর ভেতরে থাকা চা-পাতাগুলো মাটির ওপর ছিটিয়ে দিতে পারেন । এতে সারের কাজ হবে ।
জুতার গন্ধ দূর করতে
যাদের জুতা গন্ধ হয় , তাঁরা ব্যবহৃত টি-ব্যাগ শুকিয়ে কাজে লাগাতে পারেন । জুতার ভেতর শুকনো টি-ব্যাগ রাখুন । এটি বাজে গন্ধ শুষে নেবে ।
কার্পেট পরিষ্কারে
যারা কার্পেট পরিষ্কার ও দুর্গন্ধ দূর করার বিষয়ে সমস্যায় পড়েন , তাঁরা ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগাতে পারেন । টি-ব্যাগ গরম পানিতে ভিজিয়ে তারপর ভেজা চা-পাতাগুলো কার্পেটে ছড়িয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে । এরপর ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার করে নিতে হবে । সুগন্ধ যুক্ত করতে লেবুর গন্ধযুক্ত চা ব্যবহার করা যেতে পারে ।
কাঁচ পরিষ্কারে
কাচের দরজা বা জানালা পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ । এ কাজে ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগানো যায় । টি-ব্যাগ পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি দিয়ে কাচ পরিষ্কার করা যেতে পারে । এরপর তা নরম কাপড়ে মুছে ফেললে চকচকে দেখাবে ।
সতেজ ত্বক পেতে
ত্বকের মৃত কোষ দূর করার ও ত্বকে কোমলতা যুক্ত করার অ্যান্টিঅক্সিডেন্ট আছে চায়ে । যাঁরা জুতা পায়ে দীর্ঘক্ষণ থাকেন , তাঁরা পায়ের যত্নে টি-ব্যাগ ব্যবহার করতে পারেন । পায়ে দুর্গন্ধ দূর করতে ব্যবহার করা টি-ব্যাগ পানিতে ফুটিয়ে নিন , সেটি ঠান্ডা করে তাতে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট । এতে পায়ের মাংসপেশি সতেজ হবে এবং ব্যথা কমবে ।
চুলের কন্ডিশনার
ব্যবহৃত টি-ব্যাগ চুলের যত্নে কাজে লাগাতে পারেন । এটি দারুণ কন্ডিশনারের কাজ করে । হালকা ফুটিয়ে নিয়ে তা ব্যবহার করলে চুলে সতেজ ভাব দেখতে পাবেন ।
থালাবাসন পরিষ্কারে
থালাবাসনে লেগে থাকা তেল-ময়লা সহজে দূর করতে ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগাতে পারেন । পানিতে ব্যবহৃত টি-ব্যাগ কিছুক্ষণ ফুটিয়ে নিন । এরপর সেই পানি দিয়ে থালাবাসন পরিষ্কার করুন । এতে থালাবাসন ঝকঝকে ও ব্যাকটেরিয়ামুক্ত হবে ।
শরীর পরিষ্কারে
যাঁরা গোসল করে সতেজ ভাব পেতে চান , তাঁরা ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগাতে পারেন । চায়ের পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে সতেজ ভাব আনতে পারে । টি-ব্যাগটি বাথটাবে ডুবিয়ে দিতে পারেন । এর মিশ্রণ শরীরের গন্ধ ও মৃত কোষ দূর করবে । ত্বকের কোনো সংক্রমণ থাকলেও তা দূর হবে ।
এয়ার ফ্রেশনার
ব্যবহৃত টি-ব্যাগে আপনার পছন্দের কোনো সুগন্ধি তেল যুক্ত করে তা ঘর , অফিস বা গাড়িতে লাগিয়ে দিতে পারেন । এটি দারুণ এয়ার ফ্রেশনার হিসেবে কাজ করবে ।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া