আমরা এমন এক সমাজে বাস করি যেখানে কোন কিছুই পারফেক্ট না! আজকের এই ছবিগুলোতে আমাদের সমাজের অন্ধকার দিকগুলো খুব সুন্দর করে তুলে আনা হয়েছে! কেন এবং কিভাবে আমাদের সমাজ এমন হলো আমাদের মনে এই প্রশ্ন জাগাবে!
প্রশ্ন করা একটা গুরুত্বপুর্ন বিষয় কারণ এর মাধ্যমেই আপনি আপনার উত্তর খুঁজে পাবেন।
আমরা আমাদের সন্তানকে শেখাচ্ছি না কিভাবে সঠিক নিয়মে ইন্টারনেট ব্যবহার করতে হয়!
অজ্ঞতা আমাদের সমাজের মূল সমস্যা যা আমাদের অন্ধ করে দিচ্ছে। এই সুযোগে একই মানুষ আমাদের বোকা বানাচ্ছে। এবং আমরা একে অপরকে দোষ দিচ্ছি!
এটা পরিষ্কার যে নেতারা আমাদের জন্য চিন্তা করে না এবং এখানে আর কিছু বলারও নেই!
বেশি মায়া দেখানো সন্দেহজনক। কারণ মাঝে মাঝে যে বেশি মায়া দেখায় তার মধ্যেই সবচেয়ে বেশি সমস্যা থাকে! আপনি বুঝতেও পারবেন না তারা তলে তলে কি করছে!
সময় হলো আসল সম্পদ, আপনার সম্পদ আপনি অপচয় হতে দিয়েন না!
নিজেকে মোবাইলের ভেতর ডুবিয়ে দিয়ে দুনিয়াকে তোয়াক্কা না করে আপনি নিজেই নিজেকে বোকা বানাচ্ছেন!
সোশ্যাল মিডিয়া আপনাকে সবসময় বাঁচাতে আসবে না, এখানেও এমন কিছু আছে যা নিমিষেই আপনাকে শেষ করে দিতে পারে!
বর্তমান অবস্থা!
শিশুদের উপর নির্যাতন একটা গুরুত্বপুর্ন বিষয়, কিন্তু আমরা এমন ভাব করি যেন এমন কিছু পৃথিবীতে নেই!
আর্থিক অবস্থা কখনই স্বাভাবিক হতে দিবে না! কারণ যারা এটা নিয়ন্ত্রণ করে তারা তা চায় না!
সাগরকে আমরা ময়লা ফেলার জায়গা বানিয়ে ফেলছি!
প্রাণীদের অনুভূতি থাকলে এমনটাই করতো তারা!
পাগলের হাতে সম্পদের মালিকানা! তাই এখানে করার আর কিছুই নেই।
এই হলো আরেক অবস্থা!
একমাত্র হৃদয়বানরাই পৃথিবীকে বাঁচাতে পারে এই পাগলদের মারামারি থেকে!