স্পেশাল স্বাদের ফুলুরি আলুর চপ এর সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

আলুর চপ আমাদের সবারই অনেক পরিচিত একটি খাবার। আজ দেখুন একটু ব্যাতিক্রমি স্বাদের ফুলুরি আলুর চপ এর সহজ রেসিপি

ফুলুরি আলুর চপ এর সহজ রেসিপি

উপকরণঃ

  • আলু – পরিমান মতো ( মাঝারি )
  • লবন – পরিমান মত
  • হলুদ – সামান্য

প্রনালিঃ

  • আস্ত আলু ছিলে ধুয়ে পানি ঝরিয়ে পাতলা করে স্লাইস করে সব উপকরন মিক্স করে রাখুন । ।

কোটীং এর জন্যঃ-

উপকরণঃ

  • মসুরির ডালের বেসন – ১ কাপ
  • বেকিং পাউডার – ১ চাচামচের কম
  • পানি – পরিমান মতো
  • কাঁচা মরিচ বাটা – পরিমান মতো
  • রসুন + জিরা + ধনিয়া বাটা – সামান্য
  • পেঁয়াজ বাটা – সামান্য
  • লবন – পরিমান মত
  • স্বাদ ই ম্যাজিক মশলা – ১ প্যাকেট

প্রনালিঃ

  • সব উপকরন এক সাথে মিক্স করে ঘন ব্যাটার তৈরি করে নিন ।
  • অনেকটা বেগুনির মতো করে বেটারটা তৈরি করুন ।
  • এবার আলুর স্লাইস গুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মাঝারি আচে ভাজুন ।
  • বাদামি কালার হয়ে আসলে ছাঁকনি দিয়ে ১ মিনিট মত তুলে তেল ছেঁকে নিন ।

টিপসঃ-

  • মসুরের ডালের বেসন সব চাইতে বেশি মজাদার আর অনেক ক্রিস্পি হয় ।
  • বেকিং পাউডার দিলে অনেক ভাল ক্রিস্পি হয় । আবার বেকিং পাউডার বেশি দিলে বেশি ফাপা ফাপা হয়ে যাবে। ভাল লাগবে না ।

পরিবেশনঃ

  • গরম গরম সালাদ অথবা সস দিয়ে পরিবেশন করুন ।

Related Posts

একসাখে পুরির ৬টি রেসিপি

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে কিছু নানা ধরনের পুরির রেসিপি। বিকেলের নাস্তায় এগুলো বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন নানা ধরনের পুরির ৬টি রেসিপি। পালং পুরি যা…

সুজির মালাই পিঠা…

উপকরণ: দুধ ১ লিটার পরিমাণ, এলাচের গুঁড়ো হাফ চা চামচ, চিনি ২ কাপ, ডিম ২ টি, গুঁড়ো দুধ হাফ কাপ, বেকিং পাউডার হাফ কাপ, সুজি ১ কাপ,…

১২ টি রুটি, পাউরুটি ও পরোটা বানানোর রেসেপি

আজ আপনাদের সামনে একটি নয় মজার মজার ১২ টি রেসিপি নিয়ে হাজির হলাম আসুন তা হলে শিখেনি পরোটা,পাওরুটি,নান ও রুটির রেসিপি গুলো । ১। পাউরুটি প্রস্তুত প্রনালী…

বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস…

আজকের রেসিপি আয়োজনে রয়েছে বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস । আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই…

গ্যসের চুলায় নান রুটি তৈরির রেসিপি…

নান রুটি সাধারনত তৈরি করা হয় তন্দুরে বা ওভেনে। বাসায় তো আর তন্দুর বানানো সম্ভব না। আর যাদের ওভেন নেই তারা কি নান রুটি বানানো থেকে বাদ…

সংগ্রহে রাখুন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি…

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে অনেক মজার একটি খাবারের কয়েক পদের রেসিপি। এটি হলো পরোটার রেসিপি। দেখে নিন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি। আশা করছি ভালো লাগবে।…