গরমে ক্ষতিগ্রস্ত হয় ত্বক। বিশেষ করে মুখের ত্বক। তাই দরকার হয়ে পড়েছে বিশেষ যত্নের। গরমের হাত থেকে স্বস্তি পেতে ও ত্বককে সুস্থ সতেজ রাখতে বরফ ফেসিয়াল নিতে পারেন। জেনে নিন এক টুকরো বরফ ঘষলে কি কি উপকার পাবেন।
* গরমে ত্বকের যত্নে মুখের উপর বরফ ঘষুন আলতো হাতে। এর ফলে ত্বকের বড় বড় রন্ধ্রগুলো বন্ধ হবে। সেইসঙ্গে বন্ধ হবে অতিরিক্ত তৈলক্ষরণ। ত্বক হবে মসৃণ ও সতেজ।
* ব্রণের উপর আলতো হাতে বরফ ঘষলে ব্রণ কমে যাবে। যাদের বেশি ঠাণ্ডায় সমস্যা লাগে, তারা প্রয়োজনে পরিষ্কার কাপড়ে জড়িয়েও বরফ ঘষতে পারেন।
* শসার স্লাইসের মধ্যে মধু ও লেবুর রস মিশিয়ে ফ্রিজে রাখুন। জমাট বাঁধার পর বরফ সমেত ওই মিশ্রণ মুখে মাখুন। এতে ত্বক উজ্জ্বল হবে।
* আইস ট্রে-তে করে গ্রিন টি-কে জমাট বাঁধতে দিন। তারপর গ্রিন টি-এর ওই বরফ কিউব বন্ধ চোখের পাতার উপর ৩০ সেকেন্ড করে রাখুন। গ্রিন টি-এর অ্যান্টি অক্সিড্যান্ট ও মাইল্ড ক্যাফাইন চোখের কালি দূর করবে।
* ত্বকের বার্ধ্যক্য প্রতিরোধ করে। বরফ দিয়ে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে।