সুস্বাদু মালাইচপ এর রেসিপি – মায়ের হাতের রান্না

সুস্বাদু মালাইচপ এর রেসিপি – মায়ের  হাতের রান্না

মিষ্টিপ্রেমীদের কাছে মালাইচপ অনেক পছন্দের একটি খাবার। আজ দেখুন সুস্বাদু মালাইচপ এর রেসিপি যা ফলো করে আপনারা বাসায় সহজে মালাইচপ তৈরি করতে পারবেন।

মালাইচপ এর রেসিপি

এই মিষ্টির রেসিপিটি আমি তিনটি ধাপে লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার টিপস গুলো ফলো করলে ইনশাআল্লাহ্‌ আপনার মিষ্টি নরম হবেই। আর কখনো বানানোর পর শক্ত হয়ে যাবে না।

ছানা তৈরিঃ

উপকরনঃ

  • দুধ – ১ লিটার (পুর্ন ননীযুক্ত )
  • সিরকা – ৩ টেবিল চামচ সিরকা +৩ টেবিল চামচ পানি
  • সুজি- ১ চা-চামচ

প্রনালিঃ

  • দুধ জ্বাল দিয়ে নিন। ফুটে উঠলে চুলা অফ করে দিন ।
  • ভালভাবে দুধ ফুটিয়ে নিবেন। ঘন করার দরকার নেই ।
  • চুলা অফ করে সিরকা আর পানি মিক্স করে অল্প অল্প করে ঢালতে থাকুন ।
  • সিরকা দিবেন আর চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন ।
  • ছানা হয়ে গেলে ১৫-২০ মিনিট পর সামান্য গরম থাকতে ছানা পাতলা সুতির কাপড়ের উপর ঢেলে নিন ।
  • ভাল করে ধুয়ে নিন যাতে সিরকার ফ্লেভার না আসে ।
  • চিপে পানি ফেলে দিন । বেশি চাপবেন না এতে মিষ্টি শক্ত হয়ে যায় ।
  • ফ্যান এর নিচে ১-২ ঘন্টা ঝুলিয়ে রাখুন । ২-৩ ঘন্টা রাখলেও সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যাতে ছানা বেশি শুকিয়ে না যায় ।
  • ১ ঘণ্টা পর ছানা ছড়ানো পাত্রে মেলে দিন ।
  • ফ্যানের নিচে ৭-৮ মিনিট রেখে দিন ।
  • বেশি ভেজা ভেজা না থাকলে ফ্যানের নিচে দেয়ার প্রয়োজন নেই ।
  • বাড়তি পানি শুকিয়ে গেলে সুজি দিয়ে ভাল করে মিশিয়ে হাত দিয়ে চেপে চেপে ছানাটা মিহি করে নিন ।
  • ১০-১৫ মিনিট এভাবে করার পর আটার খামির মত হলে হাত দিয়ে চেপে চেপে শেপ ঠিক করে বল তৈরি করুন ।
  • কিছুর উপর রেখে বল তৈরি করলে অনেক ভাল বল হবে ।
  • বল তৈরি করার পর সামান্য চেপ্টা করে দিন ।
  • ১ লিটার দুধে ৯-১০ টি মালাই চপ তৈরি করা যাবে ।

স্পঞ্জ মিষ্টি তৈরিঃ

উপকরনঃ

  • চিনি – ১ কাপ
  • পানি- ৩ কাপ
  • গরম পানি – ৩/৪ কাপ

প্রনালিঃ

  • চিনি ও ৩ কাপ পানি এক সাথে বড় একটি পাত্রে নিয়ে চুলায় অল্প আচে জ্বাল দিন ।
  • ১ লিটারের বেশি দুধ দিয়ে তৈরি করলে বড় বড় ২ টি পাত্রে ছানার চপ গুলো দিবেন । ছোট পাত্রে একসাথে অনেক গুলো দিলে মিস্টি ভাল হবে না । অল্প অল্প দেয়ার চেস্টা করবেন যাতে চপ গুলো ভালভাবে সিরার ভিতরে ঘুরতে পারে ।
  • আঁচ বাড়িয়ে দিন। চিনি গলে ফুটে উঠলে একদম কমিয়ে দিন ।
  • বল গুলো আস্তে আস্তে সিরাতে ছেড়ে দিন । কয়েক সেকন্ড পর ঢাকনা দিয়ে ৫ মিনিট এর জন্য ঢেকে দিন
  • ফুটে উঠলে জ্বাল মাঝারি আঁচের থেকে সামান্য কমিয়ে দিন । সিরা খুব গরম অথবা ফুটন্ত অবস্থায় মিষ্টির বল গুলো ছাড়বেন না ।
  • ২০-২৫ মিনিট এভাবে ফুটাবেন । মিষ্টি নাড়াচাড়া করবেন না । (আমার ২০-২২ মিনিটের মধ্যেই হয়ে গিয়েছেল ।)
  • মাঝে ঢাকনা খুলে ৩/৪ কাপ পানি সিরার সাথে আস্তে আস্তে ২ থেকে ৩ বারে মিশিয়ে দিবেন ।
  • সিরা ঘন না হয়ে গেলে পানি মিক্স করার প্রয়োজন নেই ।আমার মিক্স করা লাগেনি ।
  • মিষ্টি হয়ে গেলে নামিয়ে রেখে দিন । আরেকদিকে দুধ জ্বাল দিতে হবে মালাই এর জন্য ।

মালাই তৈরিঃ

উপকরনঃ

  • দুধ – ১ কেজি
  • চিনি – স্বাদ অনুযায়ী
  • অরেঞ্জ ফুড কালার – পরিমান মত
  • কর্নফ্লাওয়ার – ১ চা-চামচ (ঐচ্ছিক )

প্রনালিঃ

  • দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন ।
  • জ্বাল দিয়ে অর্ধেক এর সামান্য বেশি রাখুন ।
  • সবচেয়ে ভাল হয় একদিকে মিষ্টি সিরায় ফুটবে আরেকদিকে দুধ জ্বাল দিলে। সিরা থেকে মিষ্টি নামানোর ৪-৫ মিনিটের মধ্যে দুধে দিয়ে দিলে ভাল হয় ।
  • দুধ ঘন হয়ে আসলে কালার দিয়ে নাড়তে থাকুন ।
  • স্পঞ্জ মিষ্টি গুলো সিরা থেকে তুলে দুধের মধ্যে দিয়ে দিন ।
  • সব মিষ্টি এভাবে দেয়া হয়ে গেলে ৪-৫ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিন ।
  • নামানোর ১-২ মিনিট আগে কর্ন ফ্লাওয়ার অল্প একটু ঠাণ্ডা দুধের সাথে মিশিয়ে ঢেলে দিন ।
  • ৩-৪ ঘন্টা পরে ভিতরে দুধ ঢুকে আরো নরম হয়ে যাবে ।
  • ফ্রিজে রাখা অবস্থায় মিষ্টি সামান্য শক্ত লাগতে পারে। বাহিরে কিছুক্ষন বের করে রাখলেই নরম তুলতুলে হয়ে যাবে ।

টিপসঃ

  • সবচেয়ে গুরুত্বপুর্ন টিপস হচ্ছে মিষ্টি ২০ মিনিট হলেই একটা টেস্ট করে দেখবেন । হয়ে গেলেই নামিয়ে নিবেন আর বেশিক্ষন জ্বাল দিবেন না। জ্বাল বেশি হলেই মিষ্টি শক্ত হয় এবং চুপসে যায় । দুধে দিয়েও বেশিক্ষন জ্বাল দিবেন না ।
  • রসগোল্লা চেক করার জন্য একটা রসগোল্লা বাটিতে নরমাল ডুবো পানিতে ছেড়ে দিতে হবে। যদি ডুবে যায় তবে বুঝবে হয়ে গেছে ।
  • সিরা বেশি ঘন হলে এবং মিষ্টি বেশিক্ষণ জ্বাল দিলে মিষ্টি শক্ত হতে পারে । তাই সিরাটা পাতলা রাখার চেস্টা করুন ।
  • দুধও জ্বাল দিয়ে আবার বেশি ঘন করে ফেলবেন না। তাহলে মিষ্টি শক্ত হয়ে যেতে পারে ।
  • মেজারমেন্ট এর কাপ দিয়ে মেপে নিতে হবে সব কিছু ।

পরিবেশনঃ

সাথে সাথে গরম গরম পরিবেশন করতে পারবেন এই মিষ্টি ।
কিংবা ৩-৪ ঘন্টা পরে ভিতরে দুধ ঢুকে আরো নরম হলে তারপরও পরিবেশন করতে পারেন ।

Related Posts

সংগ্রহে রাখুন ও শিখে নিন ৭ ধরনের ফ্রুট কাস্টার্ডের রেসিপি

উপকরণ– ১ তরল দুধ ২ কেজি কাস্টার্ড পাউডার ৪ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দেড় চা চামচ লবণ আধা চা চামচ চিনি পছন্দ মত প্রস্তুত প্রণালী – ২কেজি…

সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি

সারা পৃথিবীর মতো আমাদের দেশেও কেক অনেক জনপ্রিয় একটি খাবার। আর আমরা দেখাবো সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি। সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি উপকরনঃ ডিম –…

মজাদার রাভা লাড্ডু এর সহজ রেসিপি

খাবার পরে অনেকেই ডেজার্ট হিসেবে মিষ্টি জিনিস পছন্দ করে। রাভা লাড্ডু এজন্য হতে পারে একটি আদর্শ খাবার। আজ দেখুন কিভাবে সহজে রাভা লাড্ডু তৈরি করতে হয়। মজাদার…

স্পেশাল ছানার পুডিং

অনেক তো মেইন ডিশের রেসিপি শেয়ার করা হল! আজ না হয় স্যুইট ডিশ হয়ে যাক। আজ আপনাদের জানাব ছানা দিয়ে কীভাবে পুডিং তৈরি করা হয়। তাহলে চলুন…

স্পেশাল কাশ্মীরি ক্ষীর তৈরি করুন খুব সহজে

বাসায় বসে তৈরি করুন স্পেশাল কাশ্মীরি ক্ষীর । পুরু ঘন দুধ দিয়ে তৈরি ক্ষীরের পদ্ধতি কাশ্মীরের ঐতিহ্যকে বহন করে। আসুন তবে আমরা একটু খেয়ে দেখে মজাদার কাশ্মীরি…

স্বাদে অতুলনিয় ছানা গাজরের হালুয়া

উপকরণ : গ্রেট করা গাজর ১ কাপ, ছানা ১ কাপ, কনডেন্স মিল্ক ১ কাপ, চিনি আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, রোস্টেড কাজু বাদাম গুঁড়া আধা কাপ,…