বিকালের নাশতায় বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের মচমচে ফিশ চপ – মায়ের হাতের রান্না

মাছে ভাতে বাঙ্গালীর খাবারের তালিকায় ফিশ চপ খুব একটা পরিচিত নয়। সুস্বাদু এই খাবারটি আপনার বিকেলের নাস্তায় একটি বাড়তি আকর্ষন হতে পারে।

বিকালের নাশতায় বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের মচমচে ফিশ চপ

উপকরণঃ

  • রুই মাছ – ৫০০ গ্রাম
  • পেঁয়াজ কুচি – তিন টেবিল চামচ
  • ডিম – দুটি
  • কাঁচামরিচ কুচি – দু-তিনটি
  • গোলমরিচের গুঁড়ো – আধা চা চামচ
  • সেদ্ধ আলু – দুটি
  • ধনেপাতা কুচি – দুই টেবিল চামচ
  • হলুদের গুঁড়ো – সামান্য
  • বিস্কুটের গুঁড়ো – এক কাপ
  • তেল – পরিমাণমতো
  • লবণ – স্বাদমতো

প্রনালিঃ

  • প্রথমে রুই মাছ ভালো করে ধুয়ে তিন থেকে চার মিনিট সেদ্ধ করুন। চাইলে মাছ তেলে ভেজেও নিতে পারেন ।
  • এবার মাছের কাঁটা বেছে ফেলুন এবং কাঁটাছাড়া মাছটি প্লেটে তুলে রাখুন ।
  • এবার একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন । বাদামি হয়ে এলে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিন ।
  • এর মধ্যে কাঁটা ছাড়ানো মাছ, সেদ্ধ আলু, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন ।
  • এখন এই মিশ্রণ দিয়ে গোল গোল চপ তৈরি করুন ।
  • প্রথমে ডিমে ভিজিয়ে এরপর বিস্কুটের গুঁড়ো লাগিয়ে প্লেটে নিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখুন ।
  • প্যানে তেল গরম করে এর মধ্যে মাছের চপগুলো বাদামি করে ভেজে নিন ।
  • ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল ফিশ চপ ।

পরিবেশনঃ

  • সস এর সাথে গরম গরম পরিবেশন করুন ।

Related Posts

একসাখে পুরির ৬টি রেসিপি

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে কিছু নানা ধরনের পুরির রেসিপি। বিকেলের নাস্তায় এগুলো বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন নানা ধরনের পুরির ৬টি রেসিপি। পালং পুরি যা…

সুজির মালাই পিঠা…

উপকরণ: দুধ ১ লিটার পরিমাণ, এলাচের গুঁড়ো হাফ চা চামচ, চিনি ২ কাপ, ডিম ২ টি, গুঁড়ো দুধ হাফ কাপ, বেকিং পাউডার হাফ কাপ, সুজি ১ কাপ,…

১২ টি রুটি, পাউরুটি ও পরোটা বানানোর রেসেপি

আজ আপনাদের সামনে একটি নয় মজার মজার ১২ টি রেসিপি নিয়ে হাজির হলাম আসুন তা হলে শিখেনি পরোটা,পাওরুটি,নান ও রুটির রেসিপি গুলো । ১। পাউরুটি প্রস্তুত প্রনালী…

বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস…

আজকের রেসিপি আয়োজনে রয়েছে বাড়িতেই আজ ঝাল ঝাল পেটিস । আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই…

গ্যসের চুলায় নান রুটি তৈরির রেসিপি…

নান রুটি সাধারনত তৈরি করা হয় তন্দুরে বা ওভেনে। বাসায় তো আর তন্দুর বানানো সম্ভব না। আর যাদের ওভেন নেই তারা কি নান রুটি বানানো থেকে বাদ…

সংগ্রহে রাখুন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি…

আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজনে রয়েছে অনেক মজার একটি খাবারের কয়েক পদের রেসিপি। এটি হলো পরোটার রেসিপি। দেখে নিন একসঙ্গে ১১টি পরোটার রেসিপি। আশা করছি ভালো লাগবে।…