আজকের রেসিপি আয়োজনে রয়েছে বাসি ভাত দিয়ে মজাদার তাওয়া পোলাও । আপনাদের কে দেখাব কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়। চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন বাসি ভাত দিয়ে মজাদার তাওয়া পোলাও
উপকরণ:
২ টেবিল চামচ মাখন, ২টি পেঁয়াজ কুচি, ১.৫ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, ১.৫ টি সবুজ ক্যাপসিকাম কুচি, ৪টি টমেটো কুচি, ধনেপাতা কুচি, ২ টেবিল চামচ পাও ভাজি মশলা, লবণ, ২টি কাঁচা মরিচ কুচি, ১ টেবিল চামচ পানি, ১ কাপ সিদ্ধ মটরশুঁটি, ২টি সিদ্ধ আলু কুচি, ৩ কাপ ভাত।
প্রণালী:
১। প্রথমে প্যানে মাখন বা তেল গরম করে নিন। এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন।
২। পেঁয়াজ কুচি বাদামী হয়ে আসলে এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিন।
৩। আদা রসুনের পেস্ট কিছুটা নরম হয়ে আসলে এতে ক্যাপসিকাম কুচি দিয়ে দিন।
৪। এরপর এতে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পাও ভাজি মশলা, লবণ, কাঁচা মরিচ কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৫। টমেটো নরম হয়ে আসলে এতে পানি দিয়ে দিন।
৬। এতে মটরশুঁটি, আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৭। এরপর এতে ভাত, ধনেপাতা কুচি, লবণ ভাল করে মিশিয়ে কিছুক্ষণ নাড়ুন।
৮। ব্যস তৈরি হয়ে গেল মজাদার তাওয়া পোলাও।