মিথুন এবং কন্যা— এই দু’টি রাশির অধিপতি গ্রহ হল বুধ। বুধ গ্রহ বু্দ্ধির সঙ্গে সম্পর্কিত। যাঁদের কুণ্ডলীতে বুধ গ্রহ শুভ অবস্থানে থাকে, তাঁরা অন্যদের তুলনায় বুদ্ধিমান হন।
এঁদেরকে বোকা বানানো সহজ হয় না। বুধ গ্রহ মিথুন এবং কন্যা রাশির উপরে বিশেষ কৃপা বর্ষণ করে। একটি সর্বভারতীয় সংবাদপত্রে উজ্জয়নের জ্যোতিষী মণীশ শর্মা এমনই দাবি করেছেন। পরবর্তী স্লাইডগুলিতে দেখে নিন, মিথুন এবং কন্যা রাশির জাতক-জাতিকাদের স্বভাবে কী কী বিশেষত্ব থাকে।
মিথুন রাশির জাতক জাতিকারা সহজেই অন্যদের পরখ করতে পারেন। প্রখর বুদ্ধির অধিকারী হন।
মিথুন রাশির জাতক-জাতিকারা জীবনসঙ্গীর পক্ষে অত্যন্ত শক্তিশালী হন। যদিও, পারিবারিক সমস্যার কারণে দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কাও থাকে।
যাঁদের মিথুন রাশি, তাঁরা বিলাসবহুল সামগ্রী, নতুন গাড়ির প্রতি এঁরা আকর্ষিত হন। তবে এঁরা কথা দিলে তা রাখার চেষ্টা করেন।
কন্যা রাশির জাতক-জাতিকারা একটু ভাবুক প্রকৃতির হন। খুবই বুদ্ধিমান হলেও এঁরা যুক্তির থেকেও আবেগের বশেইসিদ্ধান্ত নিয়ে ফেলেন।
কন্যা রাশির মানুষরা একটু লাজুক প্রকৃতিরও হন। কন্যা রাশির জাতক-জাতিকারা একটু নরম স্বভাবের হন।
যাঁদের কন্যা রাশি, তাঁরা শৈল্পিক কাজ করতে পছন্দ করেন। নিজেদের যোগ্যতায় কর্মক্ষেত্রে অনেক উঁচুপদে আসীন হন। প্রতিকূল পরিস্থিতিও এঁরা জয় করে নেন।
সূত্র: এবেলা