দিনের বেলা বেশি ঘুমালে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে!!! – মায়ের হাতের রান্না

দিনের বেলা বেশি ঘুমালে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে!!! – মায়ের হাতের রান্না

দিনের বেলা অল্প ঘুম বা ‘শর্ট ন্যাপ’ স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। তবে এই ঘুম এক ঘণ্টা বা আরও দীর্ঘায়িত হলে তা ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে পারে।

সাম্প্রতিক এক গবেষণায় এমন ফলাফল পাওয়া গেছে।

গবেষণায় বলা হয়, “দিনের বেলায় অতিরিক্ত ঘুমভাব এবং দীর্ঘসময় ঘুমানোর সঙ্গে টাইপ-টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাওয়ার সম্পর্ক রয়েছে। তবে অল্পসময় ঘুমানোর সঙ্গে এই আশঙ্কা নেই।”

গবেষণায় জাপানের ইউনিভার্সিটি অফ টোকিওর তোমোহিদে ইয়ামাদা নভেম্বর ২০১৪ থেকে দিনের বেলা ঘুমানো এবং ডায়বেটিসের মধ্যকার সম্পর্ক বিষয়ে প্রকাশিত গবেষণাগুলো পর্যালোচনা করেন।

এই গবেষণায় এশিয়া ও পশ্চিমা দেশগুলোর ২ লাখ ৬১ হাজার ৩৬৫ জনের অংশগ্রহণে করা ছয় লাখেরও বেশি গবেষণা পর্যালোচনা করার পর দেখা গেছে, দিনের বেলায় অতিরিক্ত ঘুমভাব ডায়বেটিসের ঝুঁকি বাড়ায় ৫৬ শতাংশ।

আর দিনের বেলা এক ঘণ্টা বা তার বেশি সময় ঘুমানো এই রোগের ঝুঁকি বাড়ায় ৪৬ শতাংশ।

অপরদিকে দিনের বেলা এক ঘণ্টার কম সময় ঘুমানোর কারণে ডায়বেটিসের আশংকা বাড়েনি।

পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিদিন দিনের বেলা ৪০ মিনিট পর্যন্ত ঘুমানোতে ডায়বেটিসের ঝুঁকির উপর কোনো প্রভাব নেই। তবে এর বেশি হলে ঝুঁকি বাড়তে শুরু করে।

গবেষণায় বলা হয়, “রাতে ঘুমের ব্যাঘাত ঘটা যেমন, ‘অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপোনিয়া (ওএসএ)’ দিনের বেলা ঘুমের একটি কারণ হতে পারে।”

একাধিক গবেষণায় ৩০ মিনিটের কম সময় ঘুমের সুফল দেখা গেছে, যা সতর্কতা এবং গাড়ি চালানোর দক্ষতা বাড়াতে সহায়ক।

ইয়ামাদা বলেন, “অল্পসময়ের ঘুম শেষ হয়ে যায় ঘুম গভীর পর্যায়ে পৌঁছানোর আগেই। ঘুম গভীর পর্যায়ে পৌঁছানোর পর ঘুমের সাধারণ চক্র পূর্ণ না হলে হতে পারে ‘ঘুম জড়তা’। যে পরিস্থিতিতে মানুষ মাতাল, বিভ্রান্ত অনুভব করে, এমনকি ঘুমাতে যাওয়া আগে যতটুকু ছিল তার থেকেও বেশি ঘুম আসতে পারে।”

ইয়ামাদা আরও বলেন, “যদিও কীভাবে অল্পঘুমের কারণে ডায়বেটিসের ঝুঁকি কমতে পারে তা এখনও পরিষ্কার নয়, তবে ঘুমের এই সময়ভিত্তিক প্রভাব হয়ত আমাদের আবিষ্কারের কিছুটা ব্যাখ্যা দিতে পারবে।”

সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ডায়াবেটিস (ইএএসডি)’য়ের বার্ষিক সম্মেলনে এই গবেষণা উপস্থাপন করা হয়।

Related Posts

সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্তি দূর করার ৫টি ছোট্র টিপস…

সারাদিন এতো লম্বা সময় রোজা রাখার পর ইফতার শেষে একেবারেই গা ঝিমিয়ে পড়ে। রাজ্যের ক্লান্তি এসে ভর করে দেহে। ইফতারের পর থেকে রাতের খাবারের সময়টুকু যেনো এক…

রোজাদার নারীদের জন্য গুরুত্বপূর্ণ ও জরুরি ৫টি মাসআলা, যা না জানলেই নয়!

১. প্রসব ব্যথায় রোজা ভাঙা : যদি রোজা না ভাঙলে গর্ভবতী মহিলার অথবা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা বৈধ। এ ক্ষেত্রে…

জীবনে খারাপ সময় আসবেই, ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন কাজে লাগবে…

জীবনে খারাপ সময় আসবেই- সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এমন “অভাগা…

দাম্পত্যে জীবন সুখী রাখতে এই ৬টি কাজ আবশ্যক

শান্তিপুর্ণ সংসার গড়ার পুর্ব শর্ত হলো সুন্দর দাম্পত্য জীবন, জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় বলা যায় একে। কারণ দাম্পত্য একদিনের সম্পর্ক নয়, বরং একে চিরকালের বলেই ধরা হয়।…

ছোট স্তন? ওষুধ ছাড়াই স্বাভাবিক উপায়ে বড় করুন এভাবে…

জিনগত কারণে বা অন্যকিছু আনুষঙ্গিক কারণে অনেকেরই স্তনের আকার স্বাভাবিকের থেকে ছোট থাকে। এই কারণে হিনমন্যতায় ভোগেন অনেক মেয়েরাই। আসলে সুন্দর, সুডৌল স্তন নারীর সৌন্দর্য্যের একটি অন্যতম…

ঘুমের মধ্যে লালা ঝরে? জেনে নিন সঠিক সমাধান!

ঘুম ভালোভাবে হলে দেহ মন ফুরফুরে থাকে। কিন্তু অনেকেই আছেন যাদের ঘুমের সময় লালা ঝরার মতো অস্বস্তিকর ঘটনা ঘটে। সাধারণত দু একজন বড়দের পাশাপাশি শিশুদের এমনটা দেখা…