এই বৈশাখে ৬ পদের খিচুড়ি রান্না করুন ঘরেই

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে একটি রেসিপিগুচ্ছ। এবারের রেসিপিগুচ্ছটিতে দেওয়া হয়েছে কিছু খিচুড়ির রেসিপি। এই শীতে বৃষ্টির মধ্যে রাধতে পারেন এই খিচুড়ি। দেখে নিন খিচুড়ির ৬ পদের রেসিপি

ডিমের খিচুড়ি

উপকরণ:

পোলাওয়ের চাল ৩ কাপ,

আলু ২টি (কিউব করে কাটা),

গাজর ১টি (কিউব করে কাটা),

মটরশুঁটি ও তেল ১ কাপ করে;

মসুর ডাল দেড় কাপ,

ফুলকপি ছোট ১টি, পেঁপে কিউব আধা কাপ, পটোল কিউব ১ কাপ,

ডিম ৪টি ফেটানো,

গরমমসলা, লবণ পরিমাণ মতো;

ঘি ২ টেবিল চামচ,

আদা বাটা, পেঁয়াজ ১ টেবিল চামচ করে;

রসুন বাটা ১ চা-চামচ,

কাঁচামরিচ ৮টি,

পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ,

পানি ৮ কাপ গরম।

প্রণালি:
আলু গাজর পেঁপে পটোলের খোসা ছাড়িয়ে কিউব করে কেটে ভাপ দিয়ে নামান। ফুলকপি মটরশুঁটি অল্প একটু ভাপ দিয়ে আলাদা নামান। এখন হাঁড়িতে তেল দিয়ে সবজিগুলো তেলের মধ্যে হালকা ভেজে তুলুন। তেলের মধ্যে ঘি দিয়ে গরম করে গরমমসলা দিয়ে নেড়ে চাল দিয়ে কষান। চাল ঝরঝরা হয়ে গেলে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি দিয়ে নেড়ে আগুনের আঁচ কমিয়ে দিন এবং হাঁড়ির নিচে একটি মোটা তাওয়া দিন, যেন পুড়ে না যায়। হাঁড়ি ঢেকে দিন এবং হালকা আঁচে রাখুন। কিছুক্ষণ পর ফেটানো ডিম দিয়ে ওপর-নিচ করে নেড়ে দিন এবং আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। পানি শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে ওপরে বেরেস্তা দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

গরুর মাংসের ভুনা খিচুরি

উপকরণ:
গরুর মাংস এক কেজি
আদাবাটা এক টেবিল-চামচ
পোলাওয়ের চাল চার কাপ
রসুনবাটা দুই চা-চামচ
মুগ ডাল এক কাপ
মসুর ডাল এক কাপ
পেঁয়াজবাটা চার টেবিল-চামচ
গরমমসলার গুঁড়া দুই চা-চামচ
ধনেবাটা এক চা-চামচ
এলাচ চারটি


পানি ১০ কাপ
দারুচিনি চার-পাঁচটি
কাঁচামরিচ ছয়-সাতটি
লবণ স্বাদ মতো
তেল পরিমাণ মতো

প্রণালি:
চাল ও ডাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। মাংসে তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখাতে হবে।
হাঁড়িতে তেল গরম করে মসলা মাখানো মাংস দিয়ে দিন। ভালোমতো কষিয়ে তিন কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন।
মসলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মসলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ১০ কাপ পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে আসলে কাঁচামরিচ ও মাংস দিয়ে নেড়ে রাখুন।
সালাদ বা আচার দিয়ে পরিবেশন করুন।

নারিকেলের দুধে মুরগির ভুনা খিচুড়ি

উপকরণ:
পোলাওর চাল-১ কাপ
মুগ ডাল-১ কাপ
মুরগির মাংস-১/২ কেজি
আলু কিউব-৯/১০ টুকরা
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
কাচামরিচ ফালি-১০ টি
এলাচ-৩/৪ টি
দারচিনি-২ টুকরা
লবঙ্গ-৩/৪ টি


তেজপাতা-১ টি
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
জিরা গুঁড়া- ১ চা চামচ
নারিকেল দুধ-১ কাপ
চিনি- ১/২ চা চামচ
ঘি- ৩ টেবিল চামচ
লবণ- পরিমাণ মত
পানি-৩ কাপ
তৈল- ১/২ কাপ

