মজাদার ছোলার ডালের হালুয়া ও বরফি রেসিপি – মায়ের হাতের রান্না

মজাদার ছোলার ডালের হালুয়া ও বরফি রেসিপি – মায়ের হাতের রান্না

ঘরে তৈরি হালুয়ার স্বাদ যেন একটু বেশিই মজাদার । ছোলার ডাল সুস্বাদু ও পুষ্টিকর । বিভিন্ন উৎসবে তাই বানিয়ে ফেলুন ছোলার ডালের হালুয়া ও বরফি। আমাদের দেশে এটা বেশ পরিচিত একটা খাবার । তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ছোলার ডাল দিয়ে হালুয়া/বরফি তৈরির সহজ রেসিপি ।

চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি… 

উপকরণ :

  • ছোলার ডাল ১/২ কেজি
  • দুধ, তরল ২ কাপ
  • চিনি ১ কেজি
  • দারচিনি, ২ সেমি ৩ টুকরা
  • এলাচ ৪ টি
  • গোলাপ জল ২ টেঃ চামচ
  • ঘি ৩/৪ কাপ
  • ফুলক্রিম গুঁড়া দুধ ১/২ কাপ
  • লেমন ইয়েলো খাওয়ার রং – প্রয়োজনে সামান্য
  • জাফরান – ইচ্ছা
  • পেস্তাবাদাম কুচি
  • কিসমিস

প্রণালী :

  • ছোলার ডাল বেছে ধুয়ে নিন। ডুবো পানিতে সিদ্ধ করে নিন। পানি এমনভাবে আন্দাজে দিন যেন ডাল সেদ্ধ হয়ে পানি টেনে ডাল ভেজা থাকে ।
  • দুধ অল্প অল্প করে দিয়ে ডাল বেটে নিন অথবা মিক্সারে ব্লেন্ড করুন ।
  • হাতল দেয়া হাঁড়িতে ঘি গলান। হাড়ি চুলা থেকে নামিয়ে ডাল, চিনি, এলাচ, দারচিনি দিয়ে মসৃন করে মিশান । চুলায় দিয়ে নেড়ে ফুটান । জাফরান ও গোলাপ জল দিন ।
  • রং ফ্যাকাশে হলে সামান্য লেমন ইয়েলো খাওয়ার রং গুলে দাও । হালুয়া কষাতে থাকুন । গুঁড়া দুধ ছিটিয়ে দিয়ে মিশান । হালুয়া একত্রে দলা বেঁধে আসলে ঢিলা থাকতে নামান । বড় থালায় ঢেলে সমান করুন । হালুয়া নরম থাকতে নামালে ঠান্ডা হওয়ার পর ঠিকমতো জমাট হয় ।

ছেলার ডালের বরফি

  • হালুয়ার রেসিপিতে ১ কাপ চিনি বেশি দিয়ে এবং পেস্তা, বাদাম কুচি বাদ দিয়ে হালুয়া রান্না করুন ।
  • বরফির জন্য হালুয়া তাল বাঁধার পর অনবরত নেড়ে জ্বাল দিতে থাকুন ।
  • হাঁড়ির তলায় লেগে আসলে নামিয়ে তেল বা ঘি মাখানো ট্রেতে ঢালুন ।
  • ২ সেমি পুরু করে বেলন দিয়ে চারকোনা করে বেলুন ।
  • বাতাসে খোলা রাখুন । অল্প ঠান্ডা হলে বরফি কাটুন । ১ দিন খোলা থাকলে ভাল জমবে ।

Related Posts

সংগ্রহে রাখুন ও শিখে নিন ৭ ধরনের ফ্রুট কাস্টার্ডের রেসিপি

উপকরণ– ১ তরল দুধ ২ কেজি কাস্টার্ড পাউডার ৪ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দেড় চা চামচ লবণ আধা চা চামচ চিনি পছন্দ মত প্রস্তুত প্রণালী – ২কেজি…

সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি

সারা পৃথিবীর মতো আমাদের দেশেও কেক অনেক জনপ্রিয় একটি খাবার। আর আমরা দেখাবো সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি। সফট ড্রাইফ্রুট কেক এর সহজ রেসিপি উপকরনঃ ডিম –…

মজাদার রাভা লাড্ডু এর সহজ রেসিপি

খাবার পরে অনেকেই ডেজার্ট হিসেবে মিষ্টি জিনিস পছন্দ করে। রাভা লাড্ডু এজন্য হতে পারে একটি আদর্শ খাবার। আজ দেখুন কিভাবে সহজে রাভা লাড্ডু তৈরি করতে হয়। মজাদার…

স্পেশাল ছানার পুডিং

অনেক তো মেইন ডিশের রেসিপি শেয়ার করা হল! আজ না হয় স্যুইট ডিশ হয়ে যাক। আজ আপনাদের জানাব ছানা দিয়ে কীভাবে পুডিং তৈরি করা হয়। তাহলে চলুন…

স্পেশাল কাশ্মীরি ক্ষীর তৈরি করুন খুব সহজে

বাসায় বসে তৈরি করুন স্পেশাল কাশ্মীরি ক্ষীর । পুরু ঘন দুধ দিয়ে তৈরি ক্ষীরের পদ্ধতি কাশ্মীরের ঐতিহ্যকে বহন করে। আসুন তবে আমরা একটু খেয়ে দেখে মজাদার কাশ্মীরি…

স্বাদে অতুলনিয় ছানা গাজরের হালুয়া

উপকরণ : গ্রেট করা গাজর ১ কাপ, ছানা ১ কাপ, কনডেন্স মিল্ক ১ কাপ, চিনি আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, রোস্টেড কাজু বাদাম গুঁড়া আধা কাপ,…