যৌবনের এই ১০টি আর্থিক ভুল ভবিষ্যতে আপনাকে ভোগাবেই, সতর্ক হন…

প্রতিষ্ঠিত হতে মানুষকে জীবনের বিভিন্ন পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। বয়স যখন ৩০, টগবগে যৌবন, তখন ব্যক্তিগত বা পরিবারের দৈনন্দিন খরচ, বাড়ি-গাড়ি নিয়ে ভাবতে হয় আপনাকে। এগুলোর কিছুটা চাহিদা মিটলে আপনি মনে করতে পারেন সবকিছু ঠিকঠাক আছে।

কিন্তু এ বয়সে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি হয়তো কিছু ভুল করছেন। এনডিটিভির অনলাইনে এক প্রতিবেদনে এমনই ১০টি আর্থিক ভুল চিহ্নিত করা হয়েছে:

১. ভুল বিনিয়োগ

কোথাও বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঞ্চয়ের কথা মাথায় রাখতে হবে। আপনি কোথায় বিনিয়োগ করতে চান তা আগে ভাবুন। সেইসাথে কর সঞ্চয়ের পরিকল্পনা করুন। বিনিয়োগের শেষ পর্যায়ে ভাবলে পিছিয়ে পড়বেন। এ ধরনের আচরণ আপনার ব্যবসার প্রবৃদ্ধি কমিয়ে দেবে। আর যেখান থেকে আয় বেশি না আসে, সেখানে বিনিয়োগের সিদ্ধান্ত আপনার উঠতি সময়ের জন্য কিছুটা হলেও ভুল।

যেমন—অনেকে বিনিয়োগের ঝুঁকি নিতে চান না কিংবা বেশি কর দিতে চান না বলে নির্দিষ্ট পরিমাণ অর্থ স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) করেন।

যেহেতু আপনার বয়স এখন ৩০ বছর, তাই জীবনে প্রতিষ্ঠার জন্য আপনার হাতে আরো সময় রয়েছে। ফলে কর-সঞ্চয়ের বিষয়টি মাথায় রেখেই আপনি এমন কোথাও বিনিয়োগ করুন, যাতে প্রতিযোগিতার এই যুগে আপনি ভালো ফল পেতে পারেন।

২. পর্যাপ্ত বিমা নিশ্চিত না হওয়া

অনেকেই বিমা গ্রহণ করেন, তবে তা নিয়মিত পর্যালোচনা করেন না। এটি একটি ভুল। পরিবারের জরুরি অবস্থায় যাতে পর্যাপ্ত আর্থিক নিরাপত্তার থাকে, সেটা আপনাকেই নিশ্চিত করতে হবে।

আপনার দায়ও বিমার আওতায় থাকা উচিত। যদি আপনি কোনো ঋণ নেন, তবে সেভাবেই বিমানীতিও গ্রহণ করা উচিত। মেয়াদি বিমা কিনুন, যা অল্প খরচেই সম্ভব।

৩. জীবন বিমা গ্রহণ না করা

৩০ বছরের কাছাকাছি যাঁদের বয়স, তাঁদের মধ্যে খুব কমই জীবন বিমা গ্রহণ করে থাকেন। তবে যেকোনো সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আর বর্তমানে চিকিৎসার যে খরচ, তাতে ছোট একটি দুর্ঘটনায়ও আপনার অনেক খরচ হয়ে যেতে পারে। তাই একান্ত প্রয়োজনেই আপনাকে জীবন বিমা গ্রহণ করা উচিত। অবশ্য এ ক্ষেত্রে কর্মক্ষেত্রের বিমার ওপর নির্ভর করা উচিত নয়। কারণ, আপনি বর্তমান চাকরিতে পরবর্তী সময়ে নাও থাকতে পারেন।

৪. খরচের খাতগুলো চিহ্নিত না করা

আয় বাড়লে অধিকাংশ মানুষই প্রয়োজন না থাকলেও খরচ করে থাকেন। তখন কোথায় কোথায় খরচ করা উচিত, তা চিহ্নিত করা হয় না। এই প্রবণতা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। আর আয়ের চেয়ে খরচ নিয়মিতই বাড়তে থাকে।

৫. আগে ব্যয়, পরে সঞ্চয়

৩০ বছর বয়সের বেশির ভাগ মানুষকেই তাঁর পরিবারের ব্যয় নির্বাহ করতে হয়। ফলে তাঁরা সঞ্চয় করতে পারেন না।

সনদধারী আর্থিক পরিকল্পনাকারী বিবেক কার্ভা বলেন, ‘বেশির ভাগ সাধারণ মানুষ আগে ব্যয় করে, পরে সঞ্চয় বা বিনিয়োগের কথা ভাবে। কিন্তু যাঁরা জ্ঞানী, তাঁরা আয় থেকে বিনিয়োগ বাদ দিয়ে যা থাকে তা-ই ব্যয় করেন।

প্রতি মাসেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে সঞ্চয় বা বিনিয়োগের জন্য নির্ধারণ করতে হবে। আপনি একা বা যৌথ বিনিয়োগও করতে পারেন।

