আমাদের জীবনের সব কিছুই আমাদের হিসাব অনুযায়ী হয় না। প্রকৃতপক্ষে, খুব কম জিনিসই আমাদের মন অনুযায়ী হয়। কিছু মানুষ তো তাদের মনকে মেরে যা চলছে তা চলতে দেয়। একই সময়ে কিছু লোক জিনিস পরিবর্তন করার চেষ্টা করে। এই জ্ঞানী মানুষ জিনিষগুলি পরিবর্তন করার জন্য উপায়ের আশ্রয় নেন।
সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ তো দেখেইছেন। অক্ষয় কুমার প্রথম দিকে কিছু সময়ের জন্য একটি উপায় তৈরি করার চেষ্টাই তো করেন। আমরাও কখনও কখনও এই ধরনের কিছু উপায় বার করি। এখন আমাদের এক বন্ধুর চশমা ভেঙ্গে গেছে, তার দোকানে যাওয়ার সময় ছিল না, তাই তার একপাশে একটি দড়ি বেঁধে কাজ চালাচ্ছে । আশ্চর্যজনক মানুষ তাই না?
আজ, আপনি এখন এমন কিছু আশ্চর্যজনক মানুষ দেখবেন যারা উপায় বার করার জন্য এমন সব কাজ করেছেন যা দেখে আপনার মাথা ঘুরে যাবে। যাইহোক, আপনি বিলম্ব করবেন না। অবিলম্বে দেখুন কিছু নমুনা।
কাজের জিনিস…
মোজা পড়তে পড়তে কখন যে ছিঁড়ে যায় বোঝা যায় না। তখন সবার সামনে লজ্জা থেকে বাঁচতে এই উপায়টি কাজে আসতে পারে।
দূরেই থাকুন…
মেয়েরা প্রায়ই টোন টিটকিরির কবলে পরে। তখন তার থেকে বাঁচার জন্য সহজ, সস্তা এবং খতরনাক উপায় এটি।
এটা খুব মিষ্টি…
যতক্ষণ বাচ্চা না ঘুমায় ততক্ষণ কোন কাজ হয় না। আবার ঘুম থেকে উঠে গেলে আরো ঝামেলা । তাই বাচ্চা ভালো ভাবে ঘুমোয় তার জন্য এটা করা যেতে পারে।
নিজের কাজ হওয়া নিয়ে কথা…
মানুষ সিট বেল্ট বাঁধুক বা না বাঁধুক, কিন্তু সেটা ওপেনার হতেই পারে।
এটা একটু বেশি হয়ে গেছে…
কোমডের সিট এইরকম ভাবেও ব্যবহার করা যেতে পারে সেটি কোনদিন ভাবেনি। তা গলায় নিয়ে কার খেতে ইচ্ছা করে কে জানে খোদা?
কিছু না থেকে ভালো…
পার্টি তে যেতে হবে আর দেরি হয়ে গেছে তখন এই উপায় টা দারুন হবে।
খুব ব্যস্ত মানুষ…
যখন কোন কিছু না পান তখন জামার হুড দিয়ে কাজ চালানো যায়।।
আরামের মামলা….
যখন আপনার কারেন্টের প্লাগ দূরে থাকে, বা গার্লফ্রেন্ড কে মানাতে হয় বা আপনার চার্জ শেষ হয়ে যায় । তাহলে এটা করা যেতে পারে।
একটু জট লাগানো হেডফোন ছাড়িয়ে নি…
যখন চুলের জট ছাড়িয়ে যায় তাহলে হেডফোনেরও জট ছাড়িয়ে যাবে।
এটা তো আমার দারুন লেগেছে…
পেঁয়াজ কাটার সময় আমার চোখে খুব জল আসে। পরের বার পেঁয়াজ কাটার সময় এই উপায় টা করবো।
বাহ! কি বলবো!…
এমনিতেও ছাতা বওয়া একটু মুশকিল হয়ে যায়।
আরে, খাবার গরম হয়ে গেছে…
খাবার গরম করার এটা একটা ভালো উপায়।
সুরক্ষা জরুরি…
যখন মেহনতের টাকায় গাড়ি কেনেন তখন তার সাবধানেরও কথা চিন্তা করতে হয়। একটা তালা লাগিয়ে নিশ্চিন্ত হয়ে যান।
দাগ ভালো…
যদি জামায় কফির দাগ লেগে যায় আর সেটা যদি না যায় তাহলে পুরো জামাটাই কফি রং এর করে দিন। বাহ কি আইডিয়া।
সাত বন্দুকের স্যালুট…
বাজেট যখন একটি এসি নেওয়ার থাকে কিন্তু দুটি বাচ্চা বায়না করে যে আমার বেডরুমের এসি দরকার, তখন এই মহান কৌশল কাজ করতে পারে। এর ফলে শিশুরা ভাগ করে নেওয়াও শেখে।
কেন মানুষ এমন উপায় করে, তারাই জানে । কেবল তাদের দেখে আপনি শুধু হাসছেন । এই গল্পটি শেয়ার করুন এবং অন্যদেরকেও হাসার সুযোগ করে দিন।