ডিম দিয়ে সুস্বাদু ধাবা এগ কারি খুবই জনপ্রিয় খাবার । এটি ভারতে খুবই প্রসিদ্ধ । বিশেষ অনুষ্টানে বা অতিথি আপ্যায়নে ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারবেন । তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিখ্যাত ধাবা এগ কারি রেসিপি ।
চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি…
উপকরণ :
- ডিম সিদ্ধ : ৮ টি ( গরম পানিতে ১ টেবিল চামচ লবন মিশিয়ে সিদ্ধ করলে খোসা সহজ়েই উঠে আসবে )
- টমেটো পিউরি : ১ কাপ ( ৩ টা টমেটো ব্লেন্ড করা )
- সয়াবিন তেল : ১/২ কাপ
- পেঁয়াজ মিহি কুচি : ১ কাপ
- আস্ত জিরা : ১/২ চা চামচ
- কাচামরিচ : ২টি
- লবন : প্রয়োজনমত
- তেজপাতা : ১টি
- হলুদ গুড়ো : ১ চা চামচ
- মরিচ গুড়ো : ২ চা চামচ ( কাশ্মিরি মরিচগুড়ো হলে ভাল )
- ধনে গুড়ো : ১ চা চামচ
- আদা গুড়ো : ১ চা চামচ
- রসুন গুড়ো : ১ চা চামচ
- গরম মশলা গুড়ো : ১ চা চামচ
- ভাজা জিরা গুড়ো : ১ চা চামচ
- চিনি : ১চা চামচ
- আদা কুচি : ১ চা চামচ
- ধনেপাতা কুচি : ২ টেবিল চামচ
প্রণালী :
- ডিমের সাথে হলুদ ও লবন মিশিয়ে ফ্রাইপ্যানে তেল গরম করে ডিম সোনালি করে ভাজুন।ডিম তুলে রাখুন ।
- একই ফ্রাইপ্যানে তেজপাতা , আস্ত জিরা দিয়ে পেয়াজ দিয়ে ৫ মিনিট ভাজুন । পেয়াজ একদম নরম ও সোনালি হবে ।
- এরপর টমেটো পিউরি , সব গুড়ো মসলা , গরম মশলা গুড়ো ও ১/৪ কাপ পানি দিয়ে কষিয়ে নিন ।
- মশলা দিয়ে তেল ভাসলে ডিম ভাজা দিয়ে মিশিয়ে নিন । ১/২কাপ পানি দিন ।
- এখন ঢেকে অল্প আচে রান্না করতে হবে ১০ মিনিট ।
- চিনি , জ়িরাগুড়ো , ধনেপাতা এবং কাচামরিচ দিয়ে আরো ২ মিনিট দমে রাখুন ।
- চুলা বন্ধ করে আদাকুচি ,ধনেপাতা , কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ধাবা এগ কারি ।