চলুন জেনে নিই,
কাচা হলুদ বাটা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ।
ব্যাবহারের নিয়ম:
– উপাদান দুটি একত্রে ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরী করে নিন।
– শুধুমাত্র মেছতা বা কালচে দাগের উপর ভালোভাবে লাগান।
– ১৫ মিনিট পরে শুখিয়ে গেলে সাধারন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সতর্কতা:
– গোশলের আগে কাজটি করলে ভালো ফল পাওয়া যাবে।
– মুখ ধুয়েফেলার তিন বা চার ঘন্টা রোদ বা রান্নাঘরে যাওয়া যাবে না।
– প্রতিদিন কমপক্ষে একবার কিংবা দাগ বেশি হলে দুই বার ব্যাবহার করতে পারেন যতদন পর্যন্ত আপনার অবাঞ্চিত দাগ দুর না হয়।
– যাদের ত্বক সংবেদনশীল অর্থাৎ লেবুর রস সহ্য করতে পারে না তারা লেবুর রসের সাথে পানি মিশিয়ে নিতে পারেন অথবা কাচা দুধ ব্যাবহার করতে পারেন।
কয়েকটি প্রাকৃতিক পদ্ধতি মেছতা দূর করার:
১ – চন্দনে অ্যান্টি এইজিং এবং অ্যান্টিসেপটিক উপাদান আছে যা ত্বকের হাইপারপিগমেনশন কমিয়ে মেছতার দাগ দূর করে থাকে। ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া, ১ টেবিল চামচ গ্লিসারিন, এবং লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাকটি কালো বা খয়েরী দাগের ওপর লাগান। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২ – টেবিল চামচ কমলার রস, ১ চা চামচ লেবুর রস, ভিটামিন ই, ২ টেবিল চামচ চন্দন গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ভাল করে এই প্যাকটি মুখে লাগান। আধা ঘন্টার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন।
৩ – প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে চন্দন পাউডার, অলিভ অয়েল, বাদাম অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন। সারারাত রেখে সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন।