মেঘলা আকাশ আর বৃষ্টি মানেই মুচমুচে ভাজাভুজি খাওয়ার সময় । আর তাই অনেকে ইফতারেও রাখেন সমুচার মতো মুখরোচক খাবারগুলো । কিন্তু মোড়ের দোকানের মতো মুচমুচে সমুচা বাড়িতে পাবেন কী ? হ্যাঁ , বাড়িতেই তৈরি করে নিতে পারেন মুচমুচে পিঁয়াজের সমুচা , খুব সহজে ।
উপকরণ :
– দেড় কাপ ময়দা
– সিকি চা চামচ লবণ
– দেড় চা চামচ লেবুর রস
– ডিপ ফ্রাই করার জন্য তেল
– অল্প পানিতে আধা কাপ ময়দা মিশিয়ে তৈরি আঠা
পুরের জন্য :
– ২টি বড় পিঁয়াজ কুচি
– আধা চা চামচ মরিচ গুরপ
– সিকি কাপ চিঁড়া গুঁড়ো
– লবণ স্বাদমতো
– ২ চা চামচ ধনেপাতা কুচি
– ২ চা চামচ তেল
প্রণালী :
১) একটি পাত্রে ময়দা , লবণ এবং লেবুর রস মিশিয়ে নিন ভাল করে । উষ্ণ পানি অল্প অল্প করে দিয়ে একটি নরম খামির তৈরি করুন । ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন ২০ মিনিট ।
২) এ সময়ের মাঝে পুর তৈরি করে নিন । একটি কড়াইতে তেল গরম করে নিন । গরম তেলে পিঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন ৩-৪ মিনিট । মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন । আঁচ বন্ধ করে দিন ।
৩) পিঁয়াজের সাথে চিঁড়া গুঁড়ো এবং ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে রাখুন ।
৪) খামির থেকে ছোট ছোট বল গড়ে নিন । বল থেকে ছোট পাতলা রুটি গড়ে নিন । একটি রুটির ওপর অল্প করে তেল মাখিয়ে এর ওপর আরেকটা রুটি দিন । এরপর দুটোকে একসাথে বেলে একটি রুটি তৈরি করে নিন । এভাবে সবগুলো বল থেকে রুটি তৈরি করে নিন ।
৫) তাওয়া গরম করে নিন । এতে রুটির একেক দিন ২০ সেকেন্ড করে সেঁকে নিন , কিন্তু একেবারে ভালোভাবে সেঁকবেন না । তাওয়া থেকে নামিয়ে প্রতিটি রুটি থেকে দুইটি রুটি আলাদা করে নিন । এভাবে সবগুলো রুটি সেঁকে আলাদা করে নিন ।
৬) প্রতিটি রুটি অর্ধেক করে কেটে নিন । ছবির মত করে ভেতরে পুর দিয়ে মুড়ে নিন । ময়দার আঠা দিয়ে বন্ধ করে দিন । ১০-১৫ মিনিট রেখে দিন এভাবে ।
৭) ডিপ ফ্রাই করার জন্য বড় কড়াইতে তেল গরম করে নিন । মাঝারি আঁচে ৪-৫টি সমুচা একেক বারে ভেজে তুলুন । বেশি আঁচে ভাজবেন না , পুড়ে যেতে পারে । কড়াই থেকে তুলে তেল ঝরিয়ে নিন ।
সস বা চাটনির সাথে পরিবেশন করুন মুচমুচে পিঁয়াজের সমুচা ।