চুল হাইলাইট করা এখনকার নতুন ফ্যাশন । মাথার চুলের মাঝখান দিয়ে উঁকি মারে এক গোছা রংবেরঙের চুল । গোল্ডেন , ব্রাউন , লাল ও আরও অনেক রঙের হাইলাইট । তবে পার্লারে হাইলাইট করানো বেশ খরচ সাপেক্ষ । অনেকের ইচ্ছে থাকলেও খরচের ভয়ে সেই ঝুক্কি পোহাতে চান না ।
শুধু তাই নয় , পার্লারে কেমিক্যাল ব্যবহার করায় চুলের স্বাস্থ্যও বিগড়ে যায় । এবার বাড়িতে বসে চুল হাইলাইট করতে পারবেন । এতে চুলের কোনও ক্ষতিই হবে না । তাই আপনাদের জন্য নিয়ে এলাম প্রাকৃতিক উপায়ে চুল হাইলাইট করার নিয়ম ।
চলুন তাহলে দেখে নেওয়া যাক চুল হাইলাইট করার ২টি ঘরোয়া পদ্ধতি…
মধু , অলিভ অয়েল ও ভিনিগার :
১ কাপ মধু , ২ কাপ ভিনিগার , ১ টেবিল চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন । সেই মিশ্রণে ১ চামচ দারুচিনি ও এলাচের গুঁড়ো মিশিয়ে নিন । এবার সেই ঘন মিশ্রণটি চুলের গোছায় লাগিয়ে , প্লাস্টিক দিয়ে চুলের গোছাটি ভালো করে মুড়ে রাখুন । পারলে রোদে কিছুক্ষণ বসতে পারেন । তাতে ভালো রং আসবে ।
চা :
চুল হাইলাইট করতে ব্যবহারে করতে পারেন চা । গরম জলে চা ফুটিয়ে নিতে হবে । চায়ের রং এসে গেলে , ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন । ১৫-২০ মিনিট অপেক্ষা করুন । শুকিয়ে গেলে আবার সেই চায়ের জলে চুল ভিজিয়ে নিন । এভাবে ৩-৪ বার শ্যাম্পু করে নিন ।
দারুচিনি :
কন্ডিশনারের সঙ্গে সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন । মিশ্রণটি চুলে সারারাত লাগিয়ে রাখুন । সকালে শ্যাম্পু করে নিন । দেখবেন , চুলে সুন্দর রং এসেছে ।
লেবুর রস :
এটি চুল হাইলাইট করার জন্য অন্যতম কমদামি প্রাকৃতিক উপাদান । লেবুর রস ও জল সমান পরিমাণে মিশিয়ে নিন । যে চুলের গোছাটি হাইলাইট করতে চান , সেটি আলাদা করে নিন । মিশ্রণটি চুলে লাগিয়ে প্লাস্টিকে চুল মুড়ে রোদে শুকিয়ে নিন ।