চুলের আগা ফাটা খুবই যন্ত্রণাদায়ক একটি সমস্যা । এই যন্ত্রণার কারণে চুল ঝাড়ুশলার মতো দেখায় । শুধু তাই নয় আগা ফাটার সমস্যার কারণে চুল বড় হতে চায় না একেবারেই । চুলের আগার দিক ফেটে দুই তিন দিকে যায় বলে আগার অংশ লালচে ও রুক্ষ লাগে । হেয়ার স্টাইলও করা যায় না ঠিক মতো ।
তাই এই সমস্যার সমাধান খুব জরুরী । তবে আপনার খুব বেশি দামী হেয়ার প্রোডাক্টের প্রয়োজন নেই এই সমস্যার সমাধানের জন্য । ঘরোয়া কিছু উপায়ে খুব সহজেই এই চুলের আগা ফাটার মতো সমস্যার সহজে সমাধান করতে পারবেন ।
চলুন আজ শিখে নেয়া যাক পদ্ধতিগুলো…
১) মধুর ব্যবহার
মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য যেমন ভালো তেমনই চুলের জন্য কার্যকরী । গোসলের ঠিক আগে পুরো চুল ভিজিয়ে নিয়ে তারপর ভালো করে মধু মাখিয়ে নিন । চুলের গোঁড়া থেকে শুরু করে আগা পর্যন্ত ভালো করে মধু মাখাবেন । একটু স্টিকি হলেও সমস্যা নেই । ৫-১০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন । এতেই বেশ ভালো ফলাফল পাবেন ।
২) জবা ফুলের ব্যবহার
চুলের আগা ফাটা সহ আরও চুল সংক্রান্ত সমস্যা যেমন খুশকি , চুল পড়া ইত্যাদির সমাধান দেবে জবা ফুলের ব্যবহার । নারকেল তেল বা অলিভ অয়েলে ২ টি জবা ফুল গরম করে নিন । এরপর তেল ছেঁকে ঠাণ্ডা করে বোতলে রেখে দিন । প্রতিবার ব্যবহারের আগে একটু গরম করে নিয়ে চুলের আগা এবং গোঁড়ায় অনেক ভালো করে তেল মাখিয়ে নিন । এরপর ২০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন । সপ্তাহে ২ বার ব্যবহারে চুল সংক্রান্ত সকল সমস্যার সমধান পাবেন ।
৩) ডিম ও দুধের হেয়ার মাস্ক
খুব অবাক শোনালেও অনেক বেশি কার্যকরী হেয়ার মাস্ক এটি । ১ টি ডিমের কুসুম , ২ টেবিল চামচ দুধ , ১ চা চামচ চিনি/ মধু একসাথে ভালো করে মিশিয়ে চুলে আগা থেকে গোঁড়া সম্পূর্ণ ভালো করে লাগিয়ে নিন । ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন । সপ্তাহে ১ বার ব্যবহারেই বেশ ভালো ফলাফল পাবেন ।