ভিন্ন স্বাদের চাইনিজ সিঙ্গারা রেচিপি! – মায়ের হাতের রান্না

ভিন্ন স্বাদের চাইনিজ সিঙ্গারা রেচিপি! – মায়ের হাতের রান্না

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদের চাইনিজ সিঙ্গারা। আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়।

চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন ভিন্ন স্বাদের চাইনিজ সিঙ্গারা…

যা যা লাগবে
ময়দা- ১ কাপ
লবণ- আধ চা চামচ
পানি- পরিমাণ মতো
তেল- ২ টেবিল চামচ

পুরের জন্য যা লাগবে
নুডলস- ১ কাপ(সেদ্ধ)
গাজর- ১টা(কুরানো)
বাঁধাকপি- ২ কাপ(কুরানো)
পেঁয়াজ- ১ কাপ(কুচানো)
সয়া সস- ১ চা চামচ
আজিনোমতো-আধ চা চামচ (না দিলেও চলবে)
তেল- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মত

যেভাবে বানাবেন
একটা তলামোটা পাত্রে ময়দা, গরম তেল আর লবণ একসঙ্গে নিন। অল্প অল্প করে পানি দিয়ে টাইট করে এঁটে মেখে নিন। ভেজা কাপড় দিয়ে ময়দা মাখা মুড়ে ১৫ থেকে ২০ মিনিট সরিয়ে রেখে দিন।

পুর বানানোর জন্য – ফ্রাইং প্যানে তেল গরম করুন। বাঁধাকপি, পেঁয়াজ, গাজর দিন। সব্জি ভাজা হয়ে নরম হয়ে এলে সেদ্ধ নুডলস দিন। সয়া সস, লবণ, আজিনোমতো দিয়ে ২-৩ মিনিট ভাল করে নেড়ে নামিয়ে নিন।

এবারে মাখা ময়দা থেকে পাঁচ ইঞ্চি সাইজের গোল গোল করে কেটে নিন। প্রতিটা গোল মাঝখান থেকে কেঁটে দু`ভাগে ভাগ করে নিন। দুটো ধার মুড়ে শঙ্কু বা কোন আকৃতিতে এনে ভিতরে পুর ভরে মুখটা ভাল করে আটকে নিন।

ডোবা তেলে ভেজে নিয়ে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ভিন্ন স্বাদের চাইনিজ সিঙ্গারা।

Related Posts

একসাখে পুরির ৬টি রেসিপি

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে কিছু নানা ধরনের পুরির রেসিপি। বিকেলের নাস্তায় এগুলো বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন নানা ধরনের পুরির ৬টি রেসিপি। পালং পুরি যা…

সুজির মালাই পিঠা…

উপকরণ: দুধ ১ লিটার পরিমাণ, এলাচের গুঁড়ো হাফ চা চামচ, চিনি ২ কাপ, ডিম ২ টি, গুঁড়ো দুধ হাফ কাপ, বেকিং পাউডার হাফ কাপ, সুজি ১ কাপ,…

১২ টি রুটি, পাউরুটি ও পরোটা বানানোর রেসেপি

আজ আপনাদের সামনে একটি নয় মজার মজার ১২ টি রেসিপি নিয়ে হাজির হলাম আসুন তা হলে শিখেনি পরোটা,পাওরুটি,নান ও রুটির রেসিপি গুলো । ১। পাউরুটি প্রস্তুত প্রনালী…

বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস…

আজকের রেসিপি আয়োজনে রয়েছে বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস । আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই…

গ্যসের চুলায় নান রুটি তৈরির রেসিপি…

নান রুটি সাধারনত তৈরি করা হয় তন্দুরে বা ওভেনে। বাসায় তো আর তন্দুর বানানো সম্ভব না। আর যাদের ওভেন নেই তারা কি নান রুটি বানানো থেকে বাদ…

সংগ্রহে রাখুন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি…

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে অনেক মজার একটি খাবারের কয়েক পদের রেসিপি। এটি হলো পরোটার রেসিপি। দেখে নিন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি। আশা করছি ভালো লাগবে।…