মূলত ইলিশের দেখা মেলে সাগরে ও নদীতে। কিন্তু পুকুর অথবা দিঘিতে ইলিশ পাওয়া যায় না। অবিশ্বাস্য হলেও উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটায় জলাশয়ে ধরা পড়েছে শতাধিক জাটকা (ছোট ইলিশ)।
মঙ্গলবার (১৫ আগস্ট) বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের রায়হানপুর গ্রামের আলমের বাড়ির জলাশয়ে পাওয়া যায় ৯৫ টি ইলিশ ।
এই খবর সামাজিক কমিউনিকেশন মাধ্যমসহ বিভিন্নভাবে এলাক ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্য জন্ম হয়। আলম মিয়া বলেন, প্রায় ৮০ শতাংশ জুড়ে মোদের জলাশয়ে অথবা দিঘিতে প্রতি বছরই মাছ ধরা হয়, এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার জলাশয়ে থাকা বড় বড় বোয়ালসহ বিচিত্র প্রজাতির মাছ ধরা আরম্ভ করি।
এ সময় বিচিত্র মাছের সাথে জালে উঠতে থাকেন একের পর এক জাটকা। যা সংখ্যায ৯৫ টি প্রায় ৬ কেজি।অনেক ইলিশের ওজন রয়েছে প্রায় ২০০ গ্রামের অধিক। তিনি আরও বলেন, মোদের জলাশয়ের পাশেই হলতা নদী।
এবং এই নদী মিশেছে বিষখালী নদীর সঙ্গে। জলাশয়ের সাথে হলতা নদীর সাথে সংযুক্ত। অতএব জোয়ারের সাথে জাটকা ঢুকতে পারে বলে নির্ধারণ করছি।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, যে কারণে নদীর সাথে জলাশয়ের একটা সংযোগ আছে, সে ফলে জোয়ার-ভাটায় মাছের ডিম অথবা পোনা ঢুকতে পারে। এটা আধুনিক কিছু নয়।