আজকের রেসিপি আয়োজনে রয়েছে কচুর মালার বড়া রেসিপি । আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়। চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন কচুর মালার বড়া
যা যা প্রয়োজন
কচুর মালা– ১৬টি
চালের গুঁড়া– ২ কাপ
আদা বাটা– ২ টে চামচ
রসুন বাটা– ১ টে চামচ
হলুদ, জিরা গুঁড়া– ১ চা চামচ করে
মরিচ গুঁড়া– ২ চা চামচ
লবণ– স্বাদমতো
তেল– পরিমাণমতো
যেভাবে করবেন
মানকচুর উপরের দিকের নরম অংশ কেটে বাদ দিয়ে, তার পরের শক্ত অংশ থেকে এক-দেড় ইঞ্চি মোটা করে ৮ টি টুকরা কেটে নিন। এবার এই টুকরাগুলোকে ছিলে মাঝ বরাবর দুই ভাগ করে কেটে নিন। ১৬ ভাগ হলো। এই ১৬টি টুকরাকে প্রথমে ১/২ ইঞ্চি বরাবর কুচি করুন।
এবার কচুর টুকরাটিকে উল্টো দিক দিয়ে ধরে আবার কুচি করুন। জোড়া কাটবেনা। মাঝ বরাবর পর্যন্ত এসে থেমে যাবেন। সব কাটা হলে মালা গুলোর উপরে লবণ ছিটিয়ে মিনিট দশেক রেখে দিন। দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে হাত দিয়ে চিপে পানি নিংড়ে নিন। এইগুলো এইবার নরম হয়েছে। এখন হাতের চাপে চেপে চেপে লম্বা করে রাখুন। অন্য একদিন স্টেপ বাই স্টেপের ছবি দিয়ে বুঝিয়ে দেবো।
যেভাবে বড়া করবেন
চালের গুড়ার সাথে বাটা ও গুঁড়া মসলা মিশিয়ে নিন। পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ব্যাটার করে নিন। ব্যাটার বেশী পাতলাও হবেনা আবার বেশী ঘনও হবেনা। ব্যাটার করা হলে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এই ফাঁকে মাঝারি আঁচে তেল গরম করে নিন। ১৫ মিনিট পর একটা একটা করে কচুর মালা ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। তেল ছেঁকে পেপার টাওয়েলের ওপর রাখুন বাড়তি তেল শোষন করে নেয়ার জন্যে।
** গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে অথবা স্ন্যাক্স হিসাবে বিকেলের নাস্তায়।