সম্পূর্ণ ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।
রেললাইন দিয়ে চলে যায় ট্রেন। এরপর বিকট শব্দ শুনে লাইনের কাছে এগিয়ে এলো দুই শিশু। দেখতে পেল ট্রেন চলে যাওয়ার পরই ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন। এমন সময় লাইন দিয়ে আসছিল আরেকটি ট্রেন। বুদ্ধিমান দুই শিশু দৌড়ে বাড়ি থেকে নিয়ে এলো মাফলার। লাল রঙয়ের সেই মাফলার তুলে দাঁড়িয়ে গেল রেললাইনে। শিশুদের সংকেত পেয়ে ব্রেক চাপলেন ট্রেনের চালক। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ।
স্বাগতম আপনাকে আমাদের ফেসবুক পেইজে। পৃথিবী ইন্টারনেটের কল্যাণে ছোট হয়ে এসেছে, প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ঘটনা ঘটছে এবং তা ইন্টারনেটে ভাইরালও হচ্ছে। এই সকল ঘটনা গুলো আমাদের পেইজে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি।
আমাদের পেইজে যত ভিডিও দেখা যায় এর কোন টাই আমাদের নিজস্ব বানানো ভিডিও নয়, এগুলো সব ইন্টারনেটের থার্ড পার্টি সোর্স যেমন- ফেসবুক পেইজ অথবা ইউটিউব থেকে আমরা শেয়ার করে থাকি।
কপিরাইট বিবেচনায় আমরা কোন ভিডিও নিজেরা আপলোড করিনা, আমরা শুধুমাত্র শেয়ার করি। ভিডিও ভিউ ও শেয়ার কাউন্ট মূল ভিডিও পেজেই হয়। আমরা এসব ভিডিও শেয়ার করে থাকি শুধুমাত্র আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য, পাশাপাশি আপনাদেরকে বিনোদিত করতে চেষ্টা করি।
তাই কোন ভিডিও খারাপ লাগলে অথবা আপনার ভিডিওটি আমাদের পেজে শেয়ার দেওয়ায় আপনি বিরক্ত হয়েছেন তাহলে দয়া করে একটু ম্যাসেজ দিবেন আমরা ডিলিট করে দেবো।
ভিডিওটি এখানে দেয়া আছে।