যাদের চুল পেকে সাদা হয়ে গেছে এবং চুলের কালার লালচে হয়ে গেছে তারা এই চা পাতার প্যাকটি দিয়ে মাত্র ৫ মিনিটে প্রাকৃতিক ভাবে চুল কালো , সিল্কি ও ঘন করতে পারবেন । বর্তমানে পাকা চুল একটি কমন সমস্যা যা ছোট-বড় সবারই দেখা যায় নারী-পুরুষ সবাই এই সমস্যায় ভুগেন । যখন আমাদের মাথার চুল পেকে যায় তা তখন হয়ে যায় বিরক্তিকর একটি সমস্যা । তখন আমরা চুলে স্বাভাবিক কালার ফিরিয়ে আনতে বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করে থাকি যা চুলের জন্য মারাত্মক ক্ষতিকর যার ফলে চুল ঠিকই কালার হয় কিন্তু মাথার চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে যায় তখন দেখা যায় যে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশী হয় । তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম প্রাকৃতিক ভাবে চুল কালার এবং চুল সিল্কি ও ঘন করার সহজ পদ্ধতি যা কখনো চুলের ক্ষতি করবে না ।
উপকরণ :
কাঁচের বাটি – ১টি
চা পাতার পাউডার – ২ চামচ
মেহেদী পাউডার – ২ চামচ
মধু – ১ চামচ
লেবুর রস – ১ চামচ
প্রণালী :
বাটিতে সব উপকরণ একসাথে ভালো করে মিশান । মেশানো হয়ে গেলে একটি প্যানে ১ কাপ পানি ঢালুন । তারপর পানি গরম হতে থাকলে মিশ্রণটি প্যানে ঢেলে দিন । তারপর পানিতে মিশ্রণটি ২ মিনিটি ভালোভাবে নেড়ে ফুটতে দিন । তারপর চুলা থেকে নামিয়ে একটি বাটিতে মিশ্রণটি ঢেলে নিন ।
ব্যবহার পদ্ধতি :
- প্রথমে আপনার চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন ।
- তারপর চুল তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন ।
- তারপর আপনার পুরো চুলে মিশ্রণটি ভালো করে লাগিয়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন ।
- তারপর ২০ মিনিট পরে আবার চুলটি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন ।
- এই প্যাকটি ব্যবহারের ফলে আপনার চুল প্রাকৃতিক ভাবে ১/২ মাস চুল কালো ও সিল্কি থাকবে ।