শ্যাম্পু ও ক্রিম কেনার আগে জানতে হবে। কারন আমরা সকলেই আমাদের চোখ,মুখ ও চুল নিয়ে খুবই সচেতন। সকলেই চাই নিজেদেরকে সুন্দর করে উপস্থাপন করতে।
তবে আমরা প্রোডাক্ট বাছার ক্ষেত্রে কোনওরকম খেয়ালই রাখি না। অনেকসময়ই আমরা লেবেল এর নাম না দেখেই প্রোডাক্ট কিনে ফেলি। এখন থেকে আর এই ভুল করবেন না। এটা খুবই খারাপ অভ্যাস।
ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময়ই আমাদের স্কিনের ক্ষতি হয়ে যায়। যদি আপনাদের বেশিরভাগ সময়ই স্কিন ও চুলের প্রোডাক্ট বাছার ক্ষেত্রে সমস্যায় পড়তে না হয় তাই কসমেটিক্স ডার্মাটোলজিস্ট আরুসী পাসী ভান্ডারির কিছু মতামত জেনে নিন৷
ফেসওয়াস ও শ্যাম্পু বাছার ক্ষেত্রে আপনাদের জন্য রইল কিছু উপদেশ:
যেগুলো সালফেট ছাড়া শ্যাম্পু ও ফেসওয়াস সেই প্রোডাক্টগুলি কিনুন। সালফেট দেওয়া প্রোডাক্টগুলি চুল ও ত্বকের সাধারণ আদ্রতা নষ্ট করে দেয়। এগুলি চুল ও ত্বকের উজ্বলতাও কমিয়ে দেয়। এই বিষয়গুলি আমাদের অনেকের কাছেই অজানা।
আই ক্রিম: যাদের সেনসিটিভ স্কিন তারা রেটিনল বেসড আই ক্রিম যতটা পারবেন এড়িয়ে চলুন। যদি আপনাদের চোখের তলায় কালি পড়ে তাহলে হুট করে কিছু না লাগিয়ে আগে ভাবুন কী কারণে এই কালি পড়ছে। চোখে কালির জন্য সবচেয়ে ভালো ভিটামিন কে অক্সাইডযুক্ত ক্রিম।