আর পাঁচটা বিয়ের মতো তাদের বিয়েও বাঙালী রীতি রেওয়াজ মেনেই হয়েছে।কিন্তু আসলে তা নয়।পাত্রী তিথি দে তার স্বামীর কাছে রিকোয়েস্ট করে যে তাদের বিয়েতে আত্মীয় স্বজনদের না ডেকে বরং গরীবদের খাওয়ানো হোক।
Source
হবু বউ এর এই আহ্বান শুনে বেশ খুশীই হয়েছেন স্বামী দেবপ্রসাদ।তারা জানায় আত্মীয়দের তো যেকোনো সময়ই খাওয়ানো যাবে।কিন্তু এই গরীব মামুষদের মুখে অন্ন তুলে দিতে পেরেই তাদের বিবাহ জীবব স্বার্থক।
এই প্ল্যান করেই তারা বিয়েটা সেরে নিলেন।আর কথা মতো ৩০০ জন দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিলেন।পেশায় দুজনেই অধ্যাপক।দেবীপ্রসাদের কর্মস্থল ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্র নাথ কলেজ আর তিথির নেতাজি নগর কলেজ।
খাবারের মেন্যুতে ছিলো ভাত আলুর তরকারি খিচুড়ি পায়েস চাটনির মতো অসাধারণ খাবার এই খাওয়ার গুলোই ওই মানুষ গুলোর কাছে আমৃতর সমান।এই অনুষ্ঠানটি ছিলো আধ্যাপিঠ মন্দিরে।