আমরা কতটা উন্নতি করেছি এটা কোন বিষয় না, পৃথিবীতে এখনও মহিলারা নিরাপদ নয়। লিঙ্গ ভিত্তিক বৈষম্য, ভ্রূণহত্যা, গৃহস্থালি বিবাদ এবং ধর্ষণ এইগুলি খুবই সাধারণ সমস্যা এশিয়া ও আফ্রিকা মহাদেশের মহিলাদের। কিছু কিছু দেশে যৌনাঙ্গে অঙ্গহানি করা হয় মহিলাদের। এই সমস্ত দুর্দশাগ্রস্তত দেশে এখনই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত।
.
দেখুন বিশ্বের ১০ টি দেশ যা মহিলাদের জন্যে নিরাপদ নয়।
১। আফগানিস্থান
আফগানিস্থানে ৮৭ শতাংশ মহিলাই নিরক্ষর। মেয়েদের ১৫-১৯ বছর মধ্যে জোর করে বিয়ে দেওয়া হয়।
২। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো
লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও পারিবারিক বিবাদ কঙ্গের মহিলাদের সাধারণ কিছু সমস্যা। আমেরিকান জার্নাল পাবলিক হেল্থের তথ্য অনুসারে কঙ্গোতে প্রতিদিন ১১৫০ জন মহিলা যৌন হয়রানির শিকার হয়।
৩। ভারত
ভারতীয় মহিলাদের কিছু নিত্য দিনের সমস্যা হল, গন ধর্ষণ, শিশু বিবাহ ও মানব পাচার। শেষ ৩০ বছরে ৫ কোটি কেস নতিভুক্ত হয়েছে মহিলাদের ওপর নির্যাতন নিয়ে।
৪। সোমালিয়া
সোমালিয়া একটি আফ্রিকান দেশ যেখানে কোন আইন কানুন নেই। মহিলা জনসংখ্যার ৯৫% মহিলা যৌনাঙ্গে অঙ্গহানি শিকার হয় ৪-১১ বয়সের মধ্যে।
তালিকায় এর পরের দেশে গুলোঃ
৫। কলম্বিয়া, ৬। মিশর, ৭। মেক্সিকো, ৮। ব্রাজিল, ৯। পাকিস্থান, ১০। থাইল্যান্ড