দাদী বা নানীদের গুরুত্বপূর্ণ তথ্যের ভান্ডার হিসেবে বিবেচনা করা যায়। তারা আমাদের যে কোন বিষয়ে সবসময় সাহায্য করতে এবং উপদেশ দিতে প্রস্তুত থাকেন। মাঝেমধ্যে তাদের উপদেশ আমাদের ভুল শুধরে নিতে সাহায্য করে। যাহোক, তাদের এমন কতকগুলো সুপারিশ বা পরামর্শ রয়েছে যেগুলো অনুসরণ না করা শ্রেয়। সেক্ষেত্রে যুক্তি, কমনসেন্স এবং আধুনিক এক্সপার্টদের অনুসরণ করা উচিৎ।
১. নতুন জামা শিশুদের পরানো উচিৎ নয়, কারণ সেটা অনেক রুক্ষ থাকে।
২. বাচ্চাদের চুমু খেতে নেই, কারণ আপনার মুখে অনেক জীবাণু থাকে।
৩. বাচ্চারা নিজে থেকে খেলনা না চাইলে আগ বাড়িয়ে কিনে দেওয়া উচিৎ নয়।
৪. একজন গর্ভবতী মা গর্ভাবস্থায় আইস ক্রিম খেলে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে।
৫. বাচ্চারা যখন তাদের অভ্যাস এড়িয়ে যাওয়ার জন্য কাঁদে, তখন তাদেরকে উঠানো উচিৎ না।
৬. আপনি যদি বাচ্চাদের ম্যাসেজ করেন, তাহলে তাদের লিভার ক্ষতি হতে পারে।
৭. বাচ্চাদের চিকেন ফক্স হলে তাদের জামা উল্টো করে পরানো উচিৎ। এটি তাদেরকে চুলকানি হওয়া থেকে প্রতিরোধ করবে।
৮. বাচ্চাদের দাঁত দ্রুত কাটার জন্য তাদের মাড়ি সিদ্ধ রসুন দিয়ে ঘষা উচিৎ।
৯. বাচ্চাদেরকে উজ্জ্বল এবং কালারফুল জামা পরতে শিক্ষা দেওয়া উচিৎ নয়, অন্যথায় তারা বড় হয়ে ট্যাটু এবং পিয়ার্সিংস করবে।
১০. শিশুকে দুধ খাওয়ানোর আগে আপনার ব্রেস্ট ভালভাবে ধুয়ে নিন, কারণ সেখানে সবসময় ময়লা জমে থাকে।
১১. শিশুদের পা সোজা করার জন্য তাদেরকে মুড়িয়ে রাখা উচিৎ।
১২. বাচ্চারা যদি মুখ হা করে ঘুমায়, তাহলে তাদের নিচের চোয়াল বেঁধে রাখা উচিৎ।
১৩. আপনার কাছে যদি মনে হয় বাচ্চার ডায়প্লাসিয়া আছে, তাহলে বাচ্চাকে হেরিং এর লেজ চুষতে দিন।
১৪. আপনার বাচ্চাকে হুডী পরানো উচিৎ, অন্যথায় তাদের কানের প্রান্ত বড় হয়ে যেতে পারে।
কোন পরামর্শটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? কমেন্টে আমাদের সাথে শেয়ার করে জানান। সাথে থাকার জন্য ধন্যবাদ।