মাত্র ৭ দিনে ৮ কেজি ওজন কমানোর সহজ উপায় – মায়ের হাতের রান্না

মাত্র ৭ দিনে ৮ কেজি ওজন কমানোর সহজ উপায় – মায়ের হাতের রান্না

অত্যধিক ওজনের সমস্যায় আক্রান্ত তারা হয়তো ভাবছেন? পছন্দসই ফিটিং পোশাক পরে ঘুরে বেড়াতে পারবেন না । এই ভেবেই অনেকে হয়তো মন খারাপ করে আছেন । কিন্ত চিন্তার কিছু নেই । মাত্র এক সপ্তাহের মধ্যেই কম করে হলেও আপনি নিজের শরীর থেকে ঝেড়ে ফেলতে পারবেন আট কেজি ওজন ।

ভাবছেন মাত্র সাত দিনেই কিভাবে আট কেজি ওজন কমানো যায় ? এই অসম্ভবকে সম্ভব করা যায় যদি আপনি জেনারেল মোটরসের (জিএম) ডায়েট প্ল্যান মেনে চলেন । এটি বিশ্বের ব্যাপক জনপ্রিয় একটি ডায়েট কর্মসূচি ।

যারাই কম সময়ে ওজন কমানোর ব্যাপারে আগ্রহী তাদের আগে থেকেই জানিয়ে রাখি , ওজন কমানো মানে কিন্ত না খেয়ে থাকা নয় । এটি বরং আপনার শরীরের জন্য ক্ষতিকর । কারণ এতে পরবর্তীতে আরো কয়েক কেজি ওজন বেড়ে যাবার সম্ভাবনা তৈরি হয় ।

সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাণে খাবার খেয়েই কেবলমাত্র আপনি নিজের ওজন কমাতে পারেন । এখন আপনি হয়তো ভাবছেন , পর্যাপ্ত খাবার খেয়েও কিভাবে ওজন কমানো যায় ? চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে সঠিক খাবার খেয়ে এক সপ্তাহের মধ্যেই ওজন কমানো যেতে পারে ।

প্রথম দিন

জিএম ডায়েট প্ল্যান অনুযায়ী , ডায়েটের প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ । এদিন আপনার খাদ্য তালিকায় কেবল ফল ছাড়া আর কিছুই থাকবে না । অর্থাৎ এদিনকে আপনি ফলের দিন হিসেবে অভিহিত করতে পারেন ।

প্রথম দিনে আপনার খাদ্য তালিকায় নিজের পছন্দ মতো ফল রাখতে পারেন । তবে খেয়াল রাখবেন , কোনোভাবেই কলা খেতে পারবেন না ।

গ্রীষ্মের ফল তরমুজ এবং ফুটি রাখতে পারেন ফলের তালিকায় । এটি আপনাকে ঠাণ্ডা রাখতে সহায়তা করবে ।

প্রথম দিনে ফল ছাড়াও আপনি ৮ থেকে ১২ গ্লাস পানি খেতে পারেন । তবে কোনোভাবেই অন্য কোনো খাবার খাওয়া যাবে না । এমনকি সিদ্ধ সবজিও না ।

দ্বিতীয় দিন

এই দিনকে সবজি দিবস হিসেবে পালন করতে পারেন । আপনার পছন্দমতো সবজি সিদ্ধ কিংবা কাঁচা খেতে পারেন । তবে সবজি রান্না করে খাওয়ার চেয়ে সিদ্ধ করে খাওয়াটা বেশি উপকারী হবে আপনার জন্য ।

সিদ্ধ আলু খেতে চাইলে একদম সকালের দিকে খাবেন । কারণ আলুর কার্বোহাইড্রেট সারাদিন আপনাকে শক্তি জোগাবে ।

সারাদিন গাজর , ব্রকোলি , শসা , সেদ্ধ বাধাকপি ছাড়া আরো বিভিন্ন সবজি খেতে পারেন । সঙ্গে ৮ থেকে ১২ গ্লাস পানিও চলবে ।

তৃতীয় দিন

এদিন আপনি যৌথভাবে ফল এবং সবজি দিবস হিসেবে পালন করতে পারেন ।

তবে সবজির ক্ষেত্রে আলু এবং ফলের ক্ষেত্রে কলা থাকবে না আপনার খাদ্য তালিকায় ।

সকালে ফল , দুপুরে সবজি , বিকেলে ফল এবং রাতে ফল ও সবজি খেতে পারেন । আগের মতোই পর্যাপ্ত পানি খাবেন ।

চতুর্থ দিন

এদিন কলা এবং দুধ খেয়েই সারাদিন কাটিয়ে দিতে পারেন । সারাদিন ৮ থেকে ১০টি কলা এবং তিন গ্লাস দুধ খেতে পারেন ।

সকালে দুধ এবং কলা দিয়ে দিন শুরু করুন । দুপুরে দুটি কলা এবং এক গ্লাস দুধ খান। বিকেলে কয়েকটি কলা এবং রাতে আবার কলা ও দুধ দিয়ে আপনার খাবার শেষ করতে পারেন ।

পঞ্চম দিন

এদিন দুপুরে আপনি এককাপ ভাত খেতে পারেন । এছাড়া সারাদিন ৬ থেকে ৭টা টমেটো খেতে পারেন ।

পঞ্চম দিনে পানির পরিমাণ বাড়িয়ে দিয়ে ১২ থেকে ১৫ গ্লাস করতে পারেন ।

ষষ্ঠ দিন

এদিনেও আপনি দুপুরের দিকে এককাপ ভাত খেতে পারেন । এছাড়া সারাদিনই সবজি খেতে হবে। এদিন ৮ থেকে ১২ গ্লাস পানি খাবেন ।

ডায়েট প্রোগ্রামের ষষ্ঠ দিনে এসে আগের থেকে নিজেকে কিছুটা হালকা মনে হচ্ছে কি না খেয়াল করে দেখুন ।

সপ্তম দিন

আপনার ওজন কমানোর মিশনের শেষদিন এসে উপস্থিত । এদিনও আপনি এককাপ ভাত খেতে পারেন । সারাদিন ফলের রস এবং সবজি দিয়েই পার করে দিন ।

উপরোক্ত ডায়েট প্রোগ্রামের পর দেখতে পারেন আপনি কাংখিত ওজন কমাতে পেরেছেন কি না । এতে আপনি কেবল ওজনই কমাতে পারবেন তা নয় , বরং আপনার মুখের ত্বকও আগের চেয়ে উজ্জ্বল হয়ে যাবে । ফলে কম ওজনের পাশাপাশি উজ্জ্বল ত্বকের জন্য এখনই এক সপ্তাহের এই ডায়েট প্রোগ্রামটি মেনে চলতে পারেন ।

Related Posts

রোজা রেখে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী করবেন!

রোজার মাসে সবাই যেন খাবারের প্রতিযোগিতায় নেমে পড়ে। সারা দিন না খাওয়ার অভাবটুকু ইফতারে পুষিয়ে নেওয়ার জন্য কি এই প্রতিযোগিতা? কে কত খেতে বা রান্না করতে পারে।…

গলার অতিরিক্ত চর্বি কমানোর ১০টি সহজ উপায়…

আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কয়েক দিন ধরেই লক্ষ্য করছেন তো জিনিসটা? আর ভাবছেন কী বাজে লাগছে মুখটা! অতিরিক্ত কী একটা ঝুলছে! আজ্ঞে হ্যাঁ, আমি গলায় জমে থাকা…

জানেন কি গরমে খাবারের চার্ট কেমন হওয়া উচিত?

গরমে অস্বস্তিতে সবাই। এরমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেকের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা দিচ্ছে। তাই গরমে সুস্থ থাকতে ঠিকঠাক খাবার চার্ট খুবই জরুরি-…

বয়স অনুযায়ী আপনার শিশুর প্রতিদিন কতটুকু পানি প্রয়োজন

বাচ্চার কতটুকু পানি প্রয়োজন সেটি আসলে নির্ভর করে বাচ্চার অবস্থা, ওজন ও বয়সের ওপর। জ্বর বা অসুখের সময় পানির বেশি প্রয়োজন। বেশি গরম পড়লে, খেলাধুলা করলে বেশি…

শারীরিক সৌন্দর্য বারাতে ও ওজন কমাতে রইল ১৪ টি সহজ ঘরোয়া উপায়

মাঝে মাঝে ব্যয়াম ও কখনো কখনো ডায়েট করে ওজন কমানোর লক্ষ্য অর্জন করাটা আসলেই দুঃসাধ্য।শরীরের বাড়তি মেদ নিয়ে আজকাল অনেকেই চিন্তিত। সুস্বাস্থ্যের জন্য তো বটেই, শারীরিক সৌন্দর্যের…

ওভেনের খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়!

কম সময়ে খাবার গরম করতে মাইক্রোওয়েভ ওভেনই ভরসা। আধুনিক এই যন্ত্রটি জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। নামমাত্র সময়ে ঠান্ডা খাবার গরম করার এর চেয়ে ভাল উপায় আর নেই।…