এই ছবিগুলি দেখলে সুস্থ মানুষেরও মাথা ঘুরে যেতে পারে – দেখেনিন আপনার চোখ কতটা কার্যকর!!!

এই ছবিগুলি দেখলে সুস্থ মানুষেরও মাথা ঘুরে যেতে পারে – দেখেনিন আপনার চোখ কতটা কার্যকর!!!

আমরাও অনেকসময় ভাবি এটা কি করে সম্ভব?এগুলো এমন ছবি যা এক মূহুর্তে মাথাকে গুলিয়ে দিতে পারে কিন্তু বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই।

নীচে এমনই কিছু ছবি সম্পর্কে তথ্য রইল-

(১)বিপজ্জনক পাথরের মতো দেখতে মনে হলেও বাস্তবে তা নয়:

 Source
ছবিতে দেখে মনে হচ্ছে একটা পান্ডা শীঘ্রই পাথর চাপা পড়বে। কিন্তু আদপে তা নয়। আসলে নীচের পুকুরে আকাশের প্রতিফলন এমনভাবে দেখায় যেন পাথরটি পান্ডাটির গায়ে পড়বে।

(২) দাবার ছকের মতো দেখতে ইলুওশন :

Source

এটা না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারবে না যে আলো কিভাবে চোখের ভ্রম তৈরি করতে পারে। এমনই একটা উদাহরণ হল দাবার ছকের মতো দেখতে ইলুওশন। এটি দেখতে অনেকটা দাবার ছকের মতো চৌকো আর আলোতে বিভিন্ন রঙের দেখায়। আসলে এর ছকের মাঝে কালো রঙের স্তম্ভ থাকে যা এদের রঙের মধ্যে পার্থক্য তৈরি করে।

(৩) অনুভূমিক বা সমতল গাছ:

 Source

এখানে ছেলেটি পড়ে যাওয়া গাছটির মধ্যে শুয়ে আছে। ছবিটি ৯০ডিগ্রি কোণ করে তোলা হয়েছে। দেখে মনে হতে পারে গাছের প্রতিচ্ছবি পড়েছে নদীতে। আসলে এটি একটি ইলুওশনের তোলা অসাধারণ ছবি।

(৪) পেনের মতো দেখতে ত্রিভুজ:

 Source

যদিও সবাই এটাকে ‘ অসম্ভব ত্রিভুজ ‘ বলেই জানে। একদিক থেকে দেখতে অনেকটা জ্যামিতিক আকারে ত্রিভুজের মতো কিন্তু আরেক দিক থেকে এটি আদপে তা নয়।

(৫) উড়ন্ত জাহাজ:

 Source

এটি একটি মরীচিকা, যার নাম ফাতা মর্গ্যানা। দূর থেকে দেখতে অনেকটা জলের উপর ভাসমান জাহাজ বলে মনে হয়। এটি প্রথম ব্যাখ্যা করেন একজন হল্যান্ডবাসী।

(৬)সীমান্তবর্তী প্রবাহ ইলুওশন:

 Source

দেখে মনে হচ্ছে বৃত্তগুলো ডানদিকে সরছে? না ছবিটা কিন্তু স্থির।এটি নিজের কেন্দ্র থেকে কখনই সরে না। এর নাম সীমান্তবর্তী ইলুওশন। যদিও গবেষকরা নিশ্চিত হয়ে বলতে পারেন না কেন এটি এভাবে কাজ করে?

(৭) ক্যাফে ওয়াল ইলুওশন:

 Source

এটা বিশ্বাস করা কঠিন যে এখানে প্রতিটা লাইনই সোজা এবং সমকোণ তৈরি করছে। এখানে সাদা আর কালো মার্বেল গুলো এইভাবে ভারসাম্য রক্ষা করছে শুধুমাত্র।

(৮)একটা সঠিকভাবে আঁকা ছবি টেবিলে রাখলে কি হতে পারে?

 Source

আসলে টেবিলে ছবিটি ফেলেই রাখা আছে,কিন্তু দেখলে মনে হচ্ছে যেন এটা দাঁড় করানো আছে।সুতরাং কিছু না ভেবে দেখে মজা নিতে থাকুন।

(৯) এখানে মেঝেটি কিন্তু সমতল:

 Source

এখানে রেখা গুলো বিশালাকার দৈত্যের মতো গর্ত তৈরি করেছে। আসলে এটা একটা 3d ছবি।

(১০) মনে হচ্ছে যেন রেখা গুলো বিশালাকার গর্তের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করেছে:

 Source

এটা এমন একটা ছবি যা চোখের সাথে সাথে মাথাও ঘুরিয়ে দেয়।

(১১) এখানে দুটো ছবিই এক জায়গার কিন্তু ভিন্নভাবে তোলা হয়েছে:

 Source

এই ছবিটা কিছুক্ষণের জন্য যে কাউকে বোকা বানাতে পারে। এটা গাড়ির উপর দৃষ্টিনিবন্ধ করতে সাহায্য করে। ভালো করে রাস্তাটা লক্ষ্য করলে আসল ছবিটি পরিষ্কার ভাবে বোঝা যায়।

(১২) এটা আসলে কি?

 Source

ছবি দেখে ভুল ধারণা হতে পারে হয়তো ছেলেটি ক্যামেরা দিকে সোজা ভাবে তাকিয়ে আছে না ডান দিকে মুখ করে আছে? এই ছবিটি মাথা গুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

আপাতত এই কটি ইলিউশানের ছবিই যথেষ্ট আপনার মাথা ধরানোর জন্য,পরের পোস্ট আরও এরকম কিছু মজার ইলিউশান নিয়ে আসব

Related Posts

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলুর গুনাগুন ও চাষাবাদ পদ্ধতি

মিষ্টি আলু খেতে খুবই সুস্বাদু ও মজাদার। মিষ্টি আলু শুধু সুলভ ও সহজলভ্য এবং সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। মিষ্টি আলু রান্না করে, সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খাওয়া…

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

বারান্দায় বা ছাদে করুন সহজে আলুর চাষ

আলু আমেরিকায় প্রথম পাওয়া যায়। এই উপমহাদেশেও আলু এসেছে উপনিবেশিকদের হাত ধরে। এই বাঙ্গাল মূলকেই প্রথম আলু চাষ শুরু হয়। কোলকাতা থেকে আস্তে আস্তে আলু ছড়িয়ে পরে…

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

বাড়ীর ছাঁদে টবে ব্রোকলি চাষ করার উপায়

দিন দিন আমাদের দেশে ব্রোকলি বেশ জনপ্রিয় সবজি হয়ে উঠছে। কেউ কেউ এটিকে সবুজ ফুলকপিও বলেন। পুষ্টিবিদদের মতে এটি একটি উৎকৃষ্ট মানের সবজি। এই সবজিটি বেশ দুর্বল…

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

ঈগলের মতো দৃষ্টি থাকলেই ‘Curious’ খুঁজে পাবেন ‘Furious’ এর ভিড়ে

অতিরিক্ত কাজের চাপে আর হারাবেন না ধৈর্য্য। মনোনিবেশ করতে পারবেন সহজেই। আর এইভাবে আপনার সমস্ত বেসিক সমস্যা দূর করতে ফের নিয়ে আসা হয়েছে নতুন Optical Illusion। যেখানে…

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

চোখের ধাঁধা: এক পলকেই খুঁজে বার করতে হবে এখানে লুকিয়ে থাকা ‘Form’ শব্দটি

আজকের এই ধাঁধার খেলায় ঝালিয়ে নিন আপনার মগজাস্ত্র। নিজের ব্রেনকে নিজেই করুন চ্যালেঞ্জ। আর এই সবটা করুন একটি মাত্র Optical Illusion-এর মাধ্যমে। একটু ধৈর্য্য সহকারে এই ধাঁধা…

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

চোখের ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ‘ICE’, রইল মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ

একটুতেই অনেক বেশি রেগে যাওয়া মানুষগুলোর জন্য দারুণ সুখবর। আপনাদের ব্রেন ও মন বরফের মতো ঠাণ্ডা রাখায় উপায় নিয়ে আজ হাজির হয়েছে । এই উপায়টি হল দারুণ…