তার লক্ষ্য ছিল মরা মাছ। বাজার থেকে প্রায়শই প্রচুর পরিমাণে মরা মাছ কিনে নিয়ে যেত এক মহিলা। কিন্তু কয়েকদিন আগে দিল্লির উত্তম নগরের ওই মহিলার আচরণ নিয়ে সন্দেহ হয় পুলিশকর্মীদের। এবং মরা মাছ খুলতেই চক্ষুচড়কগাছ তদন্তকারীদের।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মাদক পাচারের অভিযোগে রোস্টি নাম্বোটেবি নামে উগান্ডার বাসিন্দা, বছর ২২ -এর মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ২০১৭ সালে মেডিক্যাল ভিসা নিয়ে এদেশে আসে রোস্টি। তার পর থেকেই দিল্লির উত্তম নগরে থাকত সে।
সোমবার পঞ্জাবের জলন্ধরের আইজি অর্পিত সুকলা সাংবাদিক বৈঠক করে জানান, বাজার থেকে ওই মহিলা প্রচুর মরা মাছ কিনত। তারপর ওই মাছের মধ্যে মাদকের ক্যাপসুল ঢুকিয়ে দিত সে। পুলিশের অনুমান, ওই মহিলা আন্তর্জাতিক মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে পঞ্জাব থেকে মাইকেল নামে এক ড্রাগ মাফিয়াকে গ্রেফতার করে পুলিশ। জেলে থাকলেও বাইরে এখন তার মাদক কারবারের চক্র সজাগ রয়েছে বলে অনুমান পুলিশের। ধৃত উগান্ডান মহিলা, মাইকেলের দলের সদস্য বলেই মনে করছে পুলিশ।
ধৃত মহিলার কাছ থেকে দেড় কেজি ওজনের বেশ কয়েকটি মাদক ক্যাপসুল উদ্ধার হয়েছে। ক্যাপসুলগুলির বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানা গিয়েছে।
আপাতত ওই মহিলাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্জাব পুলিশের গোয়েন্দা দল।