আমাদের দৈনন্দিন জীবনে খুবই বিরক্তিকর উপদ্রব হচ্ছে মশা। মশার স্প্রে, মশার কয়েল কোনো কিছুতেই যেন কাজ হয় না। এছাড়া গন্ধযুক্ত কয়েল বা মশার ওষুধে অনেকেরই শ্বাসকষ্ট হয়, দেখা দেয় ত্বকের সমস্যাও।
অন্যদিকে মশা নামক এই প্রাণী অতি ক্ষুদ্র হলেও মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই আজ আপনাদের জন্য রইলো মশা তাড়ানোর সহজ একটি ঘরোয়া উপায়। এর জন্য শুধু দরকার একটা লেবু ও কিছু লবঙ্গ।
উপকরণঃ
১। লেবু
২। লবঙ্গ
কম বেশি সবার ফ্রিজেই থাকে কয়েকটা লেবু। তবে ফ্রিজে থাকতে থাকতে লেবু পেকে গেলে সেটা আবার কেউই খেতে চান না। এই পুরনো লেবু ব্যবহার করেই আপনি মশা তাড়াতে পারেন। লেবুর ফ্লেভার বেশীরভাগ মানুষই বেশ পছন্দ করেন, তাছাড়া এটি মানুষের জন্য ক্ষতিকরও নয়।
সুতরাং ফ্রিজে রাখা পুরনো লেবু টুকরো করে কেটে এতে গেঁথে দিন লবঙ্গ। এবার এটাকে ঘরের কোনো খোলা জায়গায় রেখে দিন। এতে যেমন ঘরে লেবুর মিষ্টি একটি সুগন্ধ ছড়িয়ে পড়বে, তেমনি মশা এবং পোকামাকড় থাকবে ঘর থেকে অনেক দূরে।