সন্তানের সফলতায় বাবা-মায়ের ৮ ভূমিকা জেনে নিন!

সন্তানের সফলতায় বাবা-মায়ের ৮ ভূমিকা জেনে নিন!

পিতা-মাতার ওপর সন্তানের সফলতা অনেকাংশে নির্ভর করে। এ লেখায় তুলে ধরা হলো পিতামাতার তেমন কিছু ভূমিকা, যা তাদের জীবনে সফল হতে ভূমিকা রাখে।

চলুন জেনে নেওয়া যাক…

১. বাড়ির টুকিটাকি কাজ
অনেক বাবা-মা সন্তানের পড়াশোনার ক্ষতি হবে মনে করে তাকে বাড়ির টুকিটাকি কাজ করতে দেন না। যদিও এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যে বাবা-মা সন্তাকে বাড়ির টুকিটাকি কাজ করতে দেন তাদেরই বেশি সফল হতে দেখা যায়।

২. সামাজিকতা শিক্ষা
সন্তানকে ছোটবেলা থেকেই সামাজিকতা শিক্ষা দেওয়া শিশুর সঠিক মানসিকতা গড়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশু শ্রেণী থেকেই যে বাবা-মা সন্তানকে নানা ধরনের সামাজিকতা শিক্ষা দেয়, তারা সারা জীবন সে শিক্ষা কাজে লাগাতে সক্ষম হয়।

৩. উচ্চাকাঙ্ক্ষা গড়ে তোলা
বাবা-মা সন্তানকে ছোটবেলা থেকেই যদি উচ্চাকাঙ্ক্ষী করে তোলেন তাহলে তা তাদের জীবনে সফল হতে সহায়তা করে।

৪. পিতামাতার উচ্চশিক্ষা :
শিক্ষিত মা-বাবার সন্তানও শিক্ষালাভে আগ্রহী হবে, এটাই স্বাভাবিক। এ বিষয়টি সন্তানের উচ্চশিক্ষা লাভে বাড়তি অনুপ্রেরণা হিসেবেও কাজ করে।

৫. অল্পবয়সেই অংক শিক্ষা :
অংক শিক্ষা শিশুর ভবিষ্যত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা-মায়েরা যদি সন্তানকে অল্পবয়সেই অংক শিক্ষা দেন তারা ভবিষ্যতে অংকভীতি কাটিয়ে উঠতে পারে এবং বিজ্ঞানের নানা ক্ষেত্রে সহজেই বিচরণ করতে পারে।

৬. সন্তানের সঙ্গে সম্পর্ক গড়া :
পিতা-মাতার সঙ্গে সন্তানের নিবিড় সম্পর্ক গড়ে তোলা শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অত্যন্ত কার্যকর। বিভিন্ন গবেষণাতেও এ বিষয়টি প্রমাণিত হয়েছে।

৭. কম মানসিক চাপ :
অভিভাবকের মানসিক চাপ সন্তানের ওপরেও প্রভাব বিস্তার করে। এ কারণে যে বাবা-মায়েরা মানসিক চাপে কম থাকে তাদের সন্তানও সঠিক আচরণ শিখতে পারে এবং ভবিষ্যতে উন্নতি করে।

৮. সঠিক পুষ্টিজ্ঞান :
বাবা-মা যদি নানা ধরনের খাবারের পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান রাখে তাহলে সন্তানকেও উপযুক্ত খাবার খাওয়াতে সক্ষম হয়। আর এতে শিশুর সুস্বাস্থ্য যেমন নিশ্চিত করা যায় তেমন তার ভবিষ্যৎও উজ্জ্বল হয়।

Related Posts

সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্তি দূর করার ৫টি ছোট্র টিপস…

সারাদিন এতো লম্বা সময় রোজা রাখার পর ইফতার শেষে একেবারেই গা ঝিমিয়ে পড়ে। রাজ্যের ক্লান্তি এসে ভর করে দেহে। ইফতারের পর থেকে রাতের খাবারের সময়টুকু যেনো এক…

রোজাদার নারীদের জন্য গুরুত্বপূর্ণ ও জরুরি ৫টি মাসআলা, যা না জানলেই নয়!

১. প্রসব ব্যথায় রোজা ভাঙা : যদি রোজা না ভাঙলে গর্ভবতী মহিলার অথবা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা বৈধ। এ ক্ষেত্রে…

জীবনে খারাপ সময় আসবেই, ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন কাজে লাগবে…

জীবনে খারাপ সময় আসবেই- সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এমন “অভাগা…

দাম্পত্যে জীবন সুখী রাখতে এই ৬টি কাজ আবশ্যক

শান্তিপুর্ণ সংসার গড়ার পুর্ব শর্ত হলো সুন্দর দাম্পত্য জীবন, জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় বলা যায় একে। কারণ দাম্পত্য একদিনের সম্পর্ক নয়, বরং একে চিরকালের বলেই ধরা হয়।…

ছোট স্তন? ওষুধ ছাড়াই স্বাভাবিক উপায়ে বড় করুন এভাবে…

জিনগত কারণে বা অন্যকিছু আনুষঙ্গিক কারণে অনেকেরই স্তনের আকার স্বাভাবিকের থেকে ছোট থাকে। এই কারণে হিনমন্যতায় ভোগেন অনেক মেয়েরাই। আসলে সুন্দর, সুডৌল স্তন নারীর সৌন্দর্য্যের একটি অন্যতম…

ঘুমের মধ্যে লালা ঝরে? জেনে নিন সঠিক সমাধান!

ঘুম ভালোভাবে হলে দেহ মন ফুরফুরে থাকে। কিন্তু অনেকেই আছেন যাদের ঘুমের সময় লালা ঝরার মতো অস্বস্তিকর ঘটনা ঘটে। সাধারণত দু একজন বড়দের পাশাপাশি শিশুদের এমনটা দেখা…