আজকের রেসিপি আয়োজনে রয়েছে গাজরের জর্দা।আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপি। খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়। চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন গাজরের জর্দা
উপকরণ :
গাজর কুচানো ১ কাপ,
চিনি আধা কাপ, ঘি আধা কাপ,
জাফরান ২ চা চামচ,
গোলাপ জল ১ চা চামচ,
কিশমিশ ২ টেবিল চামচ,
গুঁড়া দুধ ২ টেবিল চামচ,
মোরব্বা ২ টেবিল চামচ,
কমলার রস আধা কাপ,
এলাচ,
দারুচিনি ২টি।
প্রস্তুত প্রণালি ঃ
প্রথমে গাজর কমলার রস দিয়ে সিদ্ধ করে নিন। প্যানে ঘি দিয়ে কিশমিশ, এলাচ ও দারুচিনি দিন। গাজর দিয়ে হালকা ভেজে নিন। এরপর এতে চিনি, গুঁড়া দুধ, মোরব্বা দিন। চিনির সিরা ভালোভাবে শুকিয়ে নিন। নামানোর আগে জাফরান ও গোলাপজল দিয়ে নামিয়ে পরিবেশন করুন।