বিয়ে কিংবা যে কোন উৎসব- বাঙালি মেয়েদের সবচেয়ে প্রিয় অনুষঙ্গ হাতের মেহেদী। নানা ডিজাইনে হাত জুড়ে মেহেদীর গাঢ় রঙ প্রায় সব মেয়েরই পছন্দের। তবে, উৎসব শেষেই ম্লান হতে থাকা মেহেদীর রঙ দ্রুত উঠিয়ে ফেলার জন্য চিন্তায় পড়েন অনেকেই। অর্ধেক উঠে যাওয়া ডিজাইনের হাত নিয়ে অস্বস্তিতে পড়েন প্রায়ই।
পাঠকদের জন্য তাই আজ থাকছে মেহেদীর রঙ দ্রুত হালকা করে ফেলার কিছু উপায়-
ব্লীচঃ
ভাল মানের ব্লীচ হাতের যেখানে যেখানে ডিজাইন আছে সেখানে প্রয়োগ করুন। মুখের লোম উঠাতে যে ব্লীচ ব্যবহার করা হয়, সেটিও ব্যবহার করতে পারেন।
লেবু ও বেকিং সোডাঃ
বেকিং সোডা ও লেবু দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর পুরো হাতে মেখে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এতে, আপনার হাত রুক্ষ হয়ে যেতে পারে, তাই সাথে সাথেই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
পর্যাপ্ত হাত ধোয়াঃ
একটু পর পর হাত ধুলে আপনা-আপনিই হাতের মেহেদীর রঙ হালকা হতে থাকবে। তবে, বেশি হাত ধুলে হাত খসখসে হয়ে যাবার সম্ভাবনাও বেশি থাকে। সেক্ষেত্রে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।
লবণ ও অলিভ অয়েলঃ
অলিভ অয়েলের সাথে লবণ মিশিয়ে ত্বকে লাগান। দশ মিনিট রাখুন, আবারও একই ভাবে প্রলেপ লাগান। ভালো ফল পেতে প্রতিদিন এই পদ্ধতিতে মেহেদীর রঙ হালকা হতে পারে।
লবণ পানিঃ
গরম পানিতে লবণ মিশিয়ে তাতে ১৫-২০ মিনিট হাত ডুবিয়ে রাখুন। দিনে কয়েকবার এভাবে হাত ডুবিয়ে রাখলে খুব সহজেই হালকা হয়ে যাবে মেহেদীর রঙ। হাতের রুক্ষতা কমাতে অবশ্যই সাথে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।