আল্লাহ তাআলা মানুষ ও জ্বীন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তবুও অনেকে অাল্লাহ তায়ালার ইবাদত করা থেকে বিরত থাকেন।
তবে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জান্নাতের বাসিন্দা করতে এমন একটি সূরা নাজিল করেছেন, যে সূরা মাত্র দশবার পাঠ করলে
জান্নাতে ওই পাঠকারী ব্যক্তিকে মহান আল্লাহ তায়ালা নিজ হাতে একটি বিশেষ মার্যাদাশীল প্রাসাদ উপহার দেবেন। সেই সূরাটির নাম সূরা ইখলাস।
আল্লামা ইবনে কাসির [রহ] তার কয়েকটি বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করেছেন-
১. সুরা ইখলাস একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করার সওয়াব লাভ হবে।
২. সূরা ইখলাস দশবার পাঠ করলে জান্নাতে বিশেষ মর্যাদাশীল একটি প্রাসাদ আল্লাহ্ তায়ালা নিজ হাতে ওই ব্যক্তিকে দান করবেন।
৩. সূরা ইখলাস বারবার পাঠ করলে আল্লাহ্ তায়ালা আর জন্য বেহেশত অপরিহার্য করে দেবেন।