প্রণালি:
মুরগি কেটে ৮ টুকরা করে ধুয়ে নিন। চাল ও ডাল ধুয়ে পানি ঝড়িয়ে নিবেন।
কড়াইয়ে তৈল গরম করে তেজপাতা ও গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি বেরেস্তা করে বাটা মসলা, গুঁড়া মসলা, লবণ সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।
মুরগির মাংস দিয়ে কষিয়ে পানি দিয়ে ২০ মিনিট রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তৈল উঠলে মুরগির মাংসগুলো তুলে নিন।
চাল ডাল ও আলু দিয়ে ৫ মিনিট ভেজে নিন।
নারিকেল দুধ ও পানি দিয়ে ফুটে উঠলে কাচামরিচ ও চিনি দিয়ে ঢেকে দিন।
পানি কমে আসলে মুরগির মাংস দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে দমে ১০ মিনিট রাখুন।
নামানোর আগে উপরে ঘি ছড়িয়ে দিন।
সালাদ, ভর্তা ও আমের আচার দিয়ে মুরগির ভুনা খিচুড়ি সাজিয়ে পরিবেশন করুন।

সবজি খিচুড়ি

উপকরণ:
পোলাও চাল- ১ কাপ
মিক্স সবজি ( গাজর, আলু, বরবটি, টমেটো, পেঁপে টুকরা )
পেঁয়াজ কুঁচি
আদা এবং রসুন- ২ টেবিল চামচ
হলুদ, মরিচ, এবং ধনিয়া গুঁড়া মিলে ২ চা চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ


কয়েকটা এলাচি, দারচিনি, তেজপাতা
আস্ত জয়েত্রী ২ -৩ টুকরা
লবণ স্বাদমতো
ধনিয়া পাতা কুঁচি
তেল- ২ টেবিল চামচ
অল্প মাখন

প্রণালি:
হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি লাল করে ভেজে নিন। এবার একে একে আদা রসুন ২ টেবিল চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিলে ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা, আস্ত জয়েত্রী ২ -৩ টুকরা, লবণ স্বাদমতো দিয়ে মশলাটা কষিয়ে এতে চাল আর সবজি দিয়ে দিন। নাড়াচাড়া করে ২ কাপ গরম পানি দিয়ে রান্না করুন ২০ মিনিট। পানির আন্দাজটা কম বেশি হতে পারে। একটু দেখে দিবেন।

নামানোর আগে ধনিয়া পাতা কুঁচি দিন। একটু খানি গরম মাখন ছিটিয়ে দিন। পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। টুকরা করা লেবুর পিস দিয়ে সাজিয়ে গরম গরম ডিম ভাজির সাথে পরিবেশন করুন এই হালকা মশলার সবজি খিচুড়ি।

পাতলা খিঁচুড়ি

উপকরনঃ
বাসমতি চাল – ১ ১/২ কাপ।
মুগডাল – ১/২ কাপ।
মুসরডাল – ১/২ কাপ।
মরিচ গুড়া – ১ চা. চামচ।
হলুদ গুড়া – ১ চা. চামচ।
আদা পেস্ট – ১ চা. চামচ।
রসুন পেস্ট – ১/২ চা. চামচ।
জিরার গুড়া – ১ চা. চামচ।
পিঁয়াজ কুচি – ১ কাপ।


রসুন কুচি – ১ চা. চামচ।
দারুচিনি – ১ টা স্টিক।
এলাচ – ৩/৪ টা।
তেজপাতা – ২ টা।
কাঁচামরিচ – ৫/৬ টা।
ঘি – ১ টে. চামচ।
তেল – ৩ টে. চামচ।
লবন – পরিমান মতো।

প্রণালি:
প্রথমে মুগডাল ভেজে, ডালে চালে মিশিয়ে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এবার একটা প্যানে তেল দিয়ে গরম হলে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে একটু নেড়ে ১/২ কাপ পিঁয়াজ কুচি দিয়ে দিন, পিঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলে একে একে সব মসলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবেন। 
তারপর ধুয়ে রাখা চাল ডাল দিয়ে আরও ৩/৪ মিনিট কষিয়ে ৭/৮ কাপ পানি আর পরিমান মতো লবন দিয়ে ঢেকে জ্বাল দাও (পানি লাগলে পরে আবার এড করে দেবে)। চাল- ডাল নরম হয়ে পানি শুকিয়ে এলে হ্যান্ড ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নেবেন, অথবা ঘুটনি দিয়ে ঘুটে নেবে্ন। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিন। 
তারপর আরেকটা প্যানে তেল দিয়ে গরম হলে, রসুন কুচি আর বাকি পিঁয়াজ কুচিগুলো ভেজে নিন, এবার খিঁচুড়িটাকে ফোঁড়ন দিয়ে লবণ দেখে উপরে ঘি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন দারুন মজার, পাতলা খিঁচুড়ি।

পাঁচ মিশালি ডালের খিচুড়ি

উপকরণ:
চাল দেড় কাপ,
মসুর ডাল সিকি কাপ,
ভাজা মুগ ডাল সিকি কাপ,
ভাজা মাষকলাই ডাল সিকি কাপ,
কাঁচা মরিচ ফালি ৫-৬টি বা পরিমাণমতো,
গোটা কাঁচা মরিচ ৭/৮টি,


আস্ত রসুনের কোয়া ৮-১০টি,
আদাবাটা ২ চা চামচ,
হলুদ গুঁড়া ১ চা চামচ,
শুকনা মরিচ গুঁড়া আধ চা চামচ,
তেজপাতা ৪টি,
দারচিনি ৪ টুকরা,
লবণ পরিমাণম তো,
তেল ৪ টেবিল চামচ,
ঘি ২ টেবিল চামচ,
গরম পানি ১২ কাপ,
বেরেস্তা ৩ টেবিল চামচ।

প্রণালি:
প্রথমে চাল-ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। এবার ঘি, বেরেস্তা, আস্ত কাঁচা মরিচ বাদে বড় হাঁড়িতে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে গরম পানি দিয়ে রান্না করে নিন। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে হাঁড়ির তলায় না লাগে। খিচুড়ির পানি কমে এলে ঘি, কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে চুলা বন্ধ করে দিন।
ব্যাস হয়ে গেল পাঁচ মিশালি ডালের খিচুড়ি, এবার ঝোল মাংস, পুদিনা মাংস, আচার মাংস, আচার বেগুন দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Related Posts

শিখে নিন আপনার অজানা ৪টি বিরিয়ানি রেসিপি

খাসির লেগ রোস্টের বিরিয়ানি উপকরণ আস্ত মাটন লেগ রোস্ট ১টি, পেঁপে বাটা ২ টেবিল চামচ, দই ১ কাপ, বিরিয়ানির মসলা ৪ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল…

তন্দুরি চিকেন বিরিয়ানি এর সহজ রেসিপি

বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজ আমরা দেখাবো কিভাবে সুস্বাদু তন্দুরি চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। তন্দুরি চিকেন বিরিয়ানি এর…

মজাদার স্পেশাল তেহারি রেসিপি

তেহারি আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। আজ আমরা দেখাবো স্পেশাল তেহারি রেসিপি যা অনুসরন করে আপনি সহজেই সুস্বাদু তেহারি রান্না করতে পারবেন। মজাদার স্পেশাল তেহারি রেসিপি মাংস…

পারফেক্ট বিরিয়ানির রেসিপি

বিরিয়ানি জন্য বিখ্যাত পুরান ঢাকা। পুরান ঢাকার বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সব সময় তো আর পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানি খাওয়া সম্ভব…

ফ্রাইড রাইসের নানা ধরনের রেসিপি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে আরো একটি অনেক বড় রেসিপিগুচ্ছ। এই রেসিপিগুচ্ছটি আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপিগুচ্ছটি থেকে আপনি নানা ধরনের ফ্রাইড রাইস রান্নার রেসিপি পাবেন এবং…

চাইনিজের ৪ রেসিপি একসঙ্গে

সবসময় দেশি খাবার খেতে মন চায় না। তাই মাঝেমধ্যে স্বাদের বৈচিত্র্য আনতে ঘরেই তৈরি করতে পারেন চাইনিজ খাবার। তাই ভিন্ন স্বাদের ৪টি চাইনিজ রেসিপি নিয়ে এখনকার আয়োজন।…