৬. লক্ষ্য চূড়ান্ত না করা

Frustrated young business man

বেশির ভাগ মানুষই জানেন তাঁদের লক্ষ্যগুলো কী। তবে সেসব লক্ষ্যের কয়টি বাস্তবে অসম্ভব, তা নির্দিষ্ট করা হয় না। আর যেগুলো সম্ভব বলে মনে করা হলো, সেগুলো কত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব, তা চূড়ান্ত করা হয় না। আর মনে রাখতে হবে, শুধু লক্ষ্য জানাই যথেষ্ট না। লক্ষ্যে পৌঁছাতে কত কী খরচ হবে, কত সময় লাগবে তা আগেই নির্দিষ্ট করা উচিত।

৭. অবসর বা অবকাশের জন্য সঞ্চয় না করা

এখন আপনার বয়স ৩০। এখন আপনি যেভাবে পরিশ্রম করতে পারবেন, বয়সের ভার একটু বাড়লে একই ভাবে পরিশ্রম করতে পারবেন না। তবে এ সময় আপনার মনে হতে পারে এখন খরচের সময়, পরে সঞ্চয় করব। কিন্তু এখন সঞ্চয় শুরু না করলে বড় ভুল করবেন। তাই একটু একটু করে সঞ্চয় শুরু করা উচিত। আয় বাড়লে সঞ্চয় বাড়ানো উচিত।

৮. অপ্রয়োজনীয় ঋণ নেওয়া

বেশির ভাগ মানুষের আয় দ্বিগুণ হলেও একটি সাধারণ ভুল করে বসেন। তখন এমন কিছু শুরু করা হয়, যা আয়ের চেয়ে বেশি দায় বাড়ায়।

সনদধারী আর্থিক পরিকল্পনাকারী বিশাল ধাওয়ান বলেন, বেশির ভাগ উঠতি পরিবারে ছেলেমেয়ের মধ্যে আয়ের চেয়ে ব্যয়ের প্রবণতা বেশি দেখা যায়।

৯. জরুরি প্রয়োজনের জন্য তহবিল না রাখা

যেকোনো সময়ে আপনার জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। হঠাৎ বন্যা-ভূমিকম্প হতে পারে, চাকরি চলে যেতে পারে ও চিকিৎসার প্রয়োজন হতে পারে। এর জন্য তহবিল গঠন থাকলে প্রয়োজনের সময় আপনি ভালোভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন।

১০. দক্ষতা বাড়ানোর জন্য বিনিয়োগ না করা

৩০ বছরের পর আর ৪০ বছর বয়সের আগে আপনার বেশি আয়ের প্রয়োজন হবে। তাই আগে বিনিয়োগ না করা এবং নিজের দক্ষতা বাড়াতে খরচ না করা একটি বড় ভুল।

Related Posts

সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্তি দূর করার ৫টি ছোট্র টিপস…

সারাদিন এতো লম্বা সময় রোজা রাখার পর ইফতার শেষে একেবারেই গা ঝিমিয়ে পড়ে। রাজ্যের ক্লান্তি এসে ভর করে দেহে। ইফতারের পর থেকে রাতের খাবারের সময়টুকু যেনো এক…

রোজাদার নারীদের জন্য গুরুত্বপূর্ণ ও জরুরি ৫টি মাসআলা, যা না জানলেই নয়!

১. প্রসব ব্যথায় রোজা ভাঙা : যদি রোজা না ভাঙলে গর্ভবতী মহিলার অথবা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে রোজা ভেঙে ফেলা বৈধ। এ ক্ষেত্রে…

জীবনে খারাপ সময় আসবেই, ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন কাজে লাগবে…

জীবনে খারাপ সময় আসবেই- সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এমন “অভাগা…

দাম্পত্যে জীবন সুখী রাখতে এই ৬টি কাজ আবশ্যক

শান্তিপুর্ণ সংসার গড়ার পুর্ব শর্ত হলো সুন্দর দাম্পত্য জীবন, জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় বলা যায় একে। কারণ দাম্পত্য একদিনের সম্পর্ক নয়, বরং একে চিরকালের বলেই ধরা হয়।…

ছোট স্তন? ওষুধ ছাড়াই স্বাভাবিক উপায়ে বড় করুন এভাবে…

জিনগত কারণে বা অন্যকিছু আনুষঙ্গিক কারণে অনেকেরই স্তনের আকার স্বাভাবিকের থেকে ছোট থাকে। এই কারণে হিনমন্যতায় ভোগেন অনেক মেয়েরাই। আসলে সুন্দর, সুডৌল স্তন নারীর সৌন্দর্য্যের একটি অন্যতম…

ঘুমের মধ্যে লালা ঝরে? জেনে নিন সঠিক সমাধান!

ঘুম ভালোভাবে হলে দেহ মন ফুরফুরে থাকে। কিন্তু অনেকেই আছেন যাদের ঘুমের সময় লালা ঝরার মতো অস্বস্তিকর ঘটনা ঘটে। সাধারণত দু একজন বড়দের পাশাপাশি শিশুদের এমনটা দেখা…