আয়না যতই মোছা হোক না কেন , দাগ পড়বেই । আপনি হয়তো সবচেয়ে দামি লিকুইড দিয়ে নিয়মিত আয়না পরিষ্কার করছেন । কিন্তু কোনো লাভই হচ্ছে না । সেই দাগ রয়েই যাচ্ছে । আর ঝকঝকে ভাব তো নেই বললেই চলে । আয়নার দাগ দূর করার উপায়টি কঠিন কিছু নয় ।
খুব সহজে ঘরোয়া উপায়ে আয়নার এই দাগ পরিষ্কার করুন । যার কিছু দিক তুলে ধরা হয়েছে আমাদের এই বাহারি রান্না শিখুন ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে । সেখান থেকেই আজ আপনাদের জন্য দেয়া হলো কীভাবে ঘরের আয়নার দাগ সহজে পরিষ্কার করা যাবে ।
বেকিং সোডা :
বেকিং সোডা খুব সহজেই আয়নার দাগ দূর করে । এক চা চামচ বেকিং সোডা একটি স্ক্রাবারে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন । এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে কাঁচের আয়না মুছে নিন । দেখবেন , আয়নার দাগ এক নিমেষেই চলে যাবে এবং ঝকঝক করবে ।
ডিস্টিল্ড ওয়াটার :
সাধারণ পানির থেকে ডিস্টিল্ড ওয়াটারে আয়না বেশি পরিষ্কার হয় । একটি তোয়ালেতে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভালো করে মুছে নিন । নিয়মিত ব্যবহারে আয়না নতুনের মতো চকচক করবে ।
সাদা ভিনেগার :
একটি বোতলে এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ পানি ভালো করে মিশিয়ে নিন । এবার ভিনেগারের মিশ্রণটি দিয়ে আয়নার ওপর স্প্রে করে নিন । কিছুক্ষণ পর ভেজানো তোয়ালে দিয়ে আয়না মুছে ফেলুন । এতে আয়না নতুনের মতো ঝকঝক করবে এবং আর যেকোনো দাগ দূর হয়ে যাবে ।
শেভিং ফোম :
বাথরুমের আয়নায় শেভিং ফোম মেখে কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন । দেখবেন পানির সব দাগ উঠে যাবে । তবে মনে রাখবেন , বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ফোম রাখবেন না । এতে উল্টো দাগ পড়ে যেতে পারে ।
সংবাদপত্র :
সবচেয়ে সস্তায় আপনার ঘরের আয়না পরিষ্কার করবে সংবাদপত্র । পানিতে ভেজানো সংবাদপত্র দিয়ে আয়না ঘষে নিন । এবার নরম কাপড় দিয়ে মুছে ফেলুন । আপনি চাইলে ভিনেগার মেশানো পানিতেও সংবাদপত্র ভিজিয়ে নিতে পারেন । এটা আরো ভালো কাজ করবে ।