আমরা সবাই জানি আমাদের দাঁতমাজার ব্রাশ কিংবা চিরুনি অন্যকারো সাথে ভাগাভাগি করা ঠিক না। কিন্তু আমাদের আরো কিছু ব্যক্তিগত জিনিস আছে যা আমরা অন্যদের সাথে ভাগাভাগি করি কিন্তু যা কোনভাবেই করা উচিত না!
আজ আমরা এমন কিছু ব্যক্তিগত বস্তুর নাম বলবো যা আমরা কারো সাথে ভাগাভাগি করার আগে দুইবার ভেবে দেখা দরকার! পাশাপাশি আমরা জানাবো কিভাবে এগুলোকে পরিষ্কার এবং যথাযথ রাখবো!
ঘরে ব্যবহারের জুতা!
jon collier/flicr, depositphotos
ঘরে অতিথি আসলে আমরা তাকে ঘরে পরবার জন্য একজোড়া স্যান্ডেল দেই, মাথায় রাখতে হবে আমরা যাতে নিজেদের ব্যবহারে স্যান্ডেল দিয়ে না দেই। কারণ আপনি যখন এক জোড়া স্যান্ডেল পরবেন তখন আপনার পা ঘামতে শুরু করবে এবং ফাঙ্গাস জন্ম নেয়ার একটা যথাযথ পরিবেশ সৃষ্টি করবে। তো একজনেরটা অন্যজন না পরাই সবচেয়ে ভাল।
একজোড়া স্যান্ডেল কখনও ছয়মাসের বেশি ব্যবহার করবেন না, হোক তা আপনার সবচেয়ে প্রিয় স্যান্ডেল। যদি ধৌত করার মত হয় তবে অবশ্যই কিছুদিন পর পর ধুয়ে রাখবেন।
ত্বকের পরিচর্যার সরঞ্জাম
jon collier/flicr, depositphotos
চেহারায় আমরা মেক আপ এবং পরিষ্কার করার জন্য যে সকল সরঞ্জাম ব্যবহার করি তা অন্যকারো সাথে ভাগাভাগি করা ঠিক না। হ্যা এগুলো খুব সহজে ধুয়ে ফেলা যায় কিন্তু সামান্য একটু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আপনার চেহারার বড় রকম ক্ষতি করে দিতে পারে।
প্রতিবার ব্যবহারের পর সাবান দিয়ে ভাল করে ধুতে ভুলবেন না এবং এগুলো ২-৩ মাস পর পর পরিবর্তন করবেন।
তোয়ালে
jon collier/flicr, depositphotos
তোয়ালের প্রধান কাজ হলো শরীরের উপরিভাগ থেকে সবচেয়ে বেশি পরিমাণ পানি শোষণ করে নেয়া। এই কারণেই আপনি যখন একেবারে সুস্থ তখনও গোসলখানার ক্রমাবর্ধমান আর্দ্রতা আপনার তোয়ালেকে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জন্ম লাভের সেরা একটি জায়গায় পরিণত করে।
প্রত্যেকবার তোয়ালে ব্যবহার করে একে বাথরুমে রেখে না এসে ব্যালকনি কিংবা শুকনো কোন স্থানে শুকাতে দিন। ৩-৪ দিন পর পর একে ধুয়ে রাখবেন এবং ধোয়ার পর আয়রন করতে ভুলবেন না।
ডিওডোরেন্ট
jon collier/flicr, depositphotos
আপনার ডিওডোরেন্ট যদি বলে যে সে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে তবুও আপনার শরীরের সাথে ডিওডোরেন্টের যে অংশ স্পর্শ করে সেই অংশে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। আসল কথা হলো এটা সেই ব্যাকটেরিয়া যার দুর্গন্ধ দূর করতে আমরা ডিও ব্যবহার করছি।
সবচেয়ে ভাল হয় যখন গোসল শেষ করে এসে ডিও লাগাবেন কারণ তখন শরীর পরিষ্কার থাকে। দিনের অন্যান্য সময় ডিও লাগাতে হলে আগে শরীরের ঐ অংশ ভেজা টিস্যু দিয়ে মুছে নিন।
হেডফোন
jon collier/flicr, depositphotos
আমাদের সবার কানে ব্যাকটেরিয়ার একটা ভারসাম্য আছে! যখনই আমরা আমাদের হেডফোন কোন বন্ধুর সাথে ভাগাভাগি করতে যাবো মনে রাখতে হবে আমরা নিজের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করতে যাচ্ছি। এর ফলে আমাদের কানে সংক্রমণ হতে পারে।
হেডফোনের ভেতর থেকে ময়লা নিয়মিত বের করে ফেলুন। পানি দিয়ে পরিষ্কার করার বেলায় সাবধান, এটা স্পীকারকে নষ্ট করে দিতে পারে। সপ্তাহে অন্তত একবার হেডফোন পরিষ্কার করতে ভুলবেন না।