রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা এর সহজ রেসিপি!

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা এর সহজ রেসিপি!

চিকেন শর্মা আমাদের দেশের অন্যতম জনপ্রিয় স্ন্যাক্স। ঢাকার রাস্তায় কিংবা অলিতে-গলিতে সবজায়গায় চিকেন শর্মা পাওয়া যায়। আজ দেখুন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা রেসিপি।

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা রেসিপি

শর্মার ক্রিমি হোয়াইট সস তৈরি

উপকরণঃ

  • জ্বাল দেয়া দুধ – ১+ ৩/৪ কাপ
  • চিনি – ২ চা চামচ
  • লবন – সামান্য
  • পেঁয়াজ কুঁচি – অর্ধেক
  • তেজপাতা – ১ টি
  • ময়দা – ২ টেবিল চামচ
  • বাটার – ২-৩ টেবিল চামচ
  • গোল মরিচ টেলে গুঁড়া করা – ১/২ চা চামচ
  • রসুন – ১ কোয়া (ঐচ্ছিক)
  • তাহিনি পেস্ট – ২ টেবিল চামচ ( তিল হালকা টেলে পেস্ট করে নিতে হবে )

প্রনালিঃ

  • দুধ জ্বাল দেবার সময় তেজপাতা ও পেঁয়াজ দিয়ে জ্বাল দিতে হবে । পরে তুলে ফেলতে হবে ।
  • প্যানে বাটার গলে গেলে ময়দা দিয়ে ভাল করে মিহি করে দুধ , তাহিনি পেস্ট ও অন্যান্য উপকরন দিয়ে দিতে হবে ।
  • মেয়োনিজের মতো ঘন সস তৈরি হলে নামিয়ে নিন ।
  • নামানোর আগে গোল মরিচ গুঁড়া দিয়ে দিন ।
  • চাইলে সস্টা আগের দিন বানিয়ে ফ্রিজে রাখতে পারেন ।

তন্দুরি / বারবিকিউ চিকেন পুরের জন্য

উপকরনঃ

  • চিকেন কিউব করে কাটা – ১ কাপ
  • তন্দুরি চিকেন মশলা – ২ টেবিল চামচ
  • টক দই – ১টেবিল চামচ
  • টম্যাটো সস – ২টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি – ১/২ কাপ

প্রনালিঃ

  • কিউব করা চিকেন চাইলে পাটায় হালাকা ছেঁচে নিতে পারেন ।
  • সব উপকরন এক সাথে মাখিয়ে ২০-২৫ মিনিট ফ্রিজে রেখে দিন ।
  • ওভেনে গ্রিল এ ৪০-৫০ মিনিট গ্রিল করুন ।
  • আমি ২০ মিনিট গ্রিলে দিয়ে হাই পাওয়ারে ১০ মিনিট দিয়েছিলাম ।
  • হালকা মাখা মাখা ঝোল থাকতে নামিয়ে নিন ।
  • চাইলে বাটা মশলা দিতে পারেন ।
  • তন্দুরির মশলা না থাকলে বাটা মশলা দিতে পারেন।

শর্মার রুটি

উপকরনঃ

  • ময়দা -২কাপ
  • লবন – ১/২ চা চামচের বেশি
  • চিনি – ২ চা চামচ
  • তেল – ১ চা চামচ
  • বাটার – ২ টেবিল চামচ
  • ইস্ট – ১ চা চামচ + ১ চিমটি
  • টক দই – ১/২ কাপের সামান্য কম (প্রানেরটা দিয়েছি )

প্রনালিঃ

  • ১/৪ হালকা কুসুম গরম পানিতে ইস্ট ও চিনি দিয়ে ৫ মিনিট চুলার পাশে রেখে দিন ।
  • বাকি উপকরন এক সাথে মিক্স করে নিন ।
  • ইস্ট গুলানো পানি অল্প অল্প করে ঢেলে সফট ডো তৈরি করে নিন ।
  • চুলার পাশে অল্প আচে ঢেকে রাখুন ১ ঘন্টা ।
  • ১ ঘণ্টা পর আবার ডো মাখিয়ে ছোট ছোট বল তৈরি করুন ।
  • এবার গোল করে বেলে মাঝখানে সামান্য বাটার দিয়ে পরোটার মতো আবার ভাল করে রুটি বেলুন ।
  • এতে রুটিটা ভাল ফুলবে এবং সফট হবে ।
  • এবার ফ্রাই প্যানে মাঝারি আচে রুটি দিয়ে ঢেকে দিন । এক পিঠ ফুলে উঠলে আরেক পিঠ উল্টে দিন ।

টিপসঃ

  • রুটি চেপে চেপে সেঁকবেন না । তাহলে ক্রিস্পি হয়ে যাবে ।
  • চাইলে পরোটার মতো দুইবার ভাজ করে মানে দুইবার করে বাটার ব্রাশ করে রুটি বানাতে পারেন । তাহলে রুটি আরো সফট হবে ।
  • চেস্টা করবেন ২ বারে রুটি সেঁকে তুলে ফেলার জন্য ।
  • মাঝারি আচে রুটি সেঁকবেন ।

ড্রেসিং এর জন্

উপকরনঃ

  • শশা মিহি কুঁচি – ১/২ কাপ
  • টম্যাটো কুঁচি – ১ টি
  • পেঁয়াজ + কাঁচামরিচ + ধনিয়াপাত কুঁচি – প্রয়োজন মত
  • বিট লবন – সামান্য (ঐচ্ছিক)
  • চিনি লাগলে সামান্য চিনি

প্রনালিঃ

  • সব এক সাথে ভাল করে মিক্স করে নিন ।
  • সাথে বারবিকিউ চিকেন আর সস ও দিয়ে দিন ।
  • ক্রিম টাইপের পেস্ট তৈরি করুন ।
  • ক্রিমি ভাব না আসলে মেয়োনিজ অথবা আরও হোয়াইট সস দিন ।
  • একটি রুটির এক সাইডে দিয়ে রোল করুন । বেকিং পেপের দিয়ে মুড়িয়ে দিন যাতে খুলে না যায় ।

পরিবেশনঃ

  • টমেটো সস অথবা হোয়াইট সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন ।

Related Posts

চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের চিকেন নাগেটস এর রেসিপি…

চাইনিজ রেস্টুরেন্টের একটি জনপ্রিয় খাবার হচ্ছে চিকেন নাগেটস। সুস্বাদু এই খাবারটি আপনি ইচ্ছে করলে আপনার বাসাতেই তৈরি করতে পারেন। দেখে নিন চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের সুস্বাদু চিকেন নাগেটস…

সুস্বাদু বারবিকিউ ব্যানানা চিপস এর সহজ রেসিপি

লেবু ও পুদিনা পাতার ঘ্রানে দারুন স্বাদের ক্রিস্পি বারবিকিউ ব্যানানা চিপস আপনিও ট্রাই করে দেখুন । অনেক সহজ রেসিপির এই খাবারটি হালকা নাস্তার জন্য পারফেক্ট। বারবিকিউ ব্যানানা…

সিপি স্বাদের চিকেন বল তৈরি করুন ঘরেই

আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি অনেক মজার খাবারের রেসিপি। এটি হলো চিকেন বলের রেসিপি। দেখে নিন সাম্মি মিথিলা রহমানের সিপি স্বাদের চিকেন বল বানানোর রেসিপিটি। উপকরন: ১….

পাস্তা তৈরির ঘরোয়া সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

পাস্তা তৈরির ঘরোয়া সহজ রেসিপি – মায়ের হাতের রান্না

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি ঘরোয়া নাস্তার রেসিপি। পাস্তা খেতে ভালোবাসেন না এই রকম মানুষ বোধ হয় কমই আছেন। পাস্তা একটি মজাদার খাবার সঙ্গে সুস্বাদুও বটে।…

চিলি চিকেন তৈরির সহজ পারফেক্ট রেসিপি – মায়ের হাতের রান্না

চিলি চিকেন তৈরির সহজ পারফেক্ট রেসিপি – মায়ের হাতের রান্না

আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিলি চিকেন রান্নার সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি । চিলি চিকেন খুবই সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার । ছোট বড় সবাই পছন্দ…

ইফতারে খুব ঝটপট রেঁধে ফেলুন দারুণ সুস্বাদু ‘হালিম’! – মায়ের হাতের রান্না

ইফতারে খুব ঝটপট রেঁধে ফেলুন দারুণ সুস্বাদু ‘হালিম’! – মায়ের হাতের রান্না

কয়েকদিন গরমের পর বৃষ্টির ফলে আজকের আবহাওয়া দারুণ। এই হালকা ঠাণ্ডার আবহাওয়ায় ইফতারে একটু ভারী খাবার খাওয়াই যায়। আর তা যদি হয় গরম গরম হালিম তাহলে তো…