আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় ঘুরে দেখে শিক্ষার্থীরা জানিয়েছে, সেখানে কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি। আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে কোনো লাশ নেই।
“নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। এতে চার ছাত্র নিহত হয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ে কয়েকজন ছাত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে”- এমন গুঞ্জন উঠলে ছাত্রদের একটি প্রতিনিধি দল ধানমন্ডি কার্যালয়ে যায়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাবেক ছাত্রলীগ নেতারা তাদের শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় কার্যালয়ের ভেতরে নিয়ে যান। এরপর আওয়ামী লীগ নেতারা তাদের কার্যালয়ের ভেতরের কক্ষগুলো ঘুরিয়ে দেখান।
সাংবাদিকদের সামনে কথা বলে ধানমন্ডি আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী হাসিবুর রহমান তুর্য। তুর্য বলে, দুপুর ১১টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে আমরা অবস্থান নেই। আমরা স্লোগান দিচ্ছিলাম। জোহরের নামাজের পর একদল লোক এসে আমাদের জানায়, জিগাতলায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করছে। সে কথা শুনে ছাত্ররা উত্তেজিত হয়ে যায়। তবে আমরা অবস্থান ছাড়িনি। বিচ্ছিন্নভাবে কে কারা হয়তো আওয়ামী লীগ কার্যালয়ের দিকে গেছে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।সূত্র: সারাবাংলা.নেট