নিজেদের মতো নিজের বাড়িটিকেও পরিচ্ছন্ন রেখে সাজাতে করা না ভালো লাগে। রান্নাঘর থেকে শোওয়ার ঘর, ডাইনিং, ড্রয়িং রুম পরিষ্কার করাটা যেন বড্ড ঝক্কির। সবথেকে বড় ব্যাপার সিলিং ফ্যান পরিষ্কার করা।
প্রথমে ঝাড়ু দিয়ে ব্লেডগুলি ঝেড়ে নিয়ে তারপর পরিষ্কার কাপড়ে সাবানজল মিশিয়ে নিয়ে পাখার ব্লেডগুলি দুই হাত দিয়ে টেনে নিয়ে পরিষ্কার করুন। তাহলে আর দেরি কেন। আজই আপনার বাড়ির সিলিং ফ্যান গুলি ঝকঝকে করে নিন এভাবে। তবে সাবান জল দেওয়ার সময় সাবধান। কারণ বিদ্যুতের শক লাগতে পারে। তাই সমস্ত দিকে সাবধান থেকে তবেই কাজ শুরু করুন।
উফ, ঘারে ব্যাথার হবার জো। আবার সামনেই শীত তাই ফ্যান পরিষ্কার করে কভারও দিয়ে রাখতে হবে। তাই এক মিনিটে সিলিং ফ্যান পরিষ্কার করুন এই ভাবে-
একটি পাতলা বালিশের কভার নিন। সেটি সিন্থেটিক হলে সবথেকে ভালো হয়। এরপর সেটি কোনো কিছুর সাহায্যে পাখায় লাগিয়ে দিন।
কভারটি ব্লেডের বাইরে থেকে দুই হাত দিয়ে ভালো করে টানুন। দেখবেন বালিশের কভারের ভিতরে সমস্ত ময়লা এসে জড়ো হয়েছে। একটি ব্লেডে তিনবার করে করবেন।
এইভাবে প্রতিটি ব্লেডে বালিশের কভার দিয়ে পাখা পরিষ্কার করুন।
আর তাতেও যদি ময়লা না যায়, তাহলে ওই বালিশের কভারের মধ্যে সাবান জল ভিজিয়ে তা দিয়ে পরিষ্কার করুন। আবার অন্যভাবেও এক নিমেষে পাখা নতুনের মতো পরিষ্কার করতে পারবেন। তবে সেটি সময় সাপেক্ষ।
প্রথমে ঝাড়ু দিয়ে ব্লেডগুলি ঝেড়ে নিয়ে তারপর পরিষ্কার কাপড়ে সাবানজল মিশিয়ে নিয়ে পাখার ব্লেডগুলি দুই হাত দিয়ে টেনে নিয়ে পরিষ্কার করুন। তাহলে আর দেরি কেন। আজই আপনার বাড়ির সিলিং ফ্যান গুলি ঝকঝকে করে নিন এভাবে। তবে সাবান জল দেওয়ার সময় সাবধান। কারণ বিদ্যুতের শক লাগতে পারে। তাই সমস্ত দিকে সাবধান থেকে তবেই কাজ শুরু করুন।