পারফেক্ট ক্রিসপি ফুচকা এর রেসিপি – মায়ের হাতের রান্না

পারফেক্ট ক্রিসপি ফুচকা এর রেসিপি – মায়ের হাতের রান্না

ফুচকা ফুলছেনা? ক্রিস্পি হচ্ছে না? ভুলে যান দুঃখ, শুরু করুন নতুন করে। এই ফুচকা এর রেসিপি তে .৯৮% ফুচকা ফুলবে আর ক্রিস্পি হবে একদম বাজারের মতো ইনশাআল্লাহ। হার মানাবে বাজারের স্বাদকেও। এখন থেকে নিজের ফুচকা নিজেই তৈরি করুন ।

পারফেক্ট ক্রিসপি ফুচকা এর রেসিপি

উপকরণঃ

  • কলাইয়ের ডালের আটা – ১/২ কাপ
  • আটা – ১/২ কাপ
  • তাল মাখনা – ১/২ চা চামচ
  • লবন – ২ চিমটি
  • গুঁড়া চিনি – ১/২ চা চামচ
  • সয়াবিন তেল – ১/২ চা চামচ
  • পানি – পরিমান মতো
  • বেকিং পাউডার – ১ চিমটি
  • খাবার এরারুট + আটা – ২ +২ টেবিল চামচ

প্রনালিঃ

  • এরারুট ও তাল মাখনা বাদে শুকনা সব উপকরন ভাল করে চেলে নিন ।
  • এবার তেল ও তাল মাখনা দিয়ে সব কিছু ভাল করে মিক্স করে নিন ।
  • অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে থাকুন ।
  • ডো বেশি আঠালো হলে আরও আটা দিয়ে মাখাতে থাকুন ।
  • প্যাকেট আটা থেকে খোলা লালচে আটা হলে ভাল হয় ।
  • যতটা সম্ভব শক্ত করে ডো তৈরি করুন ।
  • অনেকটা রুটির আটার মতো হবে তবে আরেকটু শক্ত হবে ।
  • ভাল করে অনেক সময় নিয়ে ডো তৈরি করুন ।
  • ডো একটি পরিষ্কার পলিথিনে রোল করে ৩০- ৪০ মিনিট ঢেকে রাখুন ।
  • এবার পিড়িতে পাতলা করে রুটি বেলুন ।
  • রুটি বেলার সময় এরারুট ও আটার মিশ্রন ছিটিয়ে রুটি বেলুন ।
  • চুলায় মাঝারি আচে তেল গরম হতে দিন ।
  • রুটি বেলা শেষে কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিন ।
  • অথবা ধারালো কোন কিছু দিয়ে পছন্দ মতো শেপে কাটুন ।
  • এবার একটা রুটি কাটা শেষ হলে ফুচকা গুলো ভেজে নিন ।
  • মাঝারি আচে একটা একটা করে ফুচকা তেলে দিয়ে ছাকনী দিয়ে হালকা করে চাপ দিন ।
  • হালকা করে চাপ দিলে ফুচকা গুলো সুন্দর ভাবে ফুলে উঠবে ।
  • তেলের মধ্যে সব দেয়া হয়ে গেলে চুলার আচ মাঝারি থেকে একটু কমিয়ে দিন ।
  • লালচে বাদামি করে দুদিক ভেজে নিন ।
  • অল্প ভাজলে অনেক সময় মাঝখানে নরম থাকে ।
  • সময় নিয়ে আস্তে আস্তে ভাজুন ।
  • ভাজাটা অনেক গুরুত্বপূর্ণ । ভাল করে ভাজা হলে ফুচকা অনেক বেশি ক্রিস্পি হয় ।
  • ভাজা শেষে এয়ার টাইট বক্সে ভরে রাখুন ।

পরিবেশনঃ

  • ইচ্ছামতো পুর দিয়ে সাথে তেঁতুলের টক পানি দিয়ে পরিবেশন করুন মজাদার সুপার ক্রিস্পি ফুচকা ।

Related Posts

চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের চিকেন নাগেটস এর রেসিপি…

চাইনিজ রেস্টুরেন্টের একটি জনপ্রিয় খাবার হচ্ছে চিকেন নাগেটস। সুস্বাদু এই খাবারটি আপনি ইচ্ছে করলে আপনার বাসাতেই তৈরি করতে পারেন। দেখে নিন চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের সুস্বাদু চিকেন নাগেটস…

সুস্বাদু বারবিকিউ ব্যানানা চিপস এর সহজ রেসিপি

লেবু ও পুদিনা পাতার ঘ্রানে দারুন স্বাদের ক্রিস্পি বারবিকিউ ব্যানানা চিপস আপনিও ট্রাই করে দেখুন । অনেক সহজ রেসিপির এই খাবারটি হালকা নাস্তার জন্য পারফেক্ট। বারবিকিউ ব্যানানা…

সিপি স্বাদের চিকেন বল তৈরি করুন ঘরেই

আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি অনেক মজার খাবারের রেসিপি। এটি হলো চিকেন বলের রেসিপি। দেখে নিন সাম্মি মিথিলা রহমানের সিপি স্বাদের চিকেন বল বানানোর রেসিপিটি। উপকরন: ১….

পাস্তা তৈরির ঘরোয়া সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

পাস্তা তৈরির ঘরোয়া সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি ঘরোয়া নাস্তার রেসিপি। পাস্তা খেতে ভালোবাসেন না এই রকম মানুষ বোধ হয় কমই আছেন। পাস্তা একটি মজাদার খাবার সঙ্গে সুস্বাদুও বটে।…

চিলি চিকেন তৈরির সহজ পারফেক্ট রেসিপি – মায়ের হাতের রান্না

চিলি চিকেন তৈরির সহজ পারফেক্ট রেসিপি – মায়ের হাতের রান্না

আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিলি চিকেন রান্নার সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি । চিলি চিকেন খুবই সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার । ছোট বড় সবাই পছন্দ…

ইফতারে খুব ঝটপট রেঁধে ফেলুন দারুণ সুস্বাদু ‘হালিম’! – মায়ের হাতের রান্না

ইফতারে খুব ঝটপট রেঁধে ফেলুন দারুণ সুস্বাদু ‘হালিম’! – মায়ের হাতের রান্না

কয়েকদিন গরমের পর বৃষ্টির ফলে আজকের আবহাওয়া দারুণ। এই হালকা ঠাণ্ডার আবহাওয়ায় ইফতারে একটু ভারী খাবার খাওয়াই যায়। আর তা যদি হয় গরম গরম হালিম তাহলে তো…