ফাঁসি দেওয়ার আগে জল্লাদ- ভারতে সেরকম ভাবে খুব কম ফাঁসি দেওয়া হয়ে থাকে । অন্যান্য দেশের তুলনায় । কিন্তু এমন কিছু তারা অপরাধ করে বসে যার ফলে অপরাধিকে ফাঁসি দেওয়া হয়ে থাকে । আর এখন মানুষের অপরাধের মাত্রা দিন দিন অনেক বেড়ে চলেছে ।
আর প্রত্যেক অপরাধের জন্যে তাঁর সাজা ঠিক করে দেওয়া হয়ে থাকে । আমরা সকলেই ফিল্মে অনেক বার দেখেছি এই সব ফাঁসিতে কি কি করা হয়ে থাকে । জর্জ অপরাধীকে তাঁর অপরাধ অনুযায়ী সাজা দিয়ে থাকেন ।
আমরা সকলেই দেখেছি জর্জ সাব ফাঁসি দেওয়ার পর তাঁর পেনের নিব ভেঙে দিয়ে থাকেন । আর কোন সাধারন সাজার জন্যে কাউকে ফাঁসি দেওয়া হয়ে থাকে না ।
কাউকে সাজা ঘোষনার পর তাঁর ফাঁসি দেওয়ার দিন ঠিক তখনি বলে দেওয়া হয়ে থাকে ।আর এই ফাঁসি দেওয়া অনেক গুলি পদ্ধতির মধ্যে হয়ে থাকে ।
আর আমরা সকলেই জানি ফাঁসির দিন অপরাধিকে ভোর ভোর ঘুম থেকে তোলা হয়ে থাকে । তাকে খাবার খাওয়ান হয়ে থাকে, তাকে স্নান করান হয়ে থাকে ।
আর সঠিক সময়ে তাকে ফাঁসি দেওয়া হয়ে থাকে । আর আমরা সকলেই জানি এই ফাঁসি দেওয়ার কাজ জল্লাদ করে থাকে ।
আর আপনাদের জেনে অবাক লাগবে আমাদের দেশে ফাঁসি দেওয়া জল্লাদের সংখ্যা অনেক কম, মোট দুটি জল্লাদা আছে ।
আর যারা কোর্টের আদর্শের পালন করে অপরাধিকে ফাঁসি দিয়ে থাকে । আর আপনারা দেখেছেন যখন কাউকে ফাঁসি দেওয়া হয়ে থাকে ,জল্লাদ কয়েকটি প্রক্রিয়া পালন করে থাকে ।
আসলে জল্লাদ প্রথমে অপরাধির কানের কাছে যায় আর তাঁর কানের কাছে কি বলে থাকে আর তাঁর পর তাকে ফাঁসি দেওয়া হয়ে থাকে । আর আপনি কি জানেন জল্লাদ অপরাধির কানে কি বলে থাকে ?
আসলে জল্লাদ তাঁর কানে বলে থাকে হিন্দুকে রাম রাম আর মুসলিমকে স্যালাম । আমি আমার কর্তব্যে বাঁধা তাই আমি আমার কাজ করছি আর তারপর ভালো কাজের প্রেরনার সাথে তাকে ফাঁসি দিয়ে থাকে ।
আর প্রথমে এই কাজটি করতে সকল জল্লাদকে একটি খারাপ বোধ হয়ে থাকে কিন্তু এটি পরে অভ্যাসে পরিনত হয়ে থাকে । আর এটি একটি খুব কঠিন কাজ । আর জল্লাদ সব সময় তাঁর ডিউটির জন্যে তৈরি থাকে